বাংলা নিউজ > বায়োস্কোপ > Varun-Natasha: সাধ খেলেন নাতাশা, পাপারাৎজিদের জন্যও গোলাপি প্যাকেটে বন্দী উপহার পাঠালেন বরুণ, কী ছিল সেই বাক্সে?

Varun-Natasha: সাধ খেলেন নাতাশা, পাপারাৎজিদের জন্যও গোলাপি প্যাকেটে বন্দী উপহার পাঠালেন বরুণ, কী ছিল সেই বাক্সে?

বরুণ-নাতাশার উপহার

বরুণ-নাতাশার এই অনুষ্ঠান ঘিরে হাজির হয়েছিল পাপারাৎজি। এদিন পাপারাৎজির জন্য বরুণ-নাতাশার তরফে দেওয়া হয় বিশেষ উপহার। গোলাপি ব্যাগে সুন্দরভাবে প্যাক করা ছিল সেগুলি। উপহার পেয়ে এবং বরুণ-নাতাশার সুন্দর ব্যবহারে বেশ খুশি ছিলেন চিত্র সাংবাদিকরা।

পরিবারে আসছে নতুন অতিথি, প্রথমবার বাবা-মা হতে চলেছেন বরুণ-নাতাশা। আর তার আগে ২১ এপ্রিল সাধ খেলেন নাতাশা দালাল। ঘটা করে আয়োজিত হয়েছিল নাতাশার বেবি শাওয়ার। সেখানে আমন্ত্রিত ছিলেন বলিপাড়ার অনেকেই। সেই অনুষ্ঠানের ভিডিয়ো ইতিমধ্যেই নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে।

খুব স্বাভাবিকভাবেই বরুণ-নাতাশার এই অনুষ্ঠান ঘিরে হাজির হয়েছিল পাপারাৎজি। এদিন পাপারাৎজির জন্য বরুণ-নাতাশার তরফে দেওয়া হয় বিশেষ উপহার। গোলাপি ব্যাগে সুন্দরভাবে প্যাক করা ছিল সেগুলি। উপহার পেয়ে এবং বরুণ-নাতাশার সুন্দর ব্যবহারে বেশ খুশি ছিলেন চিত্র সাংবাদিকরা। কিন্তু কী ছিল এই উপহারের বাক্সে? সেকথা অবশ্য পাপারাৎজির তরফে প্রকাশ্যে আনা হয়নি।

আরও পড়ুন-'মাথাটা কতটা খারাপ হতে পারে…', রচনাকে খিল্লি করে পোস্ট ‘বং গাই’ কিরণের, স্যান্ডি সাহা লিখলেন…

এদিন অনুষ্ঠানে উপস্থিত শাহিদপত্নী মীরা রাজপুত নিজের ইনস্টাগ্রামে নাতাশা দালালের বেবি শাওয়ারের জন্য কাস্টমাইজড কেকের ছবি শেয়ার করেছেন। সেটি ছিল দ্বি-স্তরযুক্ত একটি কেক, যেখানে ছিল ফুলের সাজসজ্জা এবং একটি গোলাপী ক্লিপ সহ কেকে বসানো ছিল সাদা টেডি বিয়ার। যার উপরে লেখা হবু বাবা-মায়ের নাম। সেই ছবি শেয়ার করে , ‘অভিনন্দন ন্যাটস অ্যান্ড ভিডি (অর্থাৎ নাতাশা ও বরুণ)।’ সেই কেকের ছবি হবু বাবা-মাকে ট্যাগও করেছেন মীরা।

নাতাশার সাধ

বরুণ ও নাতাশার ফ্যান ক্লাবের তরফে এদিন এই সাধ ভক্ষণ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনা হয়। আর সেখানেই নাতাশাকে একটা সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের অফ শোল্ডার ড্রেসে দেখা যায়। সেই ড্রেসে স্পষ্ট বোঝা যাচ্ছিল নাতাশার বেবি বাম্প। নাতাশার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিলেন বরুণ। বরুণ পরেছিলেন সাদা টিশার্ট এবং নীল ফ্লোরাল প্রিন্টের শার্ট। তাঁদের সঙ্গে তাঁদের দম্পতি একাধিক বন্ধুকেও দেখা যায়।

নাতাশার সাধের অনুষ্ঠানের ভিডিয়োতে দেখা যায় তিনি যখন কেক কাটছিলেন, তখন উপস্থিত সকলে একত্রিত হয়ে আনন্দে হাততালি দিচ্ছিলেন। ভিডিয়োতে দেখা মেলে বরুণ ধাওয়ানের মা লালি ধাওয়ানের। উপস্থিত ছিলেন হবু দাদু, পরিচালক ডেভিড ধাওয়ানও।

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অভিনেতা বরুণ ধাওয়ানই প্রথম বাব হওয়ার সুখবর দেন। একটা সাদা কালো ছবি পোস্ট করেন বরুণ। যেখানে তাঁকে স্ত্রী নাতাশার বেবি বাম্পে চুম্বন করতে দেখা যায়। ছবিতে দেখা যায় তাঁদের প্রিয় পোষ্যকেও। ক্যাপশানে বরুণ লেখেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের আশীর্বাদ ও ভালোবাসা প্রয়োজন।’

২০২১-এর ২৪ জানুয়ারি আলিবাগে অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়েন বরুণ-নাতাশা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আজ সাগরে তৈরি হবে নিম্নচাপ, লক্ষ্মীপুজো থেকে ফের টানা বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে করিম লালা থেকে দাউদ, বাবা সিদ্দিকির মৃত্যুতে চর্চায় বলিউডের আন্ডারওয়ার্ল্ড যোগ মেরুদন্ডের নিচের অংশে অস্ত্রোপচার! বর্ডার গাভাসকর ট্রফিতে নেই অজি অলরাউন্ডার… মাঝে মাঝে মিডিয়ায় বেলাইনে কথা বলে ফেলছে, এতে দোষ নেই, কিঞ্জলরা আসলে…: অরিত্র এই একাদশীতে হয় স্বয়ং পদ্মনাভের পুজো, জেনে নিন পাপঙ্কুশা একাদশীর গুরুত্ব ৬ বছর পর জম্মু-কাশ্মীর থেকে প্রত্যহার রাষ্ট্রপতি শাসন, সরকার গঠনের পথে ওমর ‘খারাপ দেখেছি, কিন্তু এত খারাপ পাকিস্তান আগে কখনও দেখেনি’! মাসুদকে তুলোধনা ভনের… DA মামলার ১৪তম শুনানিতে… বড় দাবি রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের সাধারণ সম্পাদকের অনশন মঞ্চে স্নিগ্ধার পা টিপছেন দেবাশিস! ভিডিয়ো ভাইরাল হতেই নেটপাড়া বলছে… প্রেমে মিথ্যা প্রতিশ্রুতি কাদের জীবনে আনবে সর্বনাশ? দেখুন কী বলছে প্রেম রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.