সদ্যই মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াত প্রযোজিত ছবি ‘টিকু ওয়েডস শেরু’-র ট্রেলার। অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলা এই ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং অভনীত কৌর। এই ছবির হাত ধরেই সিনে জগতে পা রাখছেন টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ অভনীত। এই ছবির ট্রেলারে ২৮ বছরের ছোট অভিনেত্রীকে চুমু খেতে দেখা যায় নওয়াজকে। আর তারপর শুরু হয় ছিছিকার। অনেকেই বিষয়টা ভালো চোখে দেখেননি।
এমন অদ্ভুত জুটি অনেকেরই বিশেষ পছন্দ হয়নি। এতটা বয়সের ফারাক মানতে পারেননি অনেকেই। সেটা নিয়ে প্রথম থেকেই গুঞ্জন ছিল। কিন্তু এই ট্রেলার প্রকাশ্যে আসার পর সমস্ত ধরনের কটাক্ষ, সমালোচনা এবং বিরোধিতা বৃদ্ধি পায়। এতদিন এই বিষয় নিয়ে কিছু না বললেও অবশেষে গোটা ঘটনা নিয়ে মুখ খুললেন ছবির প্রধান অভিনেতা। তিনি ইন্ডিয়া টুডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন 'সমস্যা কেন হবে এটা নিয়ে?'
অভিনেতা গোটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে এবং একই সঙ্গে এই চুমুর দৃশ্য নিয়ে সাফাই দিতে গিয়ে বলেন, 'প্রেম তো আর বয়স দেখে হয় না। ভালোবাসা চিররঙিন। চিরকালীন। কিন্তু সমস্যার বিষয় হল আজকালকার নতুন প্রজন্মের জীবনে ভালোবাসা, রোম্যান্স বলে আলাদা কিছু নেই আর। আমি আবার সেই যুগের মানুষ যখন রোম্যান্সের আবার একটা আলাদাই মানে থাকত। আজও, এত বয়স হওয়ার পরও শাহরুখকে রোম্যান্টিক চরিত্র করতে দেখা যায় কারণ নতুন প্রজন্মের দ্বারা সেটা হয় না। ওরা প্রেমটা করতে পারে না।'
নওয়াজের মতে আজকাল সবই নাকি হোয়াটসঅ্যাপে হয়। সেটা প্রেম হোক, ভালোবাসা হোক বা ব্রেকআপ। সবটাই অনলাইনে সীমাবদ্ধ আজকালকার প্রজন্মের জন্য। তাই সেটাকে তিনি কটাক্ষ করে বললেন, 'যারা রোম্যান্সের যুগের মানুষ তারা পর্দায় রোম্যান্স করবে না তো কারা করবে?'
প্রসঙ্গত টিকু ওয়েডস শেরু ছবিতে দুই অসমবয়সী ব্যক্তির মধ্যে প্রেম কাহিনি দেখানো হবে। এখানে নওয়াজকে একজন জুনিয়র আর্টিস্টের চরিত্রে দেখা যাবে। আর অভনীত সিনেমায় হিরোইনের চরিত্রে অভিনয় করতে চায়। নিজদের স্বপ্নপূরণের মাঝে তাঁরা কী করে একে অন্যের কাছে আসবেন সেটাই এখানে দেখানো হবে।
এই ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে কঙ্গনা এই ছবির বিষয়ে কথা বলতে গিয়ে জানিয়েছেন এই ছবির নাম প্রাথমিক ভাবে ডিভাইন লাভারস দেওয়া হয়েছিল। এবং সেখানে অভিনেত্রীর নিজের কাজ করার কথা ছিল প্রয়াত অভিনেতা ইরফান খানের সঙ্গে।