Reality show
সেরা খবর
সেরা ভিডিয়ো
৫ ফেব্রুয়ারি সম্প্রচারিত হতে চলেছে জি বাংলা সারেগামাপা ২০২৩-এর গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বের জন্য মোট ৬ জন প্রতিযোগীকে বেছে নিয়েছেন বিচারকরা। ফাইনাল রাউন্ডে রয়েছেন পদ্মাপলাশ হালদার, সোনিয়া গজমার, আলবার্ট কাবো, অস্মিতা কর, বিমান বুলেট সরকার, এবং ঋদ্ধিমান বিশ্বাস। তবে এবার কে পাবেন সেরার শিরোপা, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। যদিও ইতিমধ্যেই জি বাংলা সারেগামাপা ২০২৩-এর গ্র্যান্ড ফিনালের শ্যুটিং হয়ে গিয়েছে। তারই কিছু মুহূর্ত উঠে এসেছে আমাদের ক্যামেরায়। তবে বিজেতার নাম কোনওভাবেই ফাঁস করতে নারাজ কর্তৃপক্ষ। এই প্রতিযোগিতার বিচারকের আসনে রয়েছেন শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র এবং রিচা শর্মা। মহাগুরুর আসনে রয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। মেন্টর হিসাবে রয়েছেন ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য. রাঘব চট্টেপাধ্যায়, জোজো এবং রথিজিৎ ভট্টাচার্য। এবাং ফাইনাল রাউন্ডে বিশেষ বিচারক হিসাবে উপস্থিত থাকবেন কুমার শানু ও সোনু নিগম। কে হবে এবার জি বাংলার সারেগামাপা, তা জানতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।