‘মিঠাই’ ধারাবাহিকে এখন টুইস্টের পর টুইস্ট। হবে নাই বা কেন, গল্পে যে এসেছে নতুন মোড়। আর গল্পের চাহিদা অনুসারেই একের পর এক নতুন চরিত্রের এন্ট্রি হচ্ছে ধারাবাহিকে। জি বাংলার এই ধারাবাহিক প্রায় ১ বছর ধরে টিআরপি তালিকার সেরা দশে নিজের জায়গা দখল করে রেখেছে। যদিও প্রথম স্থানের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন টপে থাকা একটু মুশকিল হয়ে পড়েছে।
সিড আর মিঠাই-কে অফুরাণ ভালোবাসা দিয়েছে দর্শক এতদিন। এখন যদিও সিড ‘রিকি দ্য রকস্টার’। কে ক্ষতি করার চেষ্টা করছে মোদক পরিবারের ব্যবসার, কে তাঁকে খুনের চেষ্টা করেছে সন্দেহ থাকলেও, হাতে যথাযথ প্রমাণ মেলেনি। তাই রিকির ছদ্মবেশে ফেরত এসেছে সিড। আরও পড়ুন: বেস্টফ্রেন্ডকে দিয়ে আদৃত-কৌশাম্বীর অপমান করিয়েছেন সৌমিতৃষা? অভিযোগে দু-ভাগ 'মিঠাই' ভক্তরা
ওমি আগরওয়ালের পার্টিতে রিকির গার্লফ্রেন্ড চলে আসে প্রিয়াঞ্জনা। সেই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। এবার আসছে প্রিয়াঞ্জনার বাবা। বাবা-মেয়ে মিলেই এখন রিকিকে মিঠাইয়ের কাছে ফিরতে না দেওয়ার পরিকল্পনা করবে।
প্রিয়াঞ্জনার বাবার চরিত্রে দেখা মিলবে ‘পিলু’ অভিনেতার। যিনি পিলুতে আহিরের বাবা সেজেছেন তিনিই আসছেন প্রিয়াঞ্জনা বাবা হিসেবে। সপ্তর্ষি রায় নিজেই সোশ্যাল মিডিয়ায় ‘মিঠাই’তে এন্ট্রি নেওয়ার খবর দিয়েছেন। বড় মিউজিক কোম্পানির এই মালিক এসে সিডের কি কার্যসিদ্ধি হবে, নাকি আরও ঝামেলায় জড়িয়ে পড়বে সে?