দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগেই স্বামীকে হারিয়েছেন পৌষমিতা গোস্বামী। কাজ ও সংসার নিয়ে সুখের জীবন ছিল পৌষমিতার। আচমকাই বদলে যায় সবকিছু। ১০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অর্ণব রায়ের। নতুন বছরের শুরুতে হঠাৎই এলোমেলো হয়ে যায় পৌষমিতার জীবন। শুধু পৌষমিতার জীবনেই নয়, অর্ণবের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল স্টুডিও পাড়াতেও।
তবে জীবন থেমে থাকে না। স্বামীর মৃত্যুর পরেও আবারও কাজে ফিরতেই হয়েছে পৌষমিতা গোস্বামীকে। ২ ফেব্রুয়ারি ছিল অর্ণব-পৌষমিতার দ্বিতীয় বিবাহবার্ষিকী। তবে এই দিনটা অর্ণব বিহনে একাকীই কেটেছে পৌষমিতার। জীবনের এই বিশেষদিনে অর্ণবের স্মৃতিটুকু আগলে রেখেছেন অভিনেত্রী। সুন্দর স্মৃতি শেয়ার করে কাছের মানুষকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন পৌষমিতা। অভিনেত্রী লেখেন, ‘নেহ, এবার আমিই আগে পোস্ট করলাম। শুভ বিবাহবার্ষিকী মাম্মাম Arnab Roy(সঙ্গে লাভ ইমোজি) পুনশ্চঃ ভালবাসিইইইইইইইইইইইইইইইইইইই।’ এরই সঙ্গে কমেন্ট বক্সে অভিনেত্রী লেখেন, ‘সবার কাছে অনুরোধ, এই মন ভাল করা পোস্টে কেউ দুঃখ প্রকাশ করবেন না।’
এদিনে পৌষমিতার পোস্টে অর্ণবের প্রোফাইল থেকেও উত্তর এসেছে। সেখান থেকে লেখা হয়েছে, ‘আমি জানতাম তুইই এবার আগে পোস্ট করবি, তাই আমি অপেক্ষা করছিলাম। পুনশ্চঃ ভালোবাসিইইইইইইইইইইইইইইইইইইইই’। অর্ণবের স্মৃতিতে বিভোর পৌষমিতা লিখেছেন, ‘এবার ফিরে আয়... অনেকদিন তো হলো।’ উত্তরে ফের অর্ণব লিখেছেন, ‘এসে নিয়ে যা, আমারো এখানে ভাল লাগছে না।’।
স্বামীর প্রোফাইল থেকে উত্তরগুলি পৌষমিতাই যে লিখেছেন, তা বলার অবকাশ রাখে না। তবে তাতে বেশ বোঝা যাচ্ছে এই কথোপকথনের মধ্যে তিনি স্বামীকে নিজের জীবনে বাঁচিয়ে রাখতে চাইছেন। অভিনেত্রী শ্রুতি দাস থেকে শুরু করে অনেকেই অর্ণব-পৌষমিতাকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
একদিন ভালোবেসেই ঘর বেঁধেছিলেন অর্ণব-পৌষমিতা। ২০২১ সালে অর্ণব ওপৌষমিতা আইনি মতে বিয়ে সেরেছিলেন। এরপর ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সোশ্যাল ম্যারেজ সারেন তাঁরা। তবে জীবন ও সময় দুটোই বড় নিষ্ঠুর। বিয়ের দ্বিতীয় বর্ষপূর্তির আগেই ভেঙেছে তাঁদের সুখের নীড়।
এদিকে কাজের ক্ষেত্রে পৌষমিতা গোস্বামী বর্তমানে ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে কাজ করছেন। সেখানে তিনি রাই, নীলুদের মায়ের চরিত্রে অভিনয় করেছেন। অর্ণবের চলে যাওয়ার পর সেই ধারাবাহিকের সেটেই আবারও ফিরছেন তিনি। প্রসঙ্গত এর আগে তিনি সাঁঝের বাতি, শ্রীময়ী, রিমলি, বাঘবন্দি খেলা ইত্যাদি ধারাবাহিকে কাজ করেছেন। প্রসঙ্গত অর্ণব রায় অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্টের কার্যনির্বাহী প্রযোজক ছিলেন। স্টুডিয়োপাড়ায় জনপ্রিয় ইপি ছিলেন তিনি। জানা যায়, তাঁর হাত ধরে কাজের সুযোগ পেয়েছেন অনেকেই।