অবশেষে বাগদান পর্ব সেরেই ফেলছেন পরিণীতি আর রাঘব। কে কে আসছেন সেখানে? কী কী হচ্ছে সারা দিন? জেনে নিন এক নজরে।
বোনের বাগদানে কেমন সাজলেন প্রিয়াঙ্কা
বোনের বিয়েতে কেমন সাজলেন প্রিয়াঙ্কা চোপড়া? এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ছিলেন অনেকেই। অবশেষে হাতে এল ছবি।
গাওয়া হবে ডিসকো দিওয়ানে
পরিণীতি-রাঘবের বাগদান অনুষ্ঠানে ‘ডিসকো দিওয়ানি’ গাইবেন গায়িকা নিশা শেঠি। গায়িকা হাজির হলেন অনুষ্ঠানে।
এলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান
হাজির হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। আপের সাংসদ তথা নেতা রাঘব চড্ডার সঙ্গে বাগদান সারছেন পরিণীতি চোপড়া। সেই অনুষ্ঠানে ভগবত মান হাজির হতে পারেন একথা সকাল থেকেই শোনা যাচ্ছিল। সেই কথাই ঠিক হল। শেষ পর্যন্ত হাজির হলেন মান।
হাজির হলে কারা
বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছেন অতিথিরা। পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়লেন তাঁরা।
সাজানো হয়েছে রাঘবের বাড়ি
পরিণীতি চোপড়ার সঙ্গে বাগদান অনুষ্ঠানের আগে সাংসদ রাঘব চাড্ডার বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। প্রকাশ্যে এল সেই ছবি।
হাজির পরিণীতির দুই ভাই
পরিণীতির বাগদানে হাজির হয়েছেন তাঁর দুই ভাই সহজ আর শিবাঙ্গ। সাদা পোশাকে তাঁরা হাজির হয়েছেন এখানে। আসছেন অন্য অতিথিরাও।
পাতা হল রেড কার্পেট
বাগদানের আসরের বাইরে পাতা হল রেড কার্পেট। অতিথিদের জন্যই এই ব্যবস্থা। জানা গিয়েছে তেমনই।
রাঘবের টুইট
জলন্ধরে জয়ী তাঁর দল আপ। আর তাতেই খুশি রাঘব চাড্ডা। বাগদানের দিনে সেই কথা টুইট করে জানালেনও তিনি। লিখলেন, ‘জলন্ধরের মানুষ আমার জন্য এই দিনটি আরও বেশি করে স্পেশাল করে দিয়েছেন’।
সাদা পোশাকে রাঘব
সাদা পোশাকে রীতিমতো তৈরি রাঘব। ধরা পড়লেন ক্যামেরায়।
একে একে হাজির হচ্ছেন অতিথিরা
দিল্লিতে হচ্ছে পরিণীতি আর রাঘবের বাগদান। ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন বহু অতিথি।
এসে গিয়েছেন প্রিয়াঙ্কাও
বোনের বাগদানে এসে গিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। সঙ্গে আছেন নিক এবং তাঁদের কন্যাও।
হাজির হচ্ছেন আদিত্য ঠাকরে
পরিণীতি আর রাঘবের বাগদান অনুষ্ঠানে আদিত্য ঠাকরেও হাজির থাকতে পারেন। এই খবর প্রায় নিশ্চিত। শোনা যাচ্ছে ইতিমধ্যেই তিনি রওনা দিয়েছেন অনুষ্ঠানের উদ্দেশে।
অতিথি হিসাবে থাকছেন কারা?
প্রায় ১৫০ জন অতিথিকে বাগদানে আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। আর কিছু ক্ষণের মধ্যেই (নির্ধারিত সময় বিকেল ৫টা) শিখ রীতি অনুযায়ী পরিণীতি ও রাঘবের বাগদান অনুষ্ঠান হবে।
অনুষ্ঠানের থিম
যত দূর জানা গিয়েছে, নাচ, গান মিলিয়ে গোটা অনুষ্ঠানটি হবে পাঞ্জাবি স্টাইলে। বাগদানের থিম রাখা হয়েছে প্যাস্টেল। মনে করা হচ্ছে এটি পরিণীতি এবং রাঘবের ব্যক্তিত্বের সঙ্গেও যায়। অতিথিদের এটি সম্পর্কে জানানো হয়েছে, এবং অনুরোধ করা হয়েছে, তাঁরাও যেন এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরেন।
কেমন পোশাক পরছেন রাঘব
রাঘবের কাকা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাঘব কোনও জবরজং পোশাক পছন্দ করেন না। ফলে তাঁর পোশাকে থাকছে খুব সাধারণ কিছু কাজ। তবে ঐতিহ্যও ধরা থাকবে এর মধ্যে।
কখন হবে অনুষ্ঠান?
বাগদানের অনুষ্ঠানটি বিকাল ৫টায় শুরু হওয়ার কথা। এমনই শোনা যাচ্ছে। শিখ রীতি অনুযায়ী এটি করা হবে। অনুষ্ঠানটি শুরু হবে সুখম সাহেবের পাঠ এবং সন্ধ্যা ৬টায় আরদাসের মাধ্যমে। এর পরে থাকবে আরও নানা জিনিস।
আশীর্বাদ মধু চোপড়ার
প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া আশীর্বাদ জানালেন পরিণীতি এবং রাঘবকে। বাগদানের বিষয়টি যে নিশ্চিত সেটিও পরিষ্কার তাঁর কথা থেকেই। এর পরে আর সন্দেহের অবকাশ ছিল না যে, আজই হতে চলেছে এই বাগদান।