বাংলা নিউজ > বায়োস্কোপ > Kumar Sanu: 'সেই আত্মবিশ্বাস নেই', কেরিয়ারের তিন দশক পার, তবুও কোন আক্ষেপ থেকে গেল শানুর

Kumar Sanu: 'সেই আত্মবিশ্বাস নেই', কেরিয়ারের তিন দশক পার, তবুও কোন আক্ষেপ থেকে গেল শানুর

কোন আক্ষেপ থেকে গেল শানুর

Kumar Sanu: বাংলা হোক বা হিন্দি, দুই ভাষাতেই কয়েক হাজার গান গেয়েছেন কুমার শানু। তৈরি করেছেন নিজের জায়গা, পরিচিতি। ৯০ -এর দশকের অন্যতম সেরা গায়ক ছিলেন তিনি। এমন অবস্থায় তিনি বর্তমান সময়ের এক সমস্যার কথা তুলে ধরলেন। কী বললেন তিনি?

৯০ দশকের একটার পর একটা হিট গান শুনতে বসলে যাঁর গান সব থেকে বেশি শুনবেন তিনি বোধহয় কুমার শানু। ওই সময়ে তিনি একটার পর একটা রোম্যান্টিক গান গেয়ে গিয়েছেন। উপহার দিয়েছেন বহু অবিস্মরণীয় হিট গান। এখনও গান গেয়ে চলেছেন তিনি। ২৬টি ভাষায় গান গেয়েছেন তিনি। আর গানের সংখ্যা? সেটা তো কবেই ২১,০০০ পেরিয়েছে। এখন লক্ষ্য ২২,০০০ -এর মাইলফলক ছুঁয়ে ফেলা। এত দীর্ঘ সময় এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত থাকার পর, অতীতের সঙ্গে বর্তমান সময়ের কতটা ফারাক খুঁজে পান তিনি? কোন কোন সমস্যায় পড়েছেন তিনি? এই বিষয়ে গায়ক নিজেই সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান।

কুমার শানু বর্তমান সময়ে যে ধরনের সমস্যা ফেস করেছেন সেটার কথা তিনি সম্প্রতি প্রকাশ্যে এনেছেন। বলেছেন আজকাল এমন একটা জিনিস ঘটে চলেছে যা গায়কদের আত্মবিশ্বাস টলিয়ে দিচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, 'আগেকার সময় কোন গান কীভাবে হবে সেটায় কারও কোনও হস্তক্ষেপ থাকত না। সকলেই জানত যে তোমায় যা কাজ দেওয়া হয়েছে তুমি সেটার প্রতি সুবিচার করবে। কেউ কখনও এসে ছড়ি ঘোরাত না। নির্দেশ দিত না যে এটা এভাবে করো বা সেটা সেভাবে করো। কিন্তু আজকালকার দিনে এটাই সমস্যার হয়ে দাঁড়িয়েছে। পরিচালক থেকে প্রযোজক, অভিনেতা থেকে বিনিয়োগকারী সকলেই মিউজিক কম্পোজারকে এসে বলেন কী করতে হবে আর কী নয়। তাঁদের বক্তব্য আপনি তৈরি করুন যেমন বলছি তারপর আমরা দেখে নেব।'

তিনি এর সঙ্গে আরও বলেন, 'আগে কোন গায়ককে দিয়ে কোন গান গাওয়ানো হবে সেটা মিউজিক কম্পোজাররা ঠিক করতেন। অভিনেতা বা পরিচালকের সঙ্গে গায়কের কোনও যোগ থাকত না। সেই সময় সবার বিশ্বাস থাকত এই মিউজিক কম্পোজার এই গান তৈরি করেছেন, এই গায়ক এই গান গাইছেন মানেই সেটা সুন্দর হবে। কিন্তু আজকাল আর সেই আত্মবিশ্বাস দেখা যায় না।'

বন্ধ করুন