বাংলা নিউজ > বায়োস্কোপ > Madhuri Dixit: ছোট থাকতেই ‘অহংকারী’-র খেতাব পেয়েছিলেন মাধুরী! কেন জানেন?

Madhuri Dixit: ছোট থাকতেই ‘অহংকারী’-র খেতাব পেয়েছিলেন মাধুরী! কেন জানেন?

'দ্য ফেম গেম'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে মাধুরী। (ছবি সৌজন্যে-পি টি আই )

প্রায় চল্লিশ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন মাধুরী দীক্ষিত।

ছেলেবেলায় বেশ চুপচাপ থাকার দরুণ 'অহংকারী'-র খেতাব পেয়েছিলেন মাধুরী দীক্ষিত। এই কথা আর কেউ নয়, স্বয়ং নিজেই জানালেন মাধুরী। তারকা-অভিনেত্রী আরও জানান যে ছোটবেলায় তিনি যথেষ্ট লাজুক থাকলেও যখনই মঞ্চে উঠতেন, বাকি সব ভুলে যেতেন। এতটাই নিজের পারফর্মেন্স-এর প্রতি তিনি বুঁদ থাকতেন। বর্তমানে নেটমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের নানান টুকিটাকি ব্যাপার তাঁর ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করে নেন মাধুরী। মাধুরীর ইনস্টাগ্রামের পেজে চোখ বললেই দেখা যাবে প্রায়শই স্বামী ডা.শ্রীরাম নেনে এবং তাঁদের দুই সন্তানের সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ঝলক ফ্যানদের শেয়ার করেছেন তিনি।

প্রায় চল্লিশ বছর বড়পর্দায় চুটিয়ে কাজ করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখলেন মাধুরী দীক্ষিত। নেটফ্লিক্সের নয়া সিরিজ ‘দ্য ফেম গেম’-এর সঙ্গে নতুন জার্নি শুরু হল মাধুরীর। সিরিজে সুপারস্টার অনামিকা আনন্দের ভূমিকায় থাকছেন মাধুরী। পরিচালনায় বিজয় নাম্বিয়ার ও করিশ্মা কোহলি। সুপারস্টার অনামিকা আনন্দেকে ঘিরেই আবর্তিত হবে 'দ্য ফেম গেম'-এর কাহিনি।

সম্প্রতি, হার্পার বাজার-কে দেওয়া এক সাক্ষাতকারে মাধুরী জানিয়েছেন এমনিতে চুপচাপ প্রকৃতির হলেও মজা করতে বেশ ভালোবাসেন তিনি। এ প্রসঙ্গে 'ধক ধক গার্ল' বলেছেন, 'ছোটবেলাতে চটপটে থাকলেও বেশ লাজুক ছিলাম। খুব একটা বেশি কথাবার্তা বলতাম না সবার সঙ্গে। ফলে, অহংকারী হিসেবে আমার বদনাম হয়ে গিয়েছিল। কিন্তু যখন মঞ্চে উঠতাম বাকি সবকিছু ভুলে যেতাম। মনে হত, আমি আর আমার মধ্যে নেই। একটা কিছু পরিবর্তন হয়ে যেত। সেই সময় এটাই ভাবতাম একমাত্র এটাই সেই জায়গা যেখানে নিজেকে সবথেকে ভালো করে প্রকাশ করতে পারব।'

সামান্য থেমে মাধুরীর সংযোজন, 'বিশ্বাস করুন, আমি কিন্তু দারুণ মজা করতে ভালোবাসি, হাসি-আড্ডায় মেতে উঠি। মাঝেমধ্যে চুপচাপ থাকা পছন্দ করলেও এমনটি মোটেও নয় যে কেউ কথা বলতে এলে আমি কথা বলব না। বা মুখ ঘুরিয়ে চলে যাব।'

বায়োস্কোপ খবর
বন্ধ করুন

Latest News

Ranji Trophy 2024 QF LIVE: টসে জিতে বোলিং কর্ণাটকের; ব্যাটিং মুম্বই, সৌরাষ্ট্রের কংগ্রেসকে বাংলায় ৫টি আসন ছাড়তে পারে তৃণমূল, ফের দুই দলের আলোচনা শুরু: রিপোর্ট আজ কাদের প্রিয়জনের কাছ থেকে চমক পাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন আজকের প্রেম রাশিফল ‘কীরকম নোংরা’, রাঁচির পিচ নিয়ে মত আথারটনের, তবে আমল নয় স্টোকসদের ‘কাঁদুনিতে’ IND vs ENG 4th Test Live: রাঁচিতে বাদ পড়ে দেশে ফিরছেন ব্রিটিশ স্পিনার রেহান ‘মৃত মহিলা হেঁটে বেড়াচ্ছে’, মৃত্যুর ভুয়ো নাটকের পর মন্দিরে পুনম, হলেন ট্রোল হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে দামী বিলাসবহুল গাড়ি, মৃত্যু ৩৭ বছর বয়সি বিধায়কের ব্রকোলির ভক্ত? ভুলবশত করছেন না তো এই ভুলগুলি নিয়মিত খেতে থাকুন এই ৫ ভিটামিন, শরীরে একাধিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে ভোররাতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী, বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন দীর্ঘদীন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.