সুন্দরবনের প্রেক্ষাপটে আসছে নতুন ছবি বনবিবি। সোহিনী সরকার, পার্নো মিত্র অভিনীত এই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এল। বহুদিন পর আবারও এই ছবির হাত ধরে বড় পর্দায় ফিরছেন পার্নো। আর সেই ছবির টিজারে উঠে এল সেখানকার জীবনযাপনের একটি নির্মম ছবি।
বনবিবি ছবির প্রথম ঝলক
সুন্দরবনের বাসিন্দারা যেভাবে দিনযাপন করেন, তাঁর জীবিকার সঙ্গে জড়িয়ে আছে প্রবল ঝুঁকি। আর সেই সব ঝুঁকি, বিপদের কথাই উঠে আসবে বনবিবি ছবিতে। টিজারে উঠে এল মধু সংগ্রহ এবং মাছ ধরতে যাওয়ার মধ্যে যে বিপদ লুকিয়ে থাকে সেটার আভাস। একই সঙ্গে উঠে এল একটি জরুরি প্রশ্ন, সেখানকার বাসিন্দাদের বিপদ বেশি কার থেকে দক্ষিণ রায় অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার নাকি সেখানকার ক্ষমতাবান মানুষদের?
আরও পড়ুন: 'আমি গর্বিত', নাইটক্লাবের গায়িকা থেকে পদ্মভূষণ প্রাপক! নিজের সফর নিয়ে কী বললেন ঊষা উত্থুপ?
আরও পড়ুন: 'না চেয়েও সব পাওয়ার আনন্দ', পদ্মভূষণ পেয়ে 'গর্বিত' 'কাবুলিওয়ালা', আনন্দ জাহির করে কী বললেন মিঠুন
সুন্দরবনের মানুষরা যে কোনও অজানা বিপদের হাত থেকে বাঁচতে পুজো করেন বনবিবির। হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষই তাঁকে পুজো করেন। এই ছবিতে বনবিবির চরিত্রে ধরা দেবেন সোহিনী সরকার। গুরুত্বপূর্ণ তথা মুখ্য ভূমিকায় আছেন পার্নো মিত্র। তাঁর চরিত্রের নাম রেশম। অন্যান্য চরিত্রে আছেন আর্য দাশগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, রণজয় বিষ্ণু, প্রমুখ। রণজয় বিষ্ণু ছবিটিতে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে।
এদিন এই ছবির টিজার পোস্ট করে লেখা হয়, 'এটা এমন একটা দুনিয়ার গল্প যেখানে ভাটায় আটকে যায় জীবন, জোয়ারে তলিয়ে যায় স্বপ্ন আর নোনাজল চকচক করে রাংতার মত।' পার্নো মিত্র ছবির টিজার শেয়ার করে লেখেন, 'বনবিবির টিজার।'
আরও পড়ুন: অপেক্ষার অবসান! শুরু হল বাংলার ম্যাগনাম ওপাস দেবী চৌধুরানীর শুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি?
কে কী লিখলেন?
এদিন পার্নো এই টিজার শেয়ার করতে কোয়েল মল্লিক সেখানে কমেন্ট করেন। লেখেন, 'বাহ, দারুণ! অনেক শুভেচ্ছা নিও।' এক ব্যক্তি লেখেন, 'শুভেচ্ছা নেবেন। দারুণ লাগল টিজার।'
বনবিবি প্রসঙ্গে
আগামী ১ মার্চ মুক্তি পাবে বনবিবি। এই ছবিটির পরিচালনা করেছেন রাজদীপ ঘোষ। ডিসিএম ফিল্ম এবং এন্টারটেইনমেন্ট এই ছবিটির প্রযোজনা করেছে।