গল্প এগোতে না এগোতে নায়ক-নায়িকার বিয়ে দেওয়াটা প্রচলিত ট্রেন্ড বাংলা সিরিয়ালের। আর ‘লাভ আজকাল বিয়ে’-তে প্রথম এপিসোডেই বিয়ে সুসম্পন্ন বা বলা ভালো বিয়ের চুক্তি স্বাক্ষর সম্পন্ন! উড়ন্ত সিঁদুর বা মালায় বিয়ে তো দর্শক আগেই দেখেছে, এবার কন্ট্রাক্ট ম্যারেজ বা চুক্তির বিয়ে এবং সেই বিয়ের প্রেমে পরিণতি পাওয়ার গল্প দেখবে সিরিয়ালপ্রেমীরা।
যিশু-নীলাঞ্জনা সেনগুপ্ত প্রযোজিত এই মেগার সঙ্গে বাংলা টেলিভিশন পেল নতুন জুটি। সিনেমার পরিচিত মুখ ওম সাহানি এই গল্পের হিরো ওমকার। নায়িকার চরিত্রে নবাগতা মৌমিতা ওরফে শ্রাবণ। ‘স্ক্যান্ডেল’ বারের মালিক ওমরকার। এই বারই তাঁর ধ্যান-জ্ঞান। কিন্তু এই বার বাঁচাতে তাঁর প্রযোজন কয়েক কোটি টাকা, বড়লোক দাদু সেই টাকা দিতে রাজি অবশ্যই, কিন্তু পরবর্তী আগামী ৪৮ ঘন্টার মধ্যে এক ঘরোয়া নাতবউ চাই তাঁর। সেই কারণেই চুক্তির বউ খুঁজছে ওমকার। অন্যদিকে জেলবন্দি দিদির ছাড়তে শ্রাবণের দরকার নামী উকিল, যার জন্য ৩০ লাখ টাকা জোগাড় করতে হবে তাঁকে। দিদির দুই মেয়ে টিকলি-তিন্নির দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে। তাই শুরুতে ওমকারের অফার ফেরালেও ‘স্ক্যান্ডেল’ বারের গায়িকা শ্রাবণ শেষ পর্যন্ত রাজি হবে ৬ মাসের জন্য ওমকারের স্ত্রী হতে।
এপিসোডের শুরুতেই চুক্তির শর্ত গুলো এক এক করে পড়তে শোনা যাবে ওমকার-শ্রাবণকে। তারপর ফ্ল্যাশব্যাকে গত ৪৮ ঘন্টার ঘটনা উঠে আসবে ধীরে ধীরে। কন্ট্রাক্টে স্পষ্ট লেখা রয়েছে- তাঁরা কেবল খাতায়-কমলে স্বামী-স্ত্রী হবে। ওমকার জানায়, ‘প্রযোজনে যে কোনও জায়গায় আমার স্ত্রী হিসাবে উপস্থিত থাকতে হবে তোমাকে’। এরপর ধীরে ধীরে একটার পর একটা শর্ত সামনে আসে- ‘এক বিছানায় ঘুম নয়’, 'শারীরিক সম্পর্ক থাকবে না!' আর প্রেম? শ্রাবণ পালটা খোঁচা দিয়ে বলে, ‘আপনার মতো মানুষের সঙ্গে আবার প্রেম করা যায় নাকি?’
‘লাভ বিয়ে আজকাল’-এর প্রথম এপিসোড ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এক নেটিজেন লেখেন- ‘ধামাকা পর্ব, এতো ছয় মাসের গল্প এক এপিসোডে দেখিয়ে দিল। পুরো সিনেমা মনে হচ্ছে’। অনেকের আবার নজর কেড়েছে ওমকার-শ্রাবণের রসায়ন। টিআরপি তালিকায় রাঙা বউ-এর কালঘাম ছোটাবে এই নতুন জুটি তা বেশ স্পষ্ট। প্রতিলিপি অ্যাপ-এর গল্প ‘মাই কনট্রাক্ট ওয়াইফ’ অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিয়াল। ‘অনুরাগের ছোঁয়া’,'জগদ্ধাত্রী', ‘ফুলকি’দের কতখানি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এই মেগা, সেটাই দেখবার।