প্রেম দিবসের প্রাক্কালে প্রেমের ছবির ঘোষণা সারলেন পরিচালক পৃথা চক্রবর্তী। ‘মুখার্জী দার বউ’ ছবিটির হাত ধরে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন পৃথা। তাঁর নতুন রোম্যান্টিক ছবির নাম ‘পাহাড়গঞ্জ হল্ট’। ছবিতে জুটি বাঁধছেন ঋত্বিক চক্রবর্তী এবং পাওলি দাম। নিজেকে ভালোবাসার কথা মনে করিয়ে দিলেন পরিচালক।
পৃথার কথায়, এই ছবি অবশ্য়ই এক নারী-পুরুষের সম্পর্কের কথা বলবে। ছবির গল্প নিয়ে বেশি কিছু খোলসা করতে চাননি পরিচালক। ঋত্বিক জানিয়েছেন, সাধারণত অভিনেতাদের নারী-পুরুষের প্রেম নিয়ে লেখা চিত্রনাট্যই দেওয়া হয়। পৃথার লেখা সেই পথেই হাঁটেনি। এটাই সবচেয়ে বড় অভিনব ব্যাপার। ছবিতে পুরুষ ও নারীর মধ্যে যে প্রেমের সম্পর্ক তা একেবারে নতুন আঙ্গিকে দেখানো হয়। সেটাই এই ছবির ইউএসপি হবে।
আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে স্পটেড বিরুষ্কা, হার্দিক-নাতাশার বিয়ে খেতে উড়ে গেলেন উদয়পুর?
নিজেকে ভালোবাসার কাহিনি শোনাবে এই ছবি। পাওলির মতে, ‘পাহাড়গঞ্জ হল্ট’-এর মতো একটি প্রকল্পের অংশ হতে পেরে তিনি খুবই আনন্দিত। কারণ, এটি গতে বাঁধা গল্পের থেকে একেবারে আলাদা। এখানে অভিনয়ের সুযোগ রয়েছে। এই ছবিতে নিজেকে ভালোবাসার বার্তা দেওয়ার চেষ্টা আমার কাছে অন্য রকম মনে হয়েছিল।
ঋত্বিক, পাওলি ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, সোহাগ সেন। ছবির প্রযোজনায় প্রমোদ ফিল্মস। আগামী মার্চ মাস থেকে শুরু হবে শ্যুটিং।