বাংলা নিউজ > বায়োস্কোপ > ‘আমার ছেলে, সময় বয়ে যাচ্ছে’, গুটি গুটি পায়ে একা দাঁড়াতে শিখল সইফিনা পুত্র জেহ

‘আমার ছেলে, সময় বয়ে যাচ্ছে’, গুটি গুটি পায়ে একা দাঁড়াতে শিখল সইফিনা পুত্র জেহ

একরত্তি জেহ-এর সঙ্গে করিনা

জেহ-এর ছবি দেখে অভিনেত্রীর পরিবার এবং বন্ধুরা ভালোবাসা জানিয়েছেন।

সাড়ে নয় মাসের শিশু পুত্র জেহ-এর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন অভিনেত্রী করিনা কাপুর খান। চলতি বছর ফেলব্রুয়ারি মাসে সইফিনার কোল আলো করে এসেছে ছোট ছেলে জেহ আলি খান। ছবিতে একরত্তিকে ক্রিম রঙের ওয়ানপিস পরে দেখা যাচ্ছে। একা একা উঠে দাঁড়ানোর চেষ্টা করছে সে। 

ছবিতে একরত্তির জেহ-এর মুখ দেখা যাচ্ছে না। ছবি শেয়ার করে কারিনা লিখেছেন, ‘ওর প্রথম উঠে দাঁড়ানো শুধু আমার #আমার ছেলে #সময় বয়ে যাচ্ছে’। ছবিটি দেখে অভিনেত্রীর পরিবার এবং বন্ধুরা ভালোবাসা জানিয়েছেন।

কারিশ্মা কাপুর মন্তব্য বিভাগে লিখেছেন, ‘জে বাবা’। সাবা আলি খান লিখেছেন, ‘মাই জে জান...’। রিয়া কাপুর জেহকে 'সুদর্শন' এবং অমৃতা অরোরা তাঁকে 'কিউট' বলে উল্লেখ করেছেন। 

উল্লেখ্য, পাঁচ বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১২ সালে ‘নিকাহ’-র পর্ব সারেন সইফ-করিনা। ২০১৬ সালে তাঁদের প্রথম ছেলে তৈমুরের জন্ম হয়। নেটিজেনদের কাছে তৈমুর বেশষ জনপ্রিয়। চলতি বছর ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তান ‘জেহ আলি খান’এর জন্ম দেন নায়িকা। গত ২১ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয়বার মা হন বেবো। দাদা তৈমুরের মতো পাপারাৎজিদের কাছে দারুণ জনপ্রিয় জেহ। 

 

 

বন্ধ করুন