‘কাছের মানুষ’ -এর সাফল্যের পর নতুন ছবি নিয়ে আসছেন পথিকৃৎ বসু। তবে এবার আর দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের সঙ্গে জুটি বাঁধেননি তিনি। বরং হাত মিলিয়েছেন উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় তৈরি হবে এই ছবি। গল্পের কেন্দ্রে থাকবে দাবা এবং এক শিশু। সেই শিশুটি বড় হয়ে একজন সফল দাবাড়ু হওয়ার স্বপ্ন দেখে। তাঁর সঙ্গে, তাঁর পাশে থাকেন তাঁর মা। গল্প তাঁদের ঘিরেই আবর্তিত হবে বলেই জানা গিয়েছে। এই ছবির নামও হবে ‘দাবাড়ু’।
এই ছবিতে শিশুটির মায়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তকে ভাবা হয়েছে। এখানে তাঁকে দেখা যেতে পারে এই চরিত্রে। অন্যদিকে শিশুটির কোচের ভূমিকায় থাকতে পারেন কৌশিক সেন।
ঋতুপর্ণা সেনগুপ্তকে যদি আবার এই ছবিতে দেখা যায় তাহলে ‘বেলাশুরু’ ছবির পর এই ছবিতে তিনি আবারও উইন্ডোজ প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করবেন।
শিশুটির মা বা কোচের চরিত্রে কাকে দেখা যাবে তার একটা ইঙ্গিত মিললেও এখনও মূল চরিত্রে অর্থাৎ শিশুটির চরিত্রে কাকে দেখা যাবে সেটা এখনও ঠিক হয়নি। তবে তার দাদুর চরিত্রে পরান বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী জুলাই থেকেