বাংলা নিউজ > বায়োস্কোপ > MasterChef India: মাস্টারশেফ ইন্ডিয়ার সেরা ১৬ হওয়ার লড়াই, স্বাদে-গন্ধে জমে উঠবে টক্কর!

MasterChef India: মাস্টারশেফ ইন্ডিয়ার সেরা ১৬ হওয়ার লড়াই, স্বাদে-গন্ধে জমে উঠবে টক্কর!

মাস্টারশেফ ইন্ডিয়ার সেরা ১৬ হওয়ার লড়াই

MasterChef India: সোনি টিভিতে চলছে মাস্টারশেফ ইন্ডিয়া। প্রতিযোগীদের মধ্যে কারা হবেন সেরা ১৬? কাদের রান্না মন জিতবে আজ দর্শকদের? সেই প্রশ্নই তুলল এই রিয়েলিটি শোয়ের নতুন প্রোমো ভিডিয়ো।

সোনি টিভি চ্যানেলে শুরু হল মাস্টারশেফ ইন্ডিয়া। এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে ভারতের সেরা মাস্টারশেফকে। আপাতত ভারতের সেরা ১৬ মাস্টারশেফের খোঁজে নেমেছেন বিচারকরা। এখন দেখার পালা কোন ১৬ জন প্রতিযোগী তাঁদের তৈরি করা খাবার দিয়ে বিচারকদের মন জয় করে নেন।

সম্প্রতি সোনি টিভির তরফে এই শোয়ের একটি প্রোমো ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই প্রোমো ভিডিয়োর ক্যাপশনে চ্যানেলের তরফে লেখা হয় 'ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই হোম কুকসরা এসেছেন। এঁরা কি নিজেদের খাবারের গুণে সেরা ১৬-তে জায়গা করে নিতে পারবেন?' একই সঙ্গে এই পোস্টে লেখা হয় 'দেখুন মাস্টারশেফ ইন্ডিয়া, আজ রাত ৯টায়।'

প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই রিয়েলিটি শো এই চ্যানেলে দেখা যাবে। রোজ রাত ৯ টায় এটির নতুন পর্ব সম্প্রচারিত হবে। ভারতের বিভিন্ন প্রান্তের নানা খাবার এখানে উঠে আসবে প্রতিযোগীদের মাধ্যমে। তাঁদের ভাবনা এবং শিল্পের মাধ্যমে জানা যাবে নানা বাহারি রেসিপির কথা।

এবারের কোনও প্রতিযোগী হয়তো সাধারণ হাউজওয়াইফ, তো কেউ আবার ইঞ্জিনিয়ার, কেউ আবার চাকরি ছেড়ে রান্নাকে বেছে নিয়েছেন। তাঁদের সবার গল্প তো থাকবেই সঙ্গে থাকবে নানা সুস্বাদু রান্না এবং লড়াই।

এই প্রোমো ভিডিয়োতে নেপথ্যে কণ্ঠে কোনও এক বিচারককে বলতে শোনা যায়, 'আমি এটা হলফ করে বলতে পারি যে এই রান্না বড় বড় আমেরিকান, ইটালিয়ান শেফকে মাত দিতে পারে।' আরও বলা হয়, 'কিন্তু এই নির্বাচিত প্রতিযোগীদের মধ্যে কেবল ১৬ জন যেতে পারবেন পরবর্তী পর্বে। কার রান্না মনে ধরবে বিচারকদের, কার রান্না তাঁর জায়গা সেরা ১৬-তে করে দিতে পারবে? মাস্টারশেফ ইন্ডিয়া আজ রাত ৯ টায়।'

এবারের বিচারক হিসেবে থাকবেন বিকাশ খান্না, রণবীর ব্রার, এবং গরিমা আরোরা। গত ২ জানুয়ারি থেকে এই রিয়েলিটি শো শুরু হয়েছে।

বন্ধ করুন