পরিচালকের আসনে অভিনেত্রী মানসী সিনহা। অভিনেত্রী হিসাবে এতদিন দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন, এবারে তাঁর পরিচালনায় আসছে নতুন ছবি ‘এটা আমাদের গল্প’। মুক্তি পেয়েছে ছবির টিজার।
ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, তারীণ জাহান, সোহাগ সেন, আর্য দাশগুপ্ত, পূজা কর্মকার, তপতী মুন্সি, জুঁই সরকার, যুধাজিত বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ ভিন্ন ঘরানার একটি প্রেমের গল্প। এই ছবির গল্প শুধু দুটি মানুষের নয় আরও অনেকের গল্প। যারা এখনও সম্পর্কে বিশ্বাস রাখেন, তেমন অনেক মানুষের গল্প। আরও পড়ুন: ‘মেসবাড়ি’র গল্প বলবেন খেয়ালী, বিশ্বনাথ, দেবদূতরা! মুক্তি পেল শর্ট ফিল্মের ট্রেলার
আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে। পরিবার যদি আপন করে না নিতে পারে, হাজার যোজন ভালোবাসাও কি সেই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে শেষ পর্যন্ত? কাহিনির প্রেক্ষাপটে এমনই এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা। যখন চায়ের দোকানে বসে দু'জনে হাতে হাত রেখে ভেবেছিলেন হাজার বাধা হাজার ঝড়ের সামনাসামনি হওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে এবার, তখনই আচমকা তাদের পাশে এসে দাঁড়িয়েছিল একঝাঁক তরুণ তুর্কী।
এই জীর্ণ, অবিশ্বাসী, বিষে বিষে নীল হয়ে যাওয়া সময়ে দাঁড়িয়েও, যারা এখনও বিশ্বাস রাখে যৌথ খামারে, যারা এখনও বিশ্বাস রাখে সব কিছু মরে যায়নি, সেই বিশ্বাস আসতে আসতে কেমন করে দুটি পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ল, নিখাদ ভালোবাসার গল্প বলবে 'এটা আমাদের গল্প' ছবিটি। মূলত একটি প্রেমের ছবি।
ছবিতে একটি বাঙালি ও পাঞ্জাবি পরিবারের কাহিনি দেখা যাবে। সম্পর্কের সমীকরণ কখনও মেলে না। দুইয়ে দুইয়ে চার হয় না কখনই। সবকিছুই নির্ভর করে ভালোবাসার উপর। প্রেমে ভর করেই এগিয়ে যায় মানুষ। এর মধ্যেই আসে সমাজ, সংস্কার, নিত্যনৈমিত্তিক ঘটনা। ছকভাঙা সেসব সম্পর্কের কথাই উঠে আসবে ‘এটা আমাদের গল্প’ ছবিতে। প্রথমবার পরিচালকের আসনে বসছেন অভিনেত্রী মানসী সিনহা। পরিচালকের গুরুদায়িত্ব সামলে, নিজের নতুন পরিচালনায় কোনও ভূমিকাতেই দেখা যাবে না মানসীকে।
ছবিটি মুক্তি পাবে ধাগা প্রোডাকশন এর ব্যানারে শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরার প্রযোজনায়। ছবিতে বেশ কয়েকটি দারুণ গানও রয়েছে। ‘এটা আমাদের গল্প’ ছবির গান শোনা যাবে শ্রীকান্ত আচার্য, লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, কাজল চট্টোপাধ্যায়, সৌনক সরকার, মেঘা বিশ্বাস এবং মনস্বিতা ঠাকুরের কণ্ঠে। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বিভিন্ন লোকেশনে। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি, যদিও মুক্তির তারিখ এখনও জানানো হয়নি।