টলিউডের বস লেডি স্বস্তিকা মুখোপাধ্যায়। শুধু তাঁর রূপের ছটা নয়, তাঁর কথা বলা, ব্যক্তিত্ব, সবটা নিয়ে ভরে ভরে ভালোবাসা পান অনুরাগীদের থেকে। সাধারণত নায়িকা মানেই, তাঁর পুরুষ অনুরাগীর সংখ্যা বেশি। কিন্তু স্বস্তিকার সামাজিক মাধ্যম থেকে বোঝা যায়, শুধু পুরুষ না, মহিলাদেরও ক্রাশ তিনি। আর এবার মা-কে দেখে একই হাল হল স্বস্তিকা-কন্যা অন্বেষারও।
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন স্বস্তিকা। যেখানে তিনি পরে আছেন লাল পারের সাদা শাড়ি। সঙ্গে কালো রঙের ব্লাউজ। চুল খোঁপা করা। মাথায় জড়ানো ফুল। কপালে একটা লাল টিপ। সিলভার রঙের জুয়েলারি পরেছিলেন তিনি। হাতে একটি মার্টিনির গ্লাস নিয়ে ছবিখানা তুলেছিলেন।
আরও পড়ুন: দীপিকার প্রেন্যান্সির সত্যতা নিয়ে প্রশ্ন! ‘লেডি সিংঘম’কে নিয়ে কী ঘোষণা রোহিতের
যারা জানেন না, তাঁদের বলে রাখি মার্টিনি একপ্রকারের ককটেল। যা তৈরিতে ব্যবহার করা হয় জিন। এই ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছিলেন, ‘এসপ্রেসো মার্টিনি। অন্বেষার পরামর্শে।’
মাকে দেখে রীতিমতো ভিড়মি খাওয়ার মতো অবস্থা অন্বেষার। লিখলেন, ‘বারে লাল সাদা শাড়ি পরে এত কুল কাউকে কীভাবে লাগতে পারে!’ সঙ্গে কয়েকটা ভালোবাসার ইমোজিও দিয়েছেন স্বস্তিকা-কন্যা।
আরও পড়ুন: এবার সলমনের বাড়ির বাইরে পৌঁছে গেল লরেন্স বিষ্ণোই! তুলতে গেল অ্যাপ ক্যাবের চালক

দেখতে দেখতে ৪৩ বছর বয়স হয়ে গিয়েছে স্বস্তিকার। যদিও এতটুকু বোঝার উপায় নেই। বয়স লুকোনোর কোনও চেষ্টাই অবশ্য তিনি করেন না। আসলে স্বস্তিকার মতো ‘চির তরুণ’দের কখনোই বয়স হয় না। সব সাজেই তাঁরা সুপার কুল!
স্বস্তিকা ও তাঁর স্বামী প্রমিত সেনের মেয়ে অন্বেষা। খুব ছোট বয়সে বিয়ে। অন্বেষা ছোট থাকতেই বিচ্ছেদ। একা হাতেই মেয়েকে মনুষ করেছেন অভিনেত্রী। উচ্চশিক্ষার জন্য কলকাতার বাইরেই থাকেন অন্বেষা। তবে ছুটিতে বাড়ি ফিরলেই জমে ওঠে মা-মেয়ের আড্ডা। আর মেয়ে বাইরে থাকলেও, এভাবেও সারাক্ষণ জুড়ে থাকেন একে-অপরের সঙ্গে।
আরও পড়ুন: প্লাস্টিক সার্জারি করিয়েছেন রাজকুমার রাও? বিতর্কে জবাব এল, ‘একটু ফিলার করাই…’
কাজের সূত্রে, মুক্তির অপেক্ষায় এলএসডি ২। যাতে রয়েছেন স্বস্তিকা। বাংলায় চর্চায় রয়েছে তাঁর টেক্কা ছবিখানা। যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন দেব-রুক্মিণী মৈত্র। এছাড়াও আছেন টোটা। পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়। পুজোয় মুক্তি পাবে ছবিখানা। সঙ্গে, চলতি বছরেই মুক্তি পেতে পারে ওয়েব সিরিজ নিখোঁজ ২।