দীর্ঘ ৩০ বছর পর আবারও বড় পর্দায় কয়েক মাসের ব্যবধানে দুটো ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খান এবং সলমন খানকে। পাঠান ছবিতে সলমনের টাইগার চরিত্রের ক্যামিও আর টাইগার ছবিতে পাঠান হিসেবে শাহরুখের চরিত্র দেখা গিয়েছিল। কিন্তু এবার জানা গেল আর নয়। অনেক হয়েছে এই ক্যামিওর খেল। পাঠান ২ বা ওয়ার ২ ছবিতে থাকবে না 'টাইগার' সলমনের ক্যামিও।
পাঠান ২ বা ওয়ার ২ -তে সলমনের ক্যামিও থাকবে না
পাঠান ছবিতে সলমনের ক্যামিও নজর কেড়েছিল সবার। পাঠান ছবিটির শেষ দৃশ্যে তাঁদের কথোপকথন দর্শকদের থেকে বাহবা কুড়িয়েছিল। ফলে অনেকেই আশা করছিলেন যে পাঠান ২ ছবিতে হয়তো সলমন খানের ক্যামিও থাকবে। কিন্তু সেটা বাস্তবে ঘটবে না বলেই এবার জানা গেল।
আরও পড়ুন: মিমিকে সরিয়ে প্রার্থী হতেই প্রচার শুরু, বারুইপুর গিয়েই দোকানে ঢুকে মোমো বানালেন সায়নী!
বলিউড হাঙ্গামার একটি রিপোর্টে জানানো হয়েছে সলমন খান ওয়ার ২ এবং পাঠান ২ ছবিতে কোনও ক্যামিও চরিত্রে ধরা দেবেন না। সূত্রের তরফে জানানো হয়েছে আদিত্য চোপড়া চান না সলমন খানের উপস্থিতি বেশি হোক কোনও ছবিতে। এতে মাধুর্য বা আকর্ষণ নষ্ট হবে টাইগার চরিত্রটির।
এখনও পর্যন্ত যশরাজ স্পাইভার্সের মোট ৫টা ছবি মুক্তি পেয়েছে। আর তার মধ্যে ৪টে ছবিতেই তাঁকে দেখা গিয়েছে। ফলে বারবার এত ঘন ঘন সেই চরিত্রকে পর্দায় আনতে চান না নির্মাতারা। বরং টাইগার চরিত্রটি এবার এই স্পাইভার্সের কোনও জরুরি ছবিতেই দেখা যাবে।
এটা যে কেবল নির্মাতাদের সিদ্ধান্ত, সেটা নয়। সলমন খান নিজেও আর ক্যামিও চরিত্রে কাজ করতে চান না। তাই আর গিমিক নয়, বরং একেবারে অপ্রত্যাশিত ভাবেই আবার টাইগার ধরা দেবে পর্দায়।
আরও পড়ুন: 'তানহাজি' - 'দৃশ্যম ২' - এর ধারা মেনেই এগোচ্ছে শয়তান! পাঁচদিনে বক্স অফিসে কত কোটি আয় করল অজয়ের ছবি?
আগামীতে কোন ছবি আসছে যশরাজ স্পাইভার্সের?
ওয়ার ২ ছবিটির শ্যুটিং চলছে বর্তমানে। এই ছবিটিই এরপর মুক্তি পাবে। এখানে থাকবেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর। এছাড়া পাঠান ২, পাঠান ভার্সেস টাইগার ছবিটির কথাও শোনা যাচ্ছে।