সাতপাকে বাঁধা পড়লেন কৃতি খারবান্দা এবং পুলকিত সম্রাট। ১৫ মার্চ গোয়ায় সাত পাকে বাঁধা পড়লেন তাঁরা। প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ছবি।
কৃতি এবং পুলকিতের বিয়ের ছবি
দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন কৃতি খারবান্দা এবং পুলকিত সম্রাট। গোয়ায় বসেছিল তাঁদের বিবাহ বাসর। বিয়ের পর এদিন তাঁরা বিয়ের একাধিক ছবি প্রকাশ্যে আনলেন।
আরও পড়ুন: ধারাবাহিক ছাড়া বাস্তবেও দজ্জাল জগদ্ধাত্রীর মেহেন্দি! দিদি নম্বর ওয়ানে ঋতুরাইয়ের শাশুড়ি বললেন, ‘ও যখন চোখ দেখায়…’
এদিন বিয়ের ছবি পোস্ট করে কৃতি খারবান্দা লেখেন, 'সকালে নীল আকাশ থেকে ভোরের শিশির, সমস্ত ওঠাপড়ায় তুমিই ছিলে। শুরু থেকে শেষ পর্যন্ত, সমস্ত কিছুতে যখনই আমার হৃদয় অন্য কিছু চেয়েছে তখন তুমিই ছিলে। সবসময়, চিরকাল।'
এদিন কৃতি যে ছবিগুলো শেয়ার করেছেন দেখেন একটি ছবিতে দেখা যাচ্ছে পুলকিতের হাত ধরে হাঁটছেন কৃতি খারবান্দা। আরেকটি ছবিতে উপস্থিত সকলের সামনে বরকে জড়িয়ে চুমু খেতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আরও একটি ছবিতে কৃতিকে মঙ্গলসূত্র পরিয়ে দিতে দেখা যাচ্ছে পুলকিতকে।
কে কী বলছেন?
অনেকেই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ববি দেওল, রকুলপ্রীত সিং, প্রমুখ তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ যাননি কৃতি শ্যানন, আরমান মালিক, মালাইকা আরোরা, মৌনি রায়, প্রমুখ। তাঁদের একাধিক ভক্তরাও এদিন তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুন: দেবী চৌধুরানীর রাজবেশ গায়েব! ডিপ নেক কালো পোশাকে স্পষ্ট বক্ষবিভাজিকা, বসন্তেই উত্তাপ ছড়ালেন 'হট' শ্রাবন্তী
আরও পড়ুন: ভাইজান ভক্তদের জন্য দুঃসংবাদ! 'পাঠান ২'-'ওয়ার ২'-তে থাকবে না 'টাইগার' সলমনের ক্যামিও?
বিয়েতে কী পরেছিলেন কৃতি?
কৃতির পরনে এদিন গোলাপি লেহেঙ্গা ছিল। সঙ্গে সাদা ফুলের মালা পরেছিলেন। হাতে ছিল চূড়া। অন্যদিকে পুলকিত সম্রাট শ্যাওলা রঙের শেরওয়ানি এবং পাগড়ি পরেছিলেন।
কৃতি এবং পুলকিতের প্রেম
২০১৯ সালে পাগলপন্তি ছবির শুটিং করার সময় একে অন্যের প্রেমে পড়েন কৃতি এবং পুলকিত। সেই থেকেই তাঁরা মাঝে মধ্যেই তাঁদের সম্পর্কের বিষয়ে আভাস দিতেন। ভ্যালেন্টাইন্স ডেতেও তাঁরা আদুরে পোস্ট করেছিলেন একটি। সেখানেই অভিনেত্রী এমন ভাবে সেই পোস্টের ক্যাপশন লেখেন যা দেখে তাঁদের বিয়ের ডেট আন্দাজ করেছেন অনেকেই। কৃতি তাঁর সেই ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লিখেছিলেন 'লেটস মার্চ টুগেদার।' আর এখানে মার্চ শব্দটির উপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন। আর সেখানে পুলকিত কমেন্টে লেখেন, 'আই ডু।'