'জওয়ান'-এর সাফল্যের ঘোড়া এখনও অপ্রতিরোধ্য। দেশ পার করে বিদেশের মাটিতেও ‘জওয়ান’-এর সাফল্য অব্যাহত। মার্কিন মুলুকে সেপ্টম্বরে মুক্তি পাওয়া সেরা ৫টি ছবির তালিকায় ঢুকে পড়ল কিং খানের 'জওয়ান'। গত ৭ সেপ্টম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘জওয়ান’। সেখানে 'জওয়ান'-এর আয় ১২,১০৮,৬৩৯ ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়াচ্ছে ১০০ কোটি টাকা। যদিও আমেরিকায় মাত্র ৮২৬টি হলে মুক্তি পেয়েছে শাহরুখের এই ছবি, হলিউডের ছবিগুলির তুলনায় অনেক কম হল পেয়েছে এটি।
সেপ্টেম্বর মাসটি মার্কিন বক্স অফিসের জন্য বেশ প্রতিযোগিতামূলক ছিল। এই মাসেই মুক্তি পেয়েছে হলিউডের ছবি দ্য ইকুয়ালাইজার-৩। যার আয় ৭৩,৬৭৩,৮৪৮ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় ৬১৩ কোটি টাকা। এরপরেই রয়েছে দ্য নান II। এই ছবির আয় ৫৬,৩২৭,৭৩৮ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৪৬৯ কোটি টাকা। আর এরপরেই (৪র্থ স্থানে) রয়েছে মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং, যার আয় ১৮, ৬৩২, ২৪৫ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১৫৫ কোটি টাকা। আর পঞ্চম স্থানে রয়েছে ভারতীয় 'বাদশা'র ‘জওয়ান’।২১ শে জুলাই মুক্তি পাওয়া ‘বার্বি’ ও ‘ওপেনহেইমার’ এখনও মার্কিন বক্স অফিসে সেপ্টেম্বরের সেরা ১০টি ছবির মধ্যে রয়েছে৷
আরও পড়ুন-‘আদিল প্রতারণা করেছে’, প্রাক্তনের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও নিকাহ-র ভিডিয়ো পোস্ট রাখির
এদিকে সেপ্টম্বরে মুক্তি পেয়েও হলিউডের ছবির গুলির সঙ্গে পাল্লা দিয়ে 'জওয়ান' টপ ৫-এ উঠে আসা চর্চার বিষয় বৈকি। আর এটাই আন্তর্জাতিক দর্শকদের উপর ভারতীয় ছবির ক্রমবর্ধমান প্রভাবের একটি শক্তিশালী উদাহরণ।
'জওয়ান'-এর বক্স অফিস কালেকশন ১২তম দিনে
Sacnilk-এর প্রতিবেদন অনুসারে, ১২ তম দিনে ভারতীয় বক্স অফিসে 'জওয়ান'-এর আয় ১৬ কোটি টাকা। সবমিলিয়ে তাই ভারতীয় বক্স অফিসে এই মুহূর্তে জওয়ান-এর আয় দাঁড়িয়েছে ৪৯৩.৬৩ কোটি টাকা। এদিকে আবার ১৩ তম দিনেই জন্য 'জওয়ান'-এর ইতিমধ্যেই ১.১৫ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দ্বিতীয় মঙ্গলবার দেশে ২.২২ কোটি টাকার টিকিট বিক্রি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
এদিকে শাহরুখের জওয়ান যেখানে ১২দিনের মাধায় প্রায় ৫০০ কোটি (৪৯৩.৬৩ কোটি) আয় করে ফেলেছে, সেখানে সানি দেওলের গদর ২ তার ৩৯ দিনের মাথায় ৫২০ কোটি টাকা আয় করেছিল।