বেশ কয়েকবছরে আগেও তাঁকে সেভাবে কেউ চিনত বলে মনে হয়না। তবে বেশকয়েক মাস ধরে চর্চায় রয়েছেন ওরহান অওত্রামানি ওরফে ওরি। কখনও জাহ্নবী, কখনও সারা, কখনও আবার সুহানা, নাইসা, এমনকি দীপিকা, করিনাদের সঙ্গেও জুড়ে থাকতে দেখা যায় তাঁকে। Celeb নাহয়েও তিনি আজ সেলেব। তবে এই ওরহান করেনটা কী? তা নিয়ে কৌতুহলের শেষ নেই।
এই ওরি কী করেন? তা নিয়ে সম্প্রতি Bigg Boss-এ প্রশ্ন করেন সঞ্চালক সলমন খান। সলমন ওরিকে বলেন, আপনি তো সারাক্ষণ কোনও না কোনও সেলেব কিড-এর সঙ্গে পার্টি করেন, তাহলে কাজটা কখন করেন? আর করেন টাই বা কী? উত্তরে ওরহান যা বলেন, তিনি নাকি শুধুই বিভিন্ন ইভেন্টে ছবি তুলে পোস্ট করেন। আর এটা করেই নাকি তিনি টাকা পান। আর সেটাও নেহাত অল্প-বিস্তর আয় নয়। ২০-৩০ লক্ষ টাকা।
ওরি বলেন, ‘আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে ছবি তুলি আর পোস্ট করি। তা থেকে ওই এক রাতেই আমি ২০,৩০ লক্ষ টাকা পাই।’ এমন কথায় হকচকিয়ে যান সলমন খান। ভাইজান সল্লু বলে বসেন, ‘একটু ভাবুন সলমন! দুনিয়া কোথায় চলে গিয়েছে! এরা ছবি তুলে পোস্ট করেই এত টাকা রোজগার করছে! আমি কেন করছি না!’
এখানেই শেষ নয়, সলমন তাঁকে প্রশ্ন করেন, ওরি কটা ফোন ব্যবহার করেন? তিনি উত্তর দেন, ‘আমি তিনটি ফোন ব্যবহার করি, একটা সকালের জন্য, একটা বিকালে এবং একটা রাতে। যাতে ব্যাটারিগুলো ডিসচার্জ না হয়।’ সালমান যখন ওরি জিগ্গেস করেন তিনি এতগুলো ফোন দিয়ে কী করেন, তখন ওরি বলেন, ‘ভালো ছবির অনেক সুবিধা রয়েছে। মুহূর্ত স্থায়ী হয়, এবং ছবি আজীবন থাকে। সুন্দর করে এডিট করো, আর ভালো ছবি পোস্ট করো। সলমন কৌতূহলী হয়ে জানতে চান, ’আপনি কার জন্য এই ছবিগুলি আপলোড করছেন?' উত্তরে অরি বলেন, ‘দুনিয়া কে বাচ্চো কো। আমি ওদের জন্য এই সব করছি। একদিন ১০০০টা ওরি তৈরি হবে, আমি এর জন্য প্রস্তুতি নিচ্ছি।’ সলমন মজা করে বলেন, ‘মুঝে হিন্দুস্তান কা ভবিষ্যৎ দিখাই দে রাহা হ্যায়।’
এখানেই শেষ নয়, সলমনকে ওরি জানিয়েছেন তাঁর ৫জন ম্যানেজার আছেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পিআর ম্যানেজার, সামগ্রিক ব্র্যান্ড ম্যানেজার, ফুড ম্যানেজার। এদিন ওরির কথায় তাজ্জব বনে যান সলমনের মতো ব্যক্তিত্ব।