রেডিওর ‘সকালম্যান’ নামে পরিচিত ছিলেন তিনি। যদিও রেডিও মির্চি ছাড়ার পর সকালে মীরের কথা শুনতে শুনতে দিন শুরু করার সুযোগ আর হয় না! তবুও শ্রোতার মনের ভালোবাসার জায়গা নষ্ট হয়নি এক ফোঁটাও। তবে মীরের আরেকটা দিকও পছন্দ করেন তাঁর অনুরাগীরা। যা হল তাঁর কৌতুক। মীরাক্কেলের মতো অনুষ্ঠানকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যাওয়ার পিছনে হাত ছিল তাঁর। এছাড়া মীরের গলায় গল্প শোনার জন্য পাগলামো তো আছেই। তবে এবার মীরের করা একটি পোস্ট চিন্তার ভাঁজ ফেলল তাঁর অনুরাগীদের কপালে। জানালেন, তিনি অসুস্থ।
বছরের প্রথম সপ্তাহেই একটি ওষুধের স্ট্রিপের ছবি শেয়ার করে নিলেন তিনি। সঙ্গে লিখলেন, ‘দীর্ঘদিন লোয়ার ব্যাক আর এখন হাঁটুর ব্যথায় জর্জরিত মীর আফসার আলী-কে তাঁর চিকিৎসক এই ওষুধটি প্রেস্ক্রাইব করবার সময় একটু সেনসিটিভ হলে খুব খুশী হতাম।যে মানুষটা ঠিক করে নড়াচড়া করতে পারছে না, তাকে কেউ POLVOLT খেতে বলে??! খাওয়ার আগেই টেনশনে পড়ে গেলাম। কারেন্ট না মারে!’
আরও পড়ুন: বৃহস্পতি লক্ষ্মী হল না শাহরুখের, আরও কমল আয়! কত কোটি ঘরে তুলল সালার আর ডাঙ্কি
মীরের এই পোস্ট মজা করে হলেও, তিনি কতটা কষ্টে আছেন তা বুঝতে কষ্ট হয়নি নেটিজেনদের। বেশিরভাগই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। কেউ কেউ আবার ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেওয়ারও পরামর্শ দিয়েছেন। সঙ্গে কেউ আবার দিয়েছেন বাড়িতে নানা জরিবুটি মিশিয়ে তেল তৈরির পরামর্শ।
আরও পড়ুন: পরমব্রত-সৃজিতের পোশাক করলেন ঠিক নিজের হাতে! ‘দুই প্রাক্তন’কে পাশে নিয়ে ছবি তুললেন স্বস্তিকা
রেডিও মির্চি থেকে চাকরি ছাড়ার পর, নিজের নতুন পডকাস্ট শো শুরু করেছেন তিনি। ইউটিউব চ্যানেলটির নাম রেখেছেন, ‘গল্প মীরের ঠেক’। তারানাথ তান্ত্রিক থেকে শার্লক হোমস, সব ধরনের গোয়েন্দারাই জায়গা পেয়েছেন এখানে। তবে রহস্যের পাশাপাশি অ্যাডভেঞ্জার, হাসি, ভূত, সবই থাকছে গল্পমীরের ঠেকে।
রেডিয়োর ছাড়া নিয়ে মীর এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘একই জিনিস করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম। আর সেখান থেকেই নতুন কিছু করার সিদ্ধান্ত নিই।’ আর গল্প মীরের ঠেক নিয়ে বক্তব্য ছিল, 'আমাদের শ্রোতাদের কান এখনও সেভাবে তৈরি হয়নি। তবে যত ভালো কাজ হবে শ্রোতারা তত বেশি আকৃষ্ট হবেন। এটা ইন্টারনেটের যুগ। কনটেন্ট পছন্দ না হলে শ্রোতারা শুনবেন তো নাই উল্টে অনফলো করে বেরিয়ে যাবে।'