বাংলা নিউজ > বায়োস্কোপ > Kumar Sanu's Daughter: 'ক্যাফে, রেস্তোরাঁতে গান গেয়ে কেরিয়ার শুরু, বহুবার অপমানিত হয়েছি', মুখ খুললেন শানু কন্যা

Kumar Sanu's Daughter: 'ক্যাফে, রেস্তোরাঁতে গান গেয়ে কেরিয়ার শুরু, বহুবার অপমানিত হয়েছি', মুখ খুললেন শানু কন্যা

মেয়ে শ্যানন কে-র সঙ্গে কুমার শানু

শ্যাননের কথায়, ‘বেশ কয়েকবছর আগে ইরফান খান স্যারের সঙ্গে কথা হয়েছিল, তখন উনি আমায় এই পরামর্শ দিয়েছিলেন। আমার দেখা অন্যতম নিঃস্বার্থ মানুষ উনি, যাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন আমার অধরাই রয়ে গেল। এছাড়াও মার্কিন রেডিও চ্যানেলের হয়ে গোবিন্দা স্যারের সাক্ষাৎকার নিয়েছিলাম, উনিও আমায় এই পরামর্শ দিয়েছিলেন।’

বলিউডে পা রাখছেন কুমার শানু কন্যা শ্যানন কে। খুব শীঘ্রই বিবেক দাহিয়া এবং সঞ্জয় মিশ্রের ছবি ‘চল জিন্দেগি’র হাত ধরে বলিউডে পা রেখেছেন শ্যানন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে আলোচনায় এসেছিলেন শ্যানন। সম্প্রতি নিজের ছবি, ব্যক্তিগত জীবন, কেরিয়ার সহ নানান বিষয় নিয়ে মুখ খুলেছেন কুমার শানুর এই দত্তক কন্যা।

‘চল জিন্দেগি’ ছবি প্রসঙ্গে শ্যানন বলেন, ‘ছবিতে আমি একজন সঙ্গীতে ছাত্রী, যে কিনা মার্কিন মুলুক থেকে ভারতে এসেছে, লোকসঙ্গীত শিখবে বলে। যে তার বাবা-মাকে একা ভ্রমণে বেড়ানোর জন্য রাজি করায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ায়। এই ছবিতে আমি আমার বাবার সঙ্গে গান গেয়েছি, যা সম্মানজনক। ওঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’ শানু কন্যার কথায়, ‘উনি আমার কাছে একটি স্কুলের মতো। এই ছবিতে কাজ করা একটা চমৎকার অভিজ্ঞতা ছিল। এই ছবির জন্য আমি হিন্দিও শিখেছি যা বেশ চ্যালেঞ্জ ছিল। বিবেক স্যার এবং সঞ্জয় স্যার সেক্ষেত্রে আমায় ভীষণ সাহায্য করেছেন। যদিও আমার বেশিরভাগ সংলাপ ইংরেজিতে। ’

আরও পড়ুন-‘জিহাদের পথে এলে ৭২ জন কুমারী শুধুই তোমার’, ‘৭২ হুরেঁ’র ফার্স্ট লুক টিজারে নতুন বিতর্কের গন্ধ!

আরও পড়ুন-চর্চায় ‘৭২ হুরেঁ’! IMDB রেটিংয়ে ‘দ্য কেরালা স্টোরি’কেও হারিয়ে দিল ধর্মান্ধতা নিয়ে তৈরি এই ছবি

প্রসঙ্গত, এর আগে পশ্চিমের দেশে সঙ্গীতশিল্পী হিসাবেই নিজের কেরিয়ার শুরু করেছিলেন শ্যনন কে। সেই কেরিয়ার ছেড়ে বলিউডে অভিনেত্রী হতে কেন এসেছেন, সেপ্রসঙ্গেও কথা বলেছেন তিনি। শ্যাননের কথায়, ‘বেশ কয়েকবছর আগে ইরফান খান স্যারের সঙ্গে আমার কথা হয়েছিল, তখন উনি আমায় এই পরামর্শ দিয়েছিলেন। আমার দেখা অন্যতম নিঃস্বার্থ মানুষ উনি, যাঁর সঙ্গে কাজ করার স্বপ্ন আমার অধরাই রয়ে গেল। এছাড়াও মার্কিন রেডিও চ্যানেলে কাজ করার সময় একবার গোবিন্দা স্যারের সাক্ষাৎকার নিয়েছিলাম, উনিও আমায় এই পরামর্শ দিয়েছিলেন।’

নামী গায়কের মেয়ে হওয়ার পরও সাধারণ জীবনযাপন করেছেন, এপ্রসঙ্গে শানু কন্যা বলেন, ‘আমি লন্ডন ও লস অ্যাঞ্জেলেসে বড় হয়েছি তাই আমাকে নিজের কাজ নিজেকেই করতে শেখানো হয়েছে, ভারতীয় শিশুদের মতো আদরে বড় হইনি। আমাকে মূল্যবোধ শেখানো হয়েছে, সমস্ত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে শেখানো হয়েছে। আমি এমন একজন বাবা (কুমার শানু)র মেয়ে এর জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ।’

পশ্চিমে গানের কেরিয়ার নিয়ে শানু কন্যা বলেন, ‘আমি যখন ওখানে কেরিয়ার শুরু করি, ওখানে নতুন করেই সবকিছু শুরু করতে হয়েছে। কারণ ওখানে আমার বাবাকে কেউ চেনেন না। তবে ওখানে সবথেকে যে সমস্যা ছিল তা হল বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই। যেখানে স্কুল থেকে কাজের জায়গা সর্বত্র বুঝিয়ে দেওয়া হত আমি যোগ্য নই। তবে কীভাবে অপমানের মোকাবিলা করব তা তখন জানা ছিল না, অবসাদে ভুগতাম। আমার বেশ মনে আছে, ওখানে আমি ক্যাফে এবং রেস্তোরাঁয় গান করে কেরিয়ার শুরু করি। সেটা ছিল ২০১৭ সাল, তারপর ধীরে ধীরে এগিয়ে যাই।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

LIVE: আজ কাটবে জট? একগুচ্ছ প্রশ্ন নিয়ে আলো ফুটল জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.