বাংলা নিউজ > বায়োস্কোপ > Durnibar-Oindrila: ঠোঁট ঠাসা চুমু! ঘনিষ্ঠ ছবি শেয়ার করে বর দুর্নিবারের কাছে কী আবদার মোহরের?

Durnibar-Oindrila: ঠোঁট ঠাসা চুমু! ঘনিষ্ঠ ছবি শেয়ার করে বর দুর্নিবারের কাছে কী আবদার মোহরের?

রোম্যান্টিক মেজাজে মোহর আর দুর্নিবার। 

মোহরের সোশ্যাল মিডিয়া রবিবার রেঙে উঠল প্রেমের রঙে। দুর্নিবারের সঙ্গে রোম্যান্টিক রিল শেয়ার করলেন। 

৯ই মার্চ দুর্নিবার সাহা সাতপাকে ঘোরেন ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের সঙ্গে। নিজে দাঁড়িয়ে চার হাত এক করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিয়ের পর সেভাবে একত্রে ছবি শেয়ার করেন না দুজনের কেউই। আসলে দ্বিতীয় বিয়ে নিয়ে কম কটাক্ষের মুখে পড়েননি দুর্নিবার। একই হাল হয়েছিল মোহরেরও। তিনি তো আক্ষেপ করে জানিয়েছিলেন, ইচ্ছে থাকলেও হানিমুনের ছবি দিতে পারছেন না সোশ্যালে। সমস্ত নেগেটিভিটি থেকে নিজেদের দূরে রাখতে সেরকম সিদ্ধান্তই নিয়েছিলেন কর্তা-গিন্নি।

রবিবার সকাল সকাল বরের সঙ্গে একটা রোম্যান্টিক রিল ভিডিয়ো শেয়ার করে নিলেন মোহর। বিয়ের ২টি ছবি রেখেছেন সেখানে। তারমধ্যে একটিতে ঠোঁটে ঠোঁট বসিয়েছেন মোহর-ঐন্দ্রিলা। আরেকটা ছবি বিয়ের পর তোলা হয়েছে। সেখানেও নতুন কনের সাজ মোহরের। মাথা ভরা সিঁদুর। হাতে মেহেন্দি। এখানেও বরকে জাপটে রেখেছেন।

ক্যাপশনে মোহর লিখলেন, ‘বস তেরা সাথ হো’। ছবিগুলোর সঙ্গে গানেও দুর্নিবারের গলায় এই গানটি জুড়ে দিয়েছেন। বউয়ের ভালোবাসার অঙ্গীকারে গায়ক জবাব দিলেন, ‘হ্যায় না হাম তেরে সাথ, জিন্দেগি ভর?’

এর আগে দুর্নিবারের জন্মদিনের শুভেচ্ছা জানাতে মোহর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘এক হ্যালোতেই আমি তোমার পাশে আছি! শুভ জন্মদিন। আজ, আর প্রতিদিন…’। 

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সামাজিক অনুষ্ঠান করে মীনাক্ষী মুখোপাধ্য়ায়কে বিয়ে করেছিলেন গায়ক। যদিও তার বহু আগেই হয়েছিল আইনি বিয়ে। তবে বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায় সুখের ঘর। পথ আলাদা হয় দুজনের। 

২০২১-এর ডিসেম্বরে সামপ্লেস এলসে একটা শো শুনতে গিয়ে প্রথম আলাপ মোহর আর দুর্নিবারের। মাস কয়েক যেতে না যেতে এখানেই মোহরকে প্রেম প্রস্তাব দেন সারেগামাপা-খ্যাত গায়ক। পুরনো সম্পর্কের তিক্ততা ভুলে শক্ত করে ধরেছিলেন মোহরের হাতখানা। তারপর সাত পাকে ঘোরার সিদ্ধান্ত। তবে বিচ্ছেদের বছর দেড়েকের মধ্যেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয়েছিল দুর্নিবারকে। অনেক পরে পালটা জবাব দিয়ে তিনি বলেছিলেন, ‘চুপ করে আছি বলে দুর্বল ভাববেন না’। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

পিঠে ব্রণ বলে ব্যাকলেস এড়িয়ে চলছেন ? এই টোটকাতেই দূর হবে সমস্যা জাতীয় দলে ফিরেই চমকে দেওয়া বোলিং, ‘লিস্টে না থাকা’ বরুণকে কী এবার ধরে রাখবে KKR? ‘‌উপরে থাকবেন কুল, ভিতরে বোল্ড’‌, এবার কলকাতা পুলিশকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী চুমু বিতর্ক অতীত! ভাত-কাপড়ের অনুষ্ঠানে রূপসাকে চোখে হারালেন সায়নদীপ, রইল ছবি জল-বায়ো টয়লেটও আটকে দিচ্ছে, জুনিয়র ডাক্তারদের অনশন রুখতে ঘুরপথে সরকার! নবরাত্রির পুজোয় ঘর সাজাচ্ছেন! মেনে চলুন বাস্তুর এই নিয়ম ৫০ হাজার 'সোনার দানা' দিয়ে তৈরি হল দুর্গা প্রতিমা ! বাংলাদেশের এই পুজোয় বড় চমক কৃষ্ণনগর রাজবাড়িতে দুর্গা পুজো শুরু হয় মায়ের এক স্বপ্নাদেশেই, কী বলেছিলেন দেবী? বিয়ের পর প্রথম পুজোয় অনুপমের থেকে আলাদা প্রশ্মিতা,বর নয় তবে কী মিস করছেন USA-তে বন্যাদুর্গত জেলায় ছিমছাম ‘‌বিজয়া সম্মিলনী’‌, জেলা নেতৃত্বকে নির্দেশ নেত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.