বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt's baby bump: আলিয়ার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে! বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে

Alia Bhatt's baby bump: আলিয়ার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে! বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তুঙ্গে

আলিয়া ভাটের বেবি বাম্পের ছবি ফাঁস

পতুর্গালে হার্ট অফ স্টোনের শ্যুটিং, বেবি বাম্প নিয়ে অ্যাকশন দৃশ্যে আলিয়া। অভিনেত্রীকে কুর্নিশ নেটপাড়ার।

শুক্রবারই নিজের ডেবিউ হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষ করেছেন আলিয়া ভাট। শ্যুটিং শেষে গ্যাল গাডট-সহ ছবির বাকি কলাকুশলীদের উদ্দেশে কৃতজ্ঞতা বার্তাও জানিয়েছেন রণবীর ঘরণী। এর মাঝেই শনিবার ফাঁস হয়ে গেল আলিয়ার বেবি বাম্পের ছবি। ‘হার্ট অফ স্টোন’-এর পতুর্গাল শেডিউলের বেশ কিছু স্থিরচিত্র ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে শুধু আলিয়ার স্ফীত পেটই ধরা পড়েনি, অভিনেত্রীর কাজের প্রতি নিষ্ঠা দেখেও মুগ্ধ হয়েছেন ফ্যানেরা।

ছবিতে দেখা গেল খাঁকি উর্দিতে মরুভূমির মতো সেটে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন আলিয়া। ছবিতে ধরা পড়েছেন গ্যাল গাডটও। অন্তঃসত্ত্বা অবস্থায় হলিউডের অ্যাকশন ছবির শ্যুটিং! আলিয়া কুর্নিশ জানাচ্ছে নেটপাড়া।

শ্যুটিং সেটের ছবি গুলো একটু জুম করে দেখলেই স্পষ্ট হবে আলিয়ার বেবি বাম্প। গত মাসের ২৭ তারিখ ইনস্টাগ্রাম পোস্টে মা হতে চলার সুখবর ভাগ করে নেন আলিয়া। বিয়ের আড়াই মাসের মাথাতেই এই খবর প্রকাশ্যে এনে হইচই ফেলে দেন অভিনেত্রী। যদিও সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রমাণ উঠে এসেছে যে আলিয়ার সোনোগ্রাফির ছবিটি প্রায় মাসখানেক পুরোনো। কারণ এক মাসের বেশি সময় ধরে দেশের বাইরে আলিয়া ভাট।

এবার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসায় নিন্দুকেরা বলছেন, বিয়ের আগে থেকেই প্রেগন্যান্ট ছিলেন আলিয়া। আলিয়ার প্রেগন্যান্সি নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে দিন কয়েক আগেই মুখ খুলেছেন রণবীর। তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘আমাদের মনে হয়েছে এই সুখবরটা আমাদের শুভাকাঙ্খীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সঠিক সময়, আমরা তখনই করেছি’।

গত ১৪ই এপ্রিল মুম্বইয়ে রণবীরের বাড়ির বারান্দাতেই বিয়ের পর্ব সেরে ফেলেন জুটি। উপস্থিত ছিল দুই পরিবার ও কাছের বন্ধুরা। ২০১৭ সালে ব্রহ্মাস্ত্রের সেটেই একে অপরের প্রেমে পড়েন রণবীর-আলিয়া। পরের বছর সোনম কাপুরের বিয়ের রিসেপশনে এই সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন তাঁরা।

আলিয়ার মা হওয়ার খবর সামনে আসবার পর বেশকিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল এর জেরে নাকি আলিয়ার আসন্ন প্রোজেক্টের কাজ পিছিয়ে যেতে পারে, পাশাপাশি হবু সন্তানের মা-কে দেশে ফিরিয়ে আনতে ইউরোপ যাবেন রণবীর- এমন কথাও শোনা গিয়েছিল। এর জেরে বেজায় চটে যান আলিয়া। স্পষ্ট বলেন, ‘আসলে আমরা পিতৃতান্ত্রিক সমাজে আজও বসবাস করি। কোনওকিছুই পিছিয়ে যানি। কাউকে কেউ ফিরিয়ে নিয়ে যেতে আসছে না। আমি একজন নারী, কোনও পার্সেল নই। আমার বিশ্রামের প্রয়োজন নেই, তবে আপনাদের একজন চিকিৎসকের সার্টিফিকেটও আছে জেনে ভালো লাগল। এটা ২০২২ সাল। এই সেকেলে ধারণা থেকে দয়া করে বেরিয়ে আসুন।'

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

পুজোয় বাংলা ছবির কাছে গো-হারা হেরেছে বলিউড, খুশি এরাজ্যের পরিচালক, প্রযোজকরা উপনির্বাচনের দিন ঘোষণা করা হল, আগামী মাসে বাংলার ৬ কেন্দ্রে ভোট কার্যত দেউলিয়া পাকিস্তান নৌসেনার আধুনিকীকরণের টাকা পাচ্ছে কীভাবে, নজর রাখছে ভারত সুতো ঝুলছে সিভিক ভলান্টিয়ারদের ভাগ্য, হাসপাতাল - স্কুলে মোতায়েন নয়, বলল SC বল শাইন করতে লিচের মাথায় এটা কী করলেন জো রুট! ভক্তেরা হাসি থামাতে পারছেন না আমরা নিজেদের উপর ফোকাস করছি- নিউজিল্যান্ডকে কি গুরুত্বই দিচ্ছেন না রোহিত শর্মা? ভারত-কানাডা সংঘাতের আগুনে ঘি ঢেলে ব্রিটেনের কান ভাঙাতে ব্যস্ত ট্রুডোরা! ফের বাজল ভোটের বাদ্যি, ঘোষণা হল মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার দিনক্ষণ ডিম কি মেশিনে তৈরি করব? দাম নিয়ে দিশেহারা বাংলাদেশের উপদেষ্টা,তাকিয়ে ভারতের দিকে খুব শিগগির আসছে ধনতেরাস ২০২৪! লক্ষ্মীনারায়ণ যোগে সিংহ সহ বহু রাশি লাকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.