কেন্দ্রের তরফে সদ্যই প্রকাশ্যে আনা হয়েছে এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম। ২৫ জানুয়ারি রাতে এই তালিকা প্রকাশ্যে এসেছে। আর সেখান থেকেই জানা গিয়েছে যে এবারের পদ্মভূষণ প্রাপকদের অন্যতম হলেন পশ্চিমবঙ্গের ঊষা উত্থুপ। সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন। এই সম্মান পেয়ে বর্ষীয়ান গায়িকা জানিয়েছেন তিনি রোমহর্ষিত এবং ধন্য।
পদ্মভূষণ পাওয়ার পর কী বললেন ঊষা উত্থুপ?
মিঠুন চক্রবর্তীর সঙ্গে এবার বাংলার থেকে পদ্মভূষণ পাচ্ছেন ঊষা উত্থুপও। আর সেই খবর প্রকাশ্যে আসার পর গায়িকা এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমি কতটা উচ্ছ্বসিত যে সেটা আপনি আমার গলা শুনেই নিশ্চয় বুঝতে পারছেন। আমি এখনও এই আনন্দের রেশ কাটিয়ে উঠতে পারিনি।'
ঊষা উত্থুপ এদিন একই সঙ্গে জানান তিনি ধন্যবোধ করছেন যে সরকার তাঁর এই অবদানকে স্বীকৃতি দিল। তাঁর মতে নিজের দেশ যদি তাঁর করা কাজকে প্রশংসা করে তাহলে তার থেকে ভালো কিছুই হয় না। বর্ষীয়ান গায়িকার কথায়, 'আমার দেশ ধন্যবাদ তোমায় আমাকে এই সম্মান দেওয়ার জন্য।' এদিন তিনি দেশের পাশাপাশি তাঁর বাবা মা, পরিবারকেও ধন্যবাদ জানান। বাদ দেন না তাঁর সহশিল্পী এবং দর্শকদের কথাও। তাঁর মতে এঁদের জন্যই তিনি তাঁর স্বপ্নপূরণ করতে পেরেছেন ঊষা উত্থুপ বলেন, 'আমার লোকজনদের ছাড়া আমি একেবারে শূন্য।'
পদ্মভূষণ পাওয়ার পর নিজের কেরিয়ারের দিকে পিছু তাকিয়ে বলেন, 'আমি নাইটক্লাবের গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করেছিলাম। এবং আমি সেটার জন্য গর্বিত। আমার সমস্ত গানে ঈশ্বরের নাম আছে, হরে রাম হরে কৃষ্ণ, হরি ওম হরি, ইত্যাদি।'
এবার আর কোন বাঙালিরা পদ্মভূষণ পাচ্ছেন?
এবার বাংলা থেকে তিনজন পদ্মভূষণ পাচ্ছেন তাঁদের কাজের জন্য। তবে এঁদের মধ্যে একজন ইতিমধ্যেই প্রয়াত হচ্ছেন। তিনি তাঁর মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন। মিঠুন চক্রবর্তী তাঁর অভিনয় এবং অভিনয় জগতে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া গানের জন্য একই পুরস্কার তো পাচ্ছেনই ঊষা উত্থুপ। পাবলিক অ্যাফেয়ারের জন্য এই পুরস্কার পাচ্ছেন সত্যব্রত মুখোপাধ্যায়। তিনি মৃত্যুর পর এই পুরস্কার পাচ্ছেন।
আরও পড়ুন: 'না চেয়েও সব পাওয়ার আনন্দ', পদ্মভূষণ পেয়ে 'গর্বিত' 'কাবুলিওয়ালা', আনন্দ জাহির করে কী বললেন মিঠুন
কোন বাঙালিরা পদ্মশ্রী পাচ্ছেন?
এবার মোট ৩৪ জন পদ্মশ্রী পাচ্ছেন। তাঁদের মধ্যে বাঙালি রয়েছেন অনেকেই। পশ্চিমবঙ্গের ৮ জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী যাঁর গান এদেশেও সমান ভাবে বিখ্যাত, সেই রেজওয়ানা চৌধুরী বন্যা। বলাই বাহুল্য তিনি তাঁর গানের জন্য এই পুরস্কার পাচ্ছেন। এছাড়া রতন কাহারও পাচ্ছেন লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য এই পুরস্কার। তালিকায় নাম আছে জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পালের। তাঁর হাতের তৈরি প্রতিমা জগৎ বিখ্যাত। তন্দিরা বেগম এবং গীতা রায় বর্মনও এবার তাঁদের শিল্পের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দুজন, এঁরা হলেন নারায়ন চক্রবর্তী এবং একলব্য শর্মা। পুরুলিয়ার দুখু মাঝিও এই পুরস্কার পাচ্ছেন তাঁর সামাজিক কাজের জন্য। আজীবন ধরে তিনি পুরুলিয়াকে সবুজ করে তোলার চেষ্টা করেছেন, গাছ লাগিয়েছেন। সেই জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন।