বাংলা নিউজ > বায়োস্কোপ > Orry-Salman Khan: 'এক রাতেই আমি ২০-৩০ লক্ষ টাকা আয় করি', ওরির কথায় হতবাক সলমন

Orry-Salman Khan: 'এক রাতেই আমি ২০-৩০ লক্ষ টাকা আয় করি', ওরির কথায় হতবাক সলমন

ওরি-সলমন

ওরি বলেন, ‘আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ছবি তুলি আর পোস্ট করি। তা থেকে ওই এক রাতেই আমি ২০,৩০ লক্ষ টাকা পাই।’ এমন কথায় হকচকিয়ে যান সলমন খান। ভাইজান সল্লু বলে বসেন, ‘একটু ভাবুন সলমন! দুনিয়া কোথায় চলে গিয়েছে! এরা ছবি তুলে পোস্ট করেই এত টাকা রোজগার করছে! আমি কেন করছি না!’

বেশ কয়েকবছরে আগেও তাঁকে সেভাবে কেউ চিনত বলে মনে হয়না। তবে বেশকয়েক মাস ধরে চর্চায় রয়েছেন ওরহান অওত্রামানি ওরফে ওরি। কখনও জাহ্নবী, কখনও সারা, কখনও আবার সুহানা, নাইসা, এমনকি দীপিকা, করিনাদের সঙ্গেও জুড়ে থাকতে দেখা যায় তাঁকে। Celeb নাহয়েও তিনি আজ সেলেব। তবে এই ওরহান করেনটা কী? তা নিয়ে কৌতুহলের শেষ নেই। 

এই ওরি কী করেন? তা নিয়ে সম্প্রতি Bigg Boss-এ প্রশ্ন করেন সঞ্চালক সলমন খান। সলমন ওরিকে বলেন, আপনি তো সারাক্ষণ কোনও না কোনও সেলেব কিড-এর সঙ্গে পার্টি করেন, তাহলে কাজটা কখন করেন? আর করেন টাই বা কী? উত্তরে ওরহান যা বলেন, তিনি নাকি শুধুই বিভিন্ন ইভেন্টে ছবি তুলে পোস্ট করেন। আর এটা করেই নাকি তিনি টাকা পান। আর সেটাও নেহাত অল্প-বিস্তর আয় নয়। ২০-৩০ লক্ষ টাকা।

আরও পড়ুন-খুদে প্রতিযোগীর মুখে ঈশ্বর উপলব্ধির কথা শুনে অবাক দাদা সৌরভ, ছোট্ট আহ্নিক বলল, সে সন্ন্যাসী হতে চায়

ওরি বলেন, ‘আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ছবি তুলি আর পোস্ট করি। তা থেকে ওই এক রাতেই আমি ২০,৩০ লক্ষ টাকা পাই।’ এমন কথায় হকচকিয়ে যান সলমন খান। ভাইজান সল্লু বলে বসেন, ‘একটু ভাবুন সলমন! দুনিয়া কোথায় চলে গিয়েছে! এরা ছবি তুলে পোস্ট করেই এত টাকা রোজগার করছে! আমি কেন করছি না!’

এখানেই শেষ নয়, সলমন তাঁকে প্রশ্ন করেন, ওরি কটা ফোন ব্যবহার করেন? তিনি উত্তর দেন, ‘আমি তিনটি ফোন ব্যবহার করি, একটা সকালের জন্য, একটা বিকালে এবং একটা রাতে। যাতে ব্যাটারিগুলো ডিসচার্জ না হয়।’ সালমান যখন ওরি জিগ্গেস করেন তিনি এতগুলো ফোন দিয়ে কী করেন, তখন ওরি বলেন, ‘ভালো ছবির অনেক সুবিধা রয়েছে। মুহূর্ত স্থায়ী হয়, এবং ছবি আজীবন থাকে। সুন্দর করে এডিট করো, আর ভালো ছবি পোস্ট করো। সলমন কৌতূহলী হয়ে জানতে চান, ’আপনি কার জন্য এই ছবিগুলি আপলোড করছেন?' উত্তরে অরি বলেন, ‘দুনিয়া কে বাচ্চো কো। আমি ওদের জন্য এই সব করছি। একদিন ১০০০টা ওরি তৈরি হবে, আমি এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’ সলমন মজা করে বলেন, ‘মুঝে হিন্দুস্তান কা ভবিষ্যৎ দিখাই দে রাহা হ্যায়।’

এখানেই শেষ নয়, সলমনকে ওরি জানিয়েছেন তাঁর ৫জন ম্যানেজার আছেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পিআর ম্যানেজার, সামগ্রিক ব্র্যান্ড ম্যানেজার, ফুড ম্যানেজার। এদিন ওরির কথায় তাজ্জব বনে যান সলমনের মতো ব্যক্তিত্ব।

বায়োস্কোপ খবর

Latest News

রাহুলের শিখ মন্তব্যে ‘হাতিয়ার’ পেল খলিস্তানি জঙ্গিরা! চাপে ফেলার চেষ্টা ভারতকে ২ জেলায় ২ নারী নির্যাতনের অভিযোগ, তৎপর পুলিশও, গ্রেফতার ৬ মাঞ্চুরিয়ান থেকে বিরিয়ানি, ইন্টারনেটে ভাইরাল ইউনিক এই সিঙাড়াগুলি বহুতল থেকে ঝাঁপ, প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল আরোরা! কারণ নিয়ে ধন্দ পাকিস্তানের মাটি থেকে পাওয়া আত্মবিশ্বাসকে ভারতের মাটিতে কাজে লাগাতে চান লিটন দাস ১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর গুগল এবং অ্যাপল ইইউর বিরুদ্ধে তাদের আদালতের লড়াইয়ে হেরে গেছে এবং শত শত কোটি জরিমানা ও কর বকেয়া রয়েছে রাধা অষ্টমীর পুজোর ভোগে নিবেদন করুন এই জিনিসগুলি, সমস্ত ইচ্ছা হবে পূরণ বাংলায় আরও ৫ টি পকসো বিশেষ আদালত, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত সরকারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.