দোলের আগেই শহর ছেড়েছিলেন, পৌঁছে গিয়েছিলেন বৃন্দাবনে। তারপর ফুল, আবির, দিয়ে সাজানো প্রদীপ বৃন্দাবনের জলে ভাসিয়েছেন মিমি। তখন তাঁর পরনে ছিল সবুজ রঙের সালোয়ার কামিজ, গলা থেকে ঝোলানো সাদা ওরনা, আর গলায় বাঁধা মন্দিরের পবিত্র হলুদ উত্তরীয়, মাথা, মুখ ভর্তি আবির। বৃন্দাবনে কাটানো, হলি খেলার এমনই এক টুকরো মুহূর্ত ভিডিয়ো আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী।
ভিডিয়োর শুরুতে প্রদীপ ভাসানোর মুহূর্ত থাকলেও পরমুহূর্তে ফাঁস হল মিমির মুখে-কপালে লাগানো আবিরের আসল রহস্য। প্রথম দিন যখন মিমি বৃন্দাবন থেকে আবির মাখা মুখের ছবি পোস্ট করেছিলেন, তখন মনে হয়েছিল, তিনি সেখানে আবির খেলেছেন। তবে অভিনেত্রীরই পোস্ট করা নতুন ভিডিয়োতে ফাঁস হল আসল কাণ্ড।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটা ঘরে বসে কোনও এক মেকআপ শিল্পী মিমিকে মুখে, কপালে যত্ন করে সু-পরিকল্পিত ভাবে আবির লাগিয়ে সাজিয়ে দেন। তাঁর মাথাতেও আবির ছিটিয়ে দিতে দেখা যাচ্ছে। মিমির পাশে তখন বসে তাঁর মা তাপসী চক্রবর্তী। তারপর সেখান থেকে এভাবে সেজেগুলে, গলায় হলুদ উত্তরীয় আর গাঁদা ফুলের মালা ঝুলিয়ে বের হয়ে পড়েন মিমি। মন্দিরের সামনে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে হাত জোড় করে বলেন, ‘রাধে রাধে’, ‘Happy Holi’।
VIP নয়, ভিডিয়োর শেষ অংশে আর পাঁচজন সাধারণের মতোই মন্দিরে ঢুকে পুজো দিতে দেখা গেল মিমিকে। ক্যামেরার সামনে আরও একবার বললেন 'রাধে রাধে'।
আরও পড়ুন-বৃন্দাবনে গিয়ে ‘ছিঁচকে চোর’-এর পাল্লায়, দামি চশমা টেনে নিয়ে দৌড়, মিমিও ছুটলেন খালি পায়েই…
যদিও মিমির বৃন্দাবন থেকে পোস্ট করা এই ভিডিয়োর নিচে অনেকেই কমেন্টে লিখেছেন, ‘রাধে রাধে’। মিমি বৃন্দাবন থেকে একাধিক ছবি আর ভিডিয়ো পোস্ট করেছেন। তবে অভিনেত্রী কোথাও উল্লেখ করেননি যে তিনি বৃন্দাবনে গিয়েছেন। একথা মিমি চক্রবর্তীর ব্যক্তিগত আপ্ত সহায়ক Hindustan Times Bangla-কে জানিয়েছিলেন।
এদিকে বৃন্দাবনে গিয়ে এক ‘ছিঁচকে চোর’-এর পাল্লার পড়েছিলেন মিমি চক্রবর্তী। যে কিনা প্রথমে মিমির মায়ের, পরে অভিনেত্রীর দামি সানগ্লাস নিয়ে পালায়। পরে মিমি তার পিছনে ধাওয়া করে, অনেক কাকুতিমিনতি করে খাবারের বিনিময়ে রোদচশমা ফেরত পান। আর এই ‘ছিঁচকে চোর’ আর কেউ নয়, মন্দির চত্ত্বরে ঘুরে বেড়ানো এক বাঁদর। বাঁদরের বাঁদরামি আর কি! সেই মজাদার মুহূর্তও ভিডিয়ো আকারে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন মিমি।