বাংলা নিউজ > বায়োস্কোপ > Mumtaz in Pakistan: ফাওয়াদ-রাহাত ফতেহ আলির সঙ্গে সাক্ষাৎ, পাকিস্তানে পার্টি মুডে মুমতাজ, ছবি না দেখলে মিস করবেন

Mumtaz in Pakistan: ফাওয়াদ-রাহাত ফতেহ আলির সঙ্গে সাক্ষাৎ, পাকিস্তানে পার্টি মুডে মুমতাজ, ছবি না দেখলে মিস করবেন

পাকিস্তানে ফাওয়াদ খান-রাহাত ফতেহ আলি খানের সঙ্গে সাক্ষাৎ করে ছবি পোস্ট করলেন মুমতাজ

Mumtaz's Pakistan diaries: বর্তমানে পাকিস্তান রয়েছেন মুমতাজ। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান, গুলাম আলি এবং রাহাত ফতেহ আলি খান সহ অন্যান্যদের সঙ্গে দেখা করেছেন সেই দেশে গিয়ে। ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়-

আজকাল চর্চায় রয়েছেন প্রবীণ অভিনেত্রী মুমতাজ। জিনাত আমন মনে করেন, আজকের তরুণ-তরুণীদের বিয়ের আগে লিভ-ইন করা উচিত। জিনাতের সেই মন্তব্যে বিরক্তি প্রকাশ করেছেন মুমতাজ। একসময়ের সহকর্মীকে তুলোধনাও করেন মুমতাজ। এক সাক্ষাৎকারে মুমতাজ দাবি করেন, সম্পর্কের ক্ষেত্রে পরামর্শ নেওয়ার জন্য জিনাতই হওয়া উচিৎ সর্বশেষ ব্যক্তি, যার নিজের বিবাহিত জীবনই আসলে খুব একটা সহজ ছিল না।

পাকিস্তানে মুমতাজ

বর্তমানে পাকিস্তান রয়েছেন মুমতাজ। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান, গুলাম আলি এবং রাহাত ফতেহ আলি খান সহ অন্যান্যদের সঙ্গে দেখা করেছেন সেই দেশে গিয়ে। শুক্রবার সেই ছবি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। একটি ছবিতে মমতাজ ও ফাওয়াদকে সোফায় বসে কথা বলতে দেখা গিয়েছে। দুজনে একসঙ্গে ছবিও তুলেছেন। কালো কুর্তা-পাজামা পরে ফাওয়াদ, তাঁর কাঁধে একটি নেভি ব্লু শাল জড়ানো রয়েছে। মুমতাজের পরনে কালো টপ এবং মেরুন প্যান্ট। দ্বিতীয় ছবিতে, রাহাত ফতেহ আলি খানের কাঁধে হাত রেখে ছবি তুলেছেন প্রবীণ অভিনেত্রী।

আরও পড়ুন: জিনাতের 'লিভ-ইন' মন্তব্যে খচে লাল মুকেশ খান্না, বললেন, ভেবেচিন্তে কথা বলা উচিত…

বিখ্যাত পাকিস্তানি গায়ক গুলাম আলি হারমোনিয়াম বাজাচ্ছেন, গজল গাইছেন তাঁকে ঘিরে বসে রয়েছেন প্রবীণ অভিনেত্রী এবং আরও অনেকে। অবাক হয়ে গান শুনছেন সকলে। সেই ভিডিয়ো ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন মুমতাজ। রাহাত ফতেহ আলি খানের মঞ্চে গান গাওয়ার একটি ভিডিয়োও শেয়ার করেছেন মুমতাজ।

আরও পড়ুন: কোন রহস্যের সমাধান করবেন ‘ফেলুবক্সী’ সোহম, প্রকাশ্যে ছবির প্রথম ঝলক, মুক্তি কবে

আরও পড়ুন: মেরামত হওয়ার পর কেমন দেখতে হয়েছে প্রিয়াঙ্কা-নিকের LA হোম, প্রকাশ্যে এল চোখ ধাঁধানো ছবি

