নিম ফুলের মধু দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছেন রুচিরা ওরফে অভিনেত্রী সৌমি চক্রবর্তী। সঙ্গে সামাজিক মাধ্যমেও খুব সক্রিয় থাকেন তিনি! তবে বুধবারে এমন একটি পোস্ট শেয়ার করেছেন, যা চোখ কপালে তুলল নেট-নাগরিকদের। এ কেমন পোশাক তাঁর গায়ে।
একটি ভিডিয়ো বানিয়ে রিলস শেয়ার করেছেন সৌমি। এক ঝলকে তাঁর গায়ের পোশাক দেখে মনে হচ্ছে কালো রঙের অন্তর্বাস। পোশাক থেকে স্পষ্ট হয়ে রয়েছে বক্ষ বিভাজিকা। একটি লকেট ঝুলে রয়েছে সেখানে।
তবে সৌমির এমন পোস্ট রীতিমতো ধন্ধে ফেলেছে নেটপাড়াকে। অভিনেত্রীর অনুরাগীরাও কার্যত অস্বস্তিতে। একজন মন্তব্য করেছেন, ‘দিদিভাই তোমার রিলসে সবাই বাজে মন্তব্য করছে। তুমি তো খুব ভালো মেয়ে । এই সব ভিডিয়ো কেন পোস্ট করো... খুব বাজে লাগছে।’
আর একজন লিখলেন, ‘আমার নিজের চোখকেও বিশ্বাস হচ্ছে না। এ কেমন চেহারা করলে নিজের। লজ্জা লাগছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘একটু ভিউ পাওয়ার লোভে এমন কোরো না। তোমাকে তো সব পোশাকেই ভীষণ মিষ্টি লাগে গো!’
নিম ফুলের মধু ধারাবাহিকে নায়িকা পর্ণার বান্ধবী রুচিরা। শুধু তাই নয়, পর্ণার দেওর চয়নকে বিয়ে করে সে দত্তবাড়ির ছোট বউ। ধারাবাহিকে শাড়িতেই দেখা মেলে। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা, মিষ্টি মুখ, পর্ণা ওরফে পল্লবীর জা ও বান্ধবী হিসেবে সকলের মনে জায়গা করেছেন রুচিরা। আর সেই ‘গুড গার্ল’ ইমেজের কারণেই হলেন এতটা সমালোচিত।
এর আগে সৌমি চক্রবর্তী কাজ করেছেন, রাধা, কী করে বলব তোমায়, করুণাময়ী রানি রাসমনি, মহাপীঠ তারপীঠ, পিলু, কাদম্বিনী-র মতো একগুচ্ছ জনপ্রিয় বাংলা ধারাবাহিকে। ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন সাড়ে ৩ লাখের বেশি মানুষ।
তবে শুধু পোশাক নয়, প্রেম নিয়েও কটাক্ষে পড়়তে হয় ছোট পর্দার এই অভিনেত্রীকে। পৃথ্বীশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। গত বছরে সেই প্রেমে শিলমোহরও দিয়েছেন। প্রায়ই একসঙ্গে ভালোবাসায় ভরানো রিলস, ফোটো শেয়ার করে নেন অভিনেত্রী। তবে তাতে কিছু মানুষ খোঁটা দিতেন প্রাক্তনকে টেনে। কমেন্টে লেখা থাকত, এর আগে এক মুসলিম ছেলে (শেহনওয়াজ খান) সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন সৌমি।
কটাক্ষ বাড়তে দিয়েছিলেন জবাবও। ‘আর কটা প্রেম করবে? এর আগে তো একটা মুসলিম ছেলেকে নিজের জীবন বলে দাবি করতে’ কমেন্টের জবাবে নিম ফুলের মধু-র রুচিরা করেন কড়া প্রতিবাদ। লেখেন, ‘অনেকদিন থেকেই দেখছি এইরকম মন্তব্য আসছে। আজ বাধ্য হলাম জবাব দিতে। আমার যে প্রাক্তন প্রেমিক ছিল তার বিয়ে হয়ে গিয়েছে। আর কোনও সম্পর্ক ভেঙে যাওয়া, বা সম্পর্কে ধোকা খাওয়া মানে এই নয় যে তার সম্পর্কে খারাপ কথা বলতে হবে। অনুরোধ করছি এরকম বলার আগে, একটু জেনে নেবেন।’