অসুস্থ সত্যজিতের ‘চারুলতা’ মাধবী মুখোপাধ্যায়। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে গত ২১ শে জুন থেকে চিকিৎসাধীন ৮১ বছর বয়সী অভিনেত্রী। জানা গিয়েছে, ভ্যাসকুলাইটিসে আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী। পায়ের চামড়ায় সংক্রমণের জন্য শুরুতে জেনারেল ওয়ার্ডে রাখা হলেও পরে অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ারে স্থানান্তরিত করা হয়। আপাতত অভিনেত্রীর পরিস্থিতি স্থিতিশীল। খবর ছড়িয়ে পড়তেই মাধবী-ভক্তরা উদ্বিগ্ন তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে।
এদিন হাসপাতালের তরফে প্রেস বিবৃতি জারি করে জানানো হয়, চিন্তার কোনও কারণ নেই। এই মুহূর্তে স্থিতিশীল অভিনেত্রী। উডল্যান্ডস হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ বিশ্বজিৎ ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন চিকিৎসকদের দল সবসময় মনিটর করছেন বর্ষীয়ান অভিনেত্রীকে। এই মূহূর্তে সিসিইউতেই রাখা হয়েছে তাঁকে। পায়ে ব়্যাশ নিয়ে হাসপাতালে পৌঁছেছিলেন অভিনেত্রী। ত্বকের পরীক্ষার পর জানা যায়, ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস নামক অটোইমিউন রোগে আক্রান্ত তিনি।

হাসপাতালের বিবৃতি
ভ্যাসকুলাইটিস ডারমাটাইটিস মূলত রক্তনালীসমূহের প্রদাহ। শরীরের রক্তবাহী নালি ধমনী, শিরা, উপশিরা, ক্যাপিলারি ইত্যাদিকে একযোগে ভ্যাসকুল্যার সিস্টেম হিসাবে চিকিৎসা শাস্ত্রে উল্লেখ করা হয়। উৎস ভেদে এই রোগ নানা প্রকার হয়ে থাকে। এটি সংক্রামক রোগ নয়। মাধবী মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই মধুমেহ রোগে আক্রান্ত, এছাড়াও হাইপারটেনসিভ অর্থাৎ উচ্চ-রক্তচাপজনিত সমস্যা রয়েছে তাঁর। সেইজন্যই তাঁকে নিয়ে বাড়তি সতর্ক চিকিৎসকরা। তবে পরিস্থিতি এইরকম থাকলে খুব শীঘ্রই তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বছর এপ্রিল মাসে রক্তাল্পতা-সহ একাধিক বার্ধক্যজনিত সমস্যার জেরে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাধবী দেবী।
মা, লীলা দেবীর হাত ধরে থিয়েটারে পা রাখেন মাধবী মুখোপাধ্যায়। শিশর ভাদুড়ির সঙ্গে প্রথম কাজ করেছিলেন ছোট্ট মাধবী। শিশির ভাদুড়ি, নির্মলেন্দু লাহিড়ী এবং ছবি বিশ্বাসের মতো অভিনেতাদের কাছ থেকে অভিনয়ের দীক্ষা পেয়েছেন মাধবী। পরবর্তীতে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতে কাজ করেছেন তিনি।
দীর্ঘ অভিনয় জীবনে অজস্র ছবিতে কাজ করেছেন অভিনেত্রী, তবে বিশ্ব চলচ্চিত্র তাঁকে সবচেয়ে বেশি মনে করেছে ত্যজিৎ-এর 'চারুলতা' হিসাবে। এছাড়াও '২২শে শ্রাবণ', ‘সুবর্ণরেখা’, ‘মহানগর’, ‘কাপুরুষ’, ‘শঙ্খবেলা’র অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয়ের মাধ্যমে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন মাধবী।