এক ঝটকা দেখলে মনে হতে পারে, আরে 'রাহা' নাকি? তবে কি রণবীর-আলিয়া মেয়ের নতুন ছবি পোস্ট করলেন? আজ্ঞে নাহ, এই শিশুটি রাহা নয়। তবে সেও এক তারকা কন্যা। নামী গায়কের মেয়ে। নাম হালিমা, বয়স মাত্র ১ বছর। আর হালিমার প্রথম জন্ম দিনেই তাঁর সঙ্গে গোটা বিশ্বের আলাপ করিয়েছেন তাঁর সঙ্গীতশিল্পী বাবা।
কিন্তু কে এই শিশু? কোন গায়ক তাঁর মেয়ের নাম হালিমা রাখলেন?
হ্যাঁ, এসব প্রশ্নই নিশ্চয় আপনার মাথায় আসছে? তাহলে চলুন, বেশি হেঁয়ালি না করে খোলসা করাই ভালো। এই শিশুটি আর কেউ নন, পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলামের মেয়ে। ২৩ জানুয়ারি, শনিবার ছিল হালিমার জন্মদিন। ওই দিনই আতিফ দুবাইতে মেয়ের জন্মদিন সেলিব্রেট করেছেন। আর এই দিনই প্রথমবার মেয়েকে গোটা দুনিয়ার সঙ্গে মেয়ের আলাপ করিয়ে দিয়েছেন আতিফ।
আতিফ আসলামের শেয়ার করা দুটি ছবির একটিতে দেখা যাচ্ছে, মেয়ে হালিমাকে কোলেতুলে নিচ্ছেন আতিফ। তাঁর পরনে ঢিলেঢালা সাদা পোশাক। ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে বুর্জ আল আরব। আতিফে মেয়ের পরনেও ছিল সাদা ফ্রক। পরের ছবিতে, হালিমা ক্যামেরার দিকে তাকিয়ে সোফায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তার পরনে ক্রিম রঙের ফ্রক।
আরও পড়ুন-বিয়ের পর ১ম দোলে শ্বশুরবাড়ি যাচ্ছেন স্বর্ণেন্দু, শ্রুতি বললেন, ‘নতুন জামাই আসবে বলে কথা…'
মুখে-চুলে লাগানো আবির, তবে সবই আসলে মেকআপ, বৃন্দাবনে আদৌ হোলি খেলেননি! ফাঁস মিমির কাণ্ড…
ছবি দুটি পোস্ট করে মেয়ের জন্য ভালোবাসা ভরা একটা ক্যাপশান দিয়েছেন আতিফ। লিখেছেন, ‘বাবা তার রাজকুমারীর জুতো পকেটে রেখে দিয়েছেন বাবা, যখন হালিমার দরকার পরবে বলে দিও। শর্তহীন ভালোবাসা’। আতিফের এই লেখাতেই মেয়ের প্রতি তাঁর ভালোবাসা যেন ঝরে পড়েছে। সব শেষে আতিফ লিখছেন শুভ জন্মদিন, ২৩/০৩/২৩। হ্যাশট্যাগে আতিফ আসলাম, শুভ জন্মদিন, বাবা, ভালোবাসা ও কন্যা রেখেছেন।
আতিফ আসলামের এই পোস্টে অনুরাগীদের কমেন্টের বন্যা বয়েছে। অনেকেই হালিমাকে ভালোবাসা জানিয়েছেন। হালিমাকে ভালোবাসা জানিয়েছেন আতিফের বহু ভারতীয় অনুরাগীও। কেউ আবার লিখেছেন, ‘আমি ছবি দেখে প্রথমে রাহা ভেবেছিলাম।’
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ মার্চ লাহোরে সারাহ ভারওয়ানাকে বিয়ে করেন আতিফ আসলাম। পরের বছরই তাঁদের প্রথম সন্তান, বড় ছেলে আব্দুল আহাদের জন্ম হয়। এরপর ২০১৯ সালে সারার কোল আলো করে আসে তাঁদের ছোট ছেলে আরিয়ান আসলাম।। এরপর ২০২৩-এ অবশেষে সারা-আতিফের জীবনে আসে, তাঁদের মেয়ে হালিমা।
প্রসঙ্গত, পাকিস্তানের পাশাপাশি এদেশেও বেশ জনপ্রিয় আতিফ। বহু বলিউডের ছবিতে গান গেয়েছেন তিনি।