গত ফেব্রুয়ারি মাসের ঘটনা, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। তবে সুস্থ হয়ে এবার বাড়িও ফিরেছেন মিঠুন। তবে তিনি যে ভালো আছেন, বিন্দুমাত্র ভেঙে পড়েননি, তা বুঝিয়ে দিয়েছেন। নিজের পায়ে হেঁটেই গটগটিয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা গিয়েছিল তাঁকে। উৎসুক ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে সৌজন্য় বিনিময়ও করেছেন। আর এবার পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য বাড়ি ছাড়লেন মিঠুন চক্রবর্তী।
হ্যাঁ, ঠিকই শুনছেন। ভোটের আগেই মিঠুন চক্রবর্তী চললেন বেড়াতে। মিমোহ চক্রবর্তী এবং পুত্রবধূ অভিনেত্রী মাদালসা শর্মার সঙ্গে বিমানে উড়ে যেতে দেখা গেল বর্ষীয়ান অভিনেতাকে। মঙ্গলবার মাদালসা শর্মা তাঁর স্বামী মিমোহ এবং শ্বশুরমশাই মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে মাদালসা একটা বিমানের ইমোজি ব্যবহার করেছেন। সঙ্গে দিয়েছেন 'লাভ' ও ‘ফ্যামিলিয়া’ হ্যাশট্যাগ।
আরও পড়ুন-বাইক চালাচ্ছেন দেব, পিছনে উল্টো করে বসে খোল বাজাচ্ছেন যিশু, কয়লাখনিতে চলছে খাদানের শ্যুটিং
কিন্তু ছোটে বউমার সঙ্গে কোথায় বেড়াতে চললেন মিঠুন চক্রবর্তী? সেকথা 'অনুপমা' অভিনেত্রী মাদালসা অবশ্য তিনি ফাঁস হতে দেননি। তবে এই পোস্টের নিচে বহু মিঠুন অনুরাগীই তাঁকে সাবধানে, নিরাপদে বেড়িয়ে আসার পরামর্শ দিয়েছেন। এদিকে গতমাসেই হাসপাতাল থেকে ভাইরাল হয়েছিল মিঠুন চক্রবর্তীর ছবি ও ভিডিয়ো। স্যালাইন চলছিল তাঁর। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বহু অভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
এদিকে হাসপাতাল থেকে বের হয়েই সংবাদমাধ্য়মের মুখোমুখিও হন মিঠুন। জানিয়েছিলেন, অতিরিক্ত খাওয়ার জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। খাওয়া-দাওয়া যে নিয়ন্ত্রণ করতে হবে, তা স্পষ্ট জানিয়েছিলেন। মহাগুরু মিঠুনের কথায়, ‘কোনও সমস্যা নেই। সমস্যা খাওয়াতে। আমি গোগ্রাসে খাই…যাঁদের ডায়াবিটিস রয়েছে, ভাববেন না মিষ্টি না খেলে কিছু হবে না। খাওয়া নিয়ন্ত্রণ করুন। আমার সমস্যা, বেশি খেয়েছি। আমি রাক্ষস। বকা খেলাম।’ তাই খাদ্যাভ্যাসে বদল আনার চেষ্টা করবেন সেই শপথও নেন মহাগুরু।
তবে সামনেই লোকসভা ভোট, নির্বাচনে লড়বেন কিনা সেই প্রশ্নেও উত্তর দেন মিঠুন। বলেন,‘আমি প্রার্থী হলে বাকি ৪২টা কেন্দ্রের কী হবে’। তবে বলেন, ‘বিজেপি করব। আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যে ডাকলে, তা-ও যাব। বিজেপির উত্থানের সময় এসেছে।’