পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তীর সম্পর্কের খবর হাওয়ায় ভাসছিল বহুদিন ধরেই। তবে আচমকাই একদিন সামনে আসে বিয়ের খবরটা। ২০২৩ সালের ২৭ নভেম্বর দুজনে গাঁথা পড়েছিলেন একই সুতোতে। আইনি মতে, শুধু সই-সাবুদ করে চার হাত এক হয়।
পরমব্রত এখন চুটিয়ে অভিনয় করছেন টলিউড-বলিউডে। সঙ্গে তিনি পরিচালক-প্রযোজকও বটে। আর পিয়া হলেন পেশায় সমাজকর্মী, খুব ভালো গায়িকাও। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগী সংখ্যা নেহাত কম নয়।
শনিবারের দুপুরে খানিক আলসেমি। একটি ছবি পোস্ট করলেন পিয়া। বাইরের তপ্ত রোদের থেকে বাঁচতে তিনি আজ ঘরে। গা এলিয়েছেন বিছানায়। গায়ে লাল রঙের একটা সুতির জামা। মাথায় রাখা হাত। চোখ বন্ধ করে আদর খাচ্ছেন!
ভেবে বসবেন না যেন তাঁর আর পরমব্রতর ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করেছেন পিয়া! আসলে এই আদর করার কাজটি করছে তাঁর পোষ্য বিড়াল। আর এই মিষ্টি মুহূর্তটাই তিনি ভাগ করে নিলেন ইনস্টা স্টোরিতে।
দেখুন সেই পোস্ট-
পিয়া সঙ্গীত পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। তাঁদের বিয়ে ভেঙে যায় ২০২১ সালে। বিয়ে ভাঙার পর দু’জনেই যৌথ ভাবে সমাজমাধ্যমে সেই ঘোষণাও করেছিলেন। সেই সময় শোনা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতাই নাকি পিয়া-অনুপমের বিয়ে ভাঙার কারণ। নায়ক এরপর তা নাকচ করেন। বিরক্তিও প্রকাশ করেন, এমন খবর রটানোর কারণে।
আরও পড়ুন: কোলে ৩ বছরের কেশব! রাজার সন্তানের মা হতে চলেছেন মধুবনী, লিখলেন ‘Pregnant’, সঙ্গে ইভিল আই ইমোজি
বিয়ের পর এক সাক্ষাৎকারে, পরমব্রত দাবি করেন, যে সময় তাঁদের সম্পর্কের কথা ওঠে, তখন তাঁরা শুধুই বন্ধু। তার বেশ কিছু সময় পর বুঝতে পারেন একসঙ্গে থাকতে চান তাঁরা। আর তারপর বিয়ের সিদ্ধান্ত নিতে আর দেরি করেননি। লোকের তৈরি ‘ফলস ন্যারেটিভ’ সত্য প্রমাণ হতে পারে, এমন ভাবনাকে অবশ্য পাত্তা দেননি একেবারেই।
আরও পড়ুন: ‘কী করে তুমি…’! হাতে মদের গ্লাস, লাল-সাদা শাড়ি পরে বারে স্বস্তিকা! মাকে নিয়ে মন্তব্য অন্বেষার
এই বিয়ে নিয়ে কম কটাক্ষে পড়েননি নব দম্পতি। শুনতে হয়েছিল গালিগালাজও। তবে মার্চে অনুপম রায় তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতেই, অনেকটা শান্ত হয় ট্রোলাররা। গায়ক অনুপম, পিয়ার প্রাক্তন স্ত্রী এবার গলায় মালা দিয়েছেন গায়িকা প্রশ্মিতা পালের।