মুমতাজের মন্তব্য

১৯৭১ সালে দেব আনন্দের 'হরে রাম হরে কৃষ্ণ' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জিনাত-মুমতাজ। জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে জিনাতের ‘লিভ-ইন’ মন্তব্য নিয়ে মুমতাজ বলেন, ‘জিনাত কী পরামর্শ দিচ্ছে, সে বিষয়ে ওর সতর্ক হওয়া উচিত। সে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার এই বিশাল জনপ্রিয়তায় চলে এসেছে এবং আমি বুঝতে পারি যে আন্টিদর মতো শোনাচ্ছে তার উত্তেজনা। কিন্তু ফলোয়ার্স বাড়ানোর জন্য, আমাদের নৈতিক মূল্যবোধের পরিপন্থী উপদেশ দেওয়া আপনার উচিত নয়।’

মুমতাজের মন্তব্যের পালটা জিনাত

মুমতাজের মন্তব্য নিয়ে জিনাত আমনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। হিন্দুস্তান টাইমসকে অভিনেত্রী বলেছেন, ‘প্রত্যেকেরই তাদের নিজস্ব মতামতের অধিকার রয়েছে। আমি কখনই অন্যদের ব্যক্তিগত জীবন সম্পর্কে মন্তব্য করতে পারিনি বা আমার সহকর্মীদের নিশানা করতে পারিনি। এটা এখনও করতে পারব না’।

জিনাতের 'লিভ-ইন' মন্তব্য

দিনকয়েক আগে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জিনাত লেখেন, ‘কমেন্ট সেকশনে আমাকে একজন সম্পর্ক নিয়ে প্রশ্ন করে। আমার থেকে রিলেশনশিপ টিপস চায়। সেই প্রেক্ষিতেই আমি নিজের মত শেয়ার করছি। এটা আমার একেবারে ব্যক্তিগত মত। আমি মনে করি, বিয়ের আগে সকলের লিভ-ইনে থাকা উচিত। কেউ যদি প্রেমের সম্পর্কে থাকেন আর বিয়ের সিদ্ধান্ত নেন, তাহলেও অবশ্যই তাঁদের এক ছাদের নীচে থাকা উচিত কিছুদিন। আমি আমার সন্তানদেরকেও সেই উপদেশই দিয়েছি। এটার বিশেষ যুক্তি রয়েছে আমার কাছে। দুজন মানুষ ও তাদের পরিবার যখন এক সুতোয় বাঁধা পড়তে চলেছে, আইনিভাবে সম্মতি নিচ্ছে, তার আগে বিচার করে দেখে নেওয়া উচিত একে-অপরের সঙ্গে কতটা কমফোর্টেবল।’

 

বায়োস্কোপ খবর

Latest News

বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিল কেন্দ্র, ‘গবেষণাপত্র পাঠিয়েছিলাম,’ লিখলেন মমতা 'এখন তো ভালো কাজ করলেও ভোট পাওয়া যায় না!' আক্ষেপ মোদীর মন্ত্রীর হুমড়ি খেয়ে পড়তেন ক্যানসার আক্রান্ত হিনা, বাঁচালেন কার্তিক! চোখ জল ভক্তদের পুজোর দিনে পোলাও তো বানান, এই বছর বানাবেন নাকি এই ভিন্ন স্বাদের পোলাওগুলি? দেবকে দেখে চোখে জল শুভশ্রীর! প্রেমের ‘সিলসিলা’ নিয়ে প্রশ্ন কুণালের, জবাব নায়কের সূচনা হয়ে গেল রাঢ় বাংলার দুর্গাৎসবের! বর্ধমানে সর্বমঙ্গলার ঘট প্রতিষ্ঠিত হল আজ কংগ্রেস ও মাদক পাচারকারীদের মধ্যে কীসের এত সম্পর্ক? প্রশ্ন তুলল বিজেপি উইন্ডিজ ক্রিকেটের দীর্ঘমেয়াদী কেন্দ্রীয় চুক্তিতে ৯ জন! তালিকায় তিন মহিলা রেলকর্মীদের বোনাসের ঘোষণা কেন্দ্রের! যতদিনের দেওয়ার কথা, তার থেকে বেশিই দিচ্ছে ঠোঁটকে নরম করতে ফ্রিজে রাখা এই জিনিসই যথেষ্ট!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.