আর মাত্র দুদিনের অপেক্ষা তারপরই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক। হ্যাঁ, এই সিরিয়াল আসা যাওয়ার হিড়িকের মাঝেই শুরু হচ্ছে এই ধারাবাহিকের নতুন পথ চলা। দীর্ঘদিন পর যিশু সেনগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজনায় ফিরেই ম্যাজিক করেন। যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকটি দর্শকদের মন জয় করে নিয়েছে। এবার সেই সাফল্যের হাত ধরেই তাঁরা এই নতুন ধারাবাহিক লাভ বিয়ে আজকাল নিয়ে আসতে চলেছেন।
আগামী সোমবার, ২৮ অগস্ট থেকে শুরু হতে চলেছে লাভ বিয়ে আজকাল। এই ধারাবাহিকের হাত ধরেই বহু বছর পর ছোট পর্দায় ফিরছেন ওম সাহানি। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন নবাগতা মৌমিতা সরকার। যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক প্রতিদিন রাত সাড়ে আটটায় সম্প্রচারিত হবে স্টার জলসার পর্দায়।
এই ধারাবাহিকের মূল বিষয় হল কনট্র্যাক্ট ম্যারেজ। ওমকার ঘোষ একজন ব্যবসায়ী। তাঁরই একটি বারে গান গায় শ্রাবণ। এমন অবস্থায় তাঁরা যেন কনট্র্যাক্ট ম্যারেজ করতে বাধ্য হয়, তারপর তাঁদের জীবনে কী ঘটে সেটাই বলবে এই ছবি।
আরও পড়ুন: ওম সাহানির বিপরীতে ছোট পর্দায় ডেবিউ করছেন মৌমিতা, চেনেন তাঁকে?
এই ধারাবাহিক প্রসঙ্গে প্রযোজক নীলাঞ্জনা সেনগুপ্ত বলেন, 'অনেক সময় লাভ ম্যারেজেও লাভ থাকে না। অ্যারেঞ্জ ম্যারেজেও ভালোবাসার ঘাটতি থাকে অনেক সময়। এমন অবস্থায় দাঁড়িয়ে কনট্র্যাক্ট ম্যারেজে কি ভালোবাসা জন্মাবে? প্রেমে পড়বে ওরা একে অন্যের? ওরা কেনই বা কনট্র্যাক্ট ম্যারেজ করতে বাধ্য হল সেটাই বলবে এই ধারাবাহিক।' তবে যিশুর ভাবনা কিন্তু একেবারেই অন্যরকম। তাঁর কথায়, 'পাশ্চাত্যে এটা খুবই কমন। হয়তো এই ধারাবাহিকের হাত ধরে সেটা প্রচলিত হবে এখানেও। মানুষ জানবে বুঝবে।' তিনি এদিন প্রেস মিটে স্টার জলসাকেও অনেক ধন্যবাদ জানান এমন একটা ছক ভাঙা সাহসী গল্প দেখানোর জন্য। তিনি একই সঙ্গে আশাবাদী যে এই গল্প দর্শকদের ভালো লাগবে।
এতদিন পর ছোট পর্দায় ফিরে ওমের কেমন লাগছে? উত্তরে অভিনেতা জানান, 'এই পথে আমি নতুন না। টিভি থেকেই আমার সফর শুরু হয় আবার সেখানে ফিরতে পেরে ভালো লাগছে। রোজ কাজে ফিরতে পেলাম বলে আরও খুশি। এখানে অনেক কিছু শেখার আছে।'
অন্যদিকে এই ধারাবাহিকে মুখ্য নারী চরিত্রে রয়েছেন নবাগতা মৌমিতা। এর আগে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও অভিনয়ে এই প্রথম। সবটা মিলিয়ে তাঁর অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ' যিশু দা, নীলাঞ্জনা ম্যাম এবং ওম দার থেকে ভীষণ সাপোর্ট পাচ্ছি। ওরাই আমায় গড়ে পিটে নিচ্ছে। কোন সিন কেমন হবে সবটা বলে দেয়। ওদের সবাইকে ধন্যবাদ আমায় এতটা সাপোর্ট করার জন্য।'
প্রসঙ্গত পঞ্চমী ধারাবাহিকের জায়গায় আসছে এই নতুন শো।