দ্বিতীয়বার সন্তানসম্ভবা রাজ ঘরণী তথা অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিন্তু তার জন্য তিনি মোটেই কাজ থেকে ছুটি নেননি। এই তো সম্প্রতি উড়ে গিয়েছিলেন আরব সাগরের পাড়ে। বাণিজ্যনগরী মুম্বইতে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য গিয়েছিলেন অভিনেত্রী। কলকাতায় ছিল তাঁর একরত্তি ছেলে ইউভান। শুক্রবার রাতে শহরে ফিরে আসেন তিনি। আর বিমানবন্দরের বাইরে আসতেই পেলেন বড়সড় চমক।
ছোট্ট ইউভান মাকে সারপ্রাইজ দিতে হাজির গিয়েছিল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দর থেকে বেরোতেই ছেলেকে দেখে উচ্ছ্বসিত হয়ে যান শুভশ্রী। তাঁকে এসে আদরও করেন। কথা বলেন। শুধুই কী তাই? সেখানে দাঁড়িয়েই তাঁকে রীতিমত ছেলের সঙ্গে খেলতে দেখা যায়। ইউভানও মাকে দেখে বেজায় খুশি হয়ে যায়। এরপর ছেলের ন্যানিকে অভিনেত্রী বলেন ওকে নিচে নামিয়ে দিতে। এক পোর্টালের পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে ছোট্ট ইউভান মায়ের হাত ধরে হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছে। শুভশ্রী সেখানে উপস্থিত পাপারাৎজিদের উদ্দেশ্যে আবার হাত নাড়েন।
আরও পড়ুন: 'এমন কিছু করিনি যে...', বিবাহ বিচ্ছেদ বিতর্কের মাঝে পরীমনিকে হুঁশিয়ারি রাজের
আরও পড়ুন: রাজের হাত ছেড়ে নতুন প্রযোজনা সংস্থা খুলছেন শুভশ্রী, বললেন, 'নতুনদের সুযোগ দিতে চাই'
এদিন অভিনেত্রীর পরনে একটি কালো টিশার্ট এবং প্যান্ট ছিল। সঙ্গে একটি ওভার সাইজ শ্রাগ পরেছিলেন। তাঁর বেবি বাম্প একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। কয়েক মাস আগেই রাজ শুভশ্রী যৌথ ভাবে জানান তাঁদের তৃতীয় সন্তান আসার কথা। বলেন ইউভান এবার দাদার হতে চলেছে। পরবর্তীকালে তাঁরা দুজনে স্পষ্ট করে দেন যে এটা তাঁদের প্ল্যান্ড বেবি।
একদিকে মাকে মিস করছিল বলে তাঁকে যেমন সোজা কলকাতা বিমান বন্দরে আনতে চলে গিয়েছিল ইউভান তেমনই অন্যদিকে মায়ের অনুপস্থিতি যেন সে না বোঝে তার চেষ্টা কিন্তু করেছিলেন তার বাবা রাজ। ছেলেকে শুভশ্রীর অনুপস্থিতিতে বিস্তর সময় দেন। তার সঙ্গে খেলেন। ছেলের সাইকেল চালানোর একটি ভিডিয়ো বানিয়ে সেটা পোস্ট করেন ইনস্টাগ্রাম স্টোরিজে। সেখানে একরত্তি ইউভানকে তরতর করে সাইকেল চালাতে দেখা যাচ্ছে।

সাইকেল চালাচ্ছে ইউভান