বাংলা নিউজ > বায়োস্কোপ > Parambrata-Piya-Sreelekha: ‘পরমপিয়া’র বিয়ে, চর্চার মাঝেই শ্রীলেখা লিখলেন ‘যে যার নিজের বর, বউকে সামলে রাখুন…’

Parambrata-Piya-Sreelekha: ‘পরমপিয়া’র বিয়ে, চর্চার মাঝেই শ্রীলেখা লিখলেন ‘যে যার নিজের বর, বউকে সামলে রাখুন…’

শ্রীলেখা-পরমব্রত-পিয়া

 শ্রীলেখা মিত্র কারোর নাম না করে লেখেন, ‘যে যার নিজের বর, বউকে সামলে রাখুন(?) ... অন্যের বউ, এক্স বউ কী করছে তাতে আমার আপনার কী যায় আসে? কেউ সেরা নৈতিক অভিভাবক তকমায় ভূষিত করবে না, বিশ্বাস করুন। শ্রীলেখা আরও লেখেন, sarcasm আমার দ্বিতীয় ভাষা, এবং এটা একটা শিল্প, যা থেকে আপনি বঞ্চিত হতে পারেন।'

টলিপাড়ায় আপাতত চর্চার বিষয় একটাই। ‘পরমপিয়া’র বিয়ে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতেও চর্চা চলছে খুব। কেউ কেউ আবার পুরনো বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে পরমব্রতর বিয়ে করা নিয়েও কিছু কম হাসহাসি করছেন না, ট্রোলিং চলছেই। কিছুও মিমও ঘোরাফেরা করছে। তবে এসবের মাঝেই ফেসবুকে এ কী লিখলেন শ্রীলেখা!

পরমব্রত-পিয়ার বিয়ের ঠিক একদিন পর…। ২৮ নভেম্বর, মঙ্গলবার শ্রীলেখা মিত্র কারোর নাম না করে লেখেন, ‘যে যার নিজের বর, বউকে সামলে রাখুন(?) ... অন্যের বউ, এক্স বউ কী করছে তাতে আমার আপনার কী যায় আসে? কেউ সেরা নৈতিক অভিভাবক তকমায় ভূষিত করবে না, বিশ্বাস করুন। শ্রীলেখা আরও লেখেন, sarcasm (ব্যঙ্গ) আমার দ্বিতীয় ভাষা, এবং এটা একটা শিল্প, যা থেকে আপনি বঞ্চিত হতে পারেন।'

আরও পড়ুন-দ্বিতীয়বার মা হলেন শুভশ্রী, ‘রাজ’ পরিবারে সুখবর, ছেলে না মেয়ে?

আরও পড়ুন-‘রণবীর শুনুন, বোম্বে পুরনো, তেলুগুরা-ই শাসন করবে’, Animal-এর অনুষ্ঠানে এ কী বললেন মন্ত্রী!

আরও পড়ুন-‘মণিপুর আর পৃথিবীর সর্বত্র শান্তি আসুক’, ইম্ফলে পৌঁছে রণদীপের প্রার্থনা, পাশে হবু স্ত্রী

<p>শ্রীলেখা মিত্র</p>

শ্রীলেখা মিত্র

শ্রীলেখা মিত্রের এই পোস্টের নিচে বহু কমেন্ট উঠে এসেছে। অনেকেই নাম না করে অবশ্য শ্রীলেখার সমর্থনে সুর চড়িয়েছেন। একজন লিখেছেন, ‘সত্যি timeline এ চোখ রাখা যাচ্ছে না। সবার কৌতুহল এত বেশি মাত্রায় তা যে সময়ে সময়ে এমন দৃষ্টিকটু হয়ে পরে, সে ধারণা জ্ঞান মানুষের বোধহয় লুপ্ত হয়েছে সম্পুর্ণ।’ কারোর মন্তব্য, ‘এখানে বিলেতে বাঙালিদের মধ্যে ও দেখলাম মিম শেয়ার,হাসি ঠাট্টা। আলাদা করে বললাম কারণ এর নিজেদের খুব সাংস্কৃতিক রুচি সম্পন্ন ভাবে।’ কেউ মজা করে লিখেছেন, ‘এ আমাদের পরম প্রাপ্তি’।

যদিও শ্রীলেখা কারোর নাম নিয়ে, বা কী প্রসঙ্গে তিনি এমনটা লিখেছেন, তা স্পষ্ট করে কিছু লেখেননি। তবে তাঁর লেখার উদ্দেশ্য কী, এবং কেন? তা বুঝে নিতে অসুবিধা হয়নি নেটপাড়ার। তবে তাঁর লেখায় বেশ স্পষ্ট, তিনি পরমব্রত-পিয়ার বিয়ে নিয়ে লোকের অহেতুক সমালোচনা, কৌতুহলকে মোটেও সমর্থন করছেন না।

প্রসঙ্গত, সোমবার, পরমব্রত-পিয়ার বিয়ে নিয়ে ট্রোলারদের কড়া জবাব দিয়েছিলেন অভিনেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ। হিন্দুস্তান টাইমসকে রুদ্রনীল বলেনছিলেন, রুদ্রনীলের কথায়, ‘এটা একান্ত ব্যক্তিগত ভাবে দুটো মানুষের ইচ্ছা। সেক্ষেত্রে পরম এবং পিয়ার প্রচুর অনুরাগী রয়েছেন। যাঁরা ট্রোল করছেন, তাঁদের মধ্যে পরম বা পিয়ার হতে পারতাম প্রেমিক বা প্রেমিকা, হতে পারতাম স্বামী বা স্ত্রী এমন লোকজনও থাকতে পারেন। তাঁদের হয়ত সেকারণেই কষ্ট হচ্ছে। এছাড়া সুস্থ মস্তিষ্কের কোনও মানুষেরই এটা নিয়ে কিছু বালার থাকে না, শুধু আশীর্বাদ ও শুভেচ্ছা দেওয়া ছাড়া। যেখানে দুজন একটা সম্মানজনক সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন। এটা তাঁদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত।’

 

বায়োস্কোপ খবর

Latest News

বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.