সকলকে অবাক করে দিয়ে ২০১৮ সালে অঙ্গদ বেদিকে বিয়ের কথা ঘোষণা করেন নেহা ধুপিয়া। সম্প্রতি পিঙ্কভিলার সঙ্গে সাক্ষাৎকারে নিজের লাভস্টোরি খোলসা করলেন তিনি। সঙ্গে এটাও জানালেন যে তাঁদের সম্পর্কে আসলে অনুঘটকের কাজটা করেছেন করণ জোহর।
নেহার কথায়, ‘যখন ওর সঙ্গে আমার পরিচয় হয় তখন আমি অন্য কাউকে ডেট করছিলাম। আর ও নিজেও অন্যান্যদের ডেট করছিল। একটি জিনিস যা আসলে মহিলাদেরকে পুরুষদের প্রতি আকৃষ্ট করে সুন্দর চেহারা বা চুল নয়, বরং স্বস্তি। আপনাকে একজন পুরুষের সঙ্গে স্বচ্ছন্দ্য বোধ করতে হবে, তখনই আপনি তাঁর প্রতি আকৃষ্ট হবেন। অঙ্গদের সঙ্গে থাকলে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম।’
কীভাবে নেহা প্রেমে পড়লেন সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অঙ্গদ জবাব দেন, তিনি নেহার নিমন্ত্রণে তাঁর বাড়ির একটি পার্টিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দেখেন অভিনেত্রী তাঁকে অন্য লোকের সঙ্গে সেট করার চেষ্টা করছে, বুঝতে পেরেই আগ্রহ দেখানো বন্ধ করে দেন।
অঙ্গদ আরও যোগ করেছেন যে, নেহার BFF তাকে অঙ্গদের সঙ্গে ডেটের পরামর্শ দেন। এই কথায় নেহা যোগ করেন, ‘হ্যাঁ আমাদের সম্পর্কে অনেকেই কিউপিডের কাজ করেছিল।’ অঙ্গদ এরপর বলেন, ‘করণF সেই ব্যক্তি যিনি ওকে বলেছিলেন যে, এই ছেলেটা তোমার সামনে দাঁড়িয়ে আছে এবং তোমার সঙ্গে ওর দুর্দান্ত রসায়ন হবে। তোমার ওকে ডেট করা উচিত।’ নেহা কথা শেষ করে বলে ওঠেন, ‘ভগবানকে ধন্যবাদ উনি এটা করেছেন।’
নেহাই একবার জানিয়েছিলেন অঙ্গদ তাঁকে প্রথম দেখেন যখন তাঁর বয়স ২০। এবং বন্ধুদের বলেছিল, ‘এই মেয়েটাকে আমি একদিন ঠিক করে জানব’। এরপর যখন অঙ্গদ আর নেহা দুজনেই বোম্বে আসেন তখন দেখা হয় এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছিলেন। আর সেই সময় পিঙ্ক অভিনেতার মধ্যে থাকা সংবেদনশীল মানুষটাকে দেখতে পান। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব। যা অনেক পড়ে প্রেম আর বিয়েতে গড়ায়।
বিয়ের কয়েক মাসের মধ্যেই মেয়ে মেহেরের জন্ম দেন এই জুটি। এরপর ২০২১ সালে জন্ম হয় ছেলে গুরিকের। বলিউডের অন্যতম চর্চিত জুটি নেহা-অঙ্গদ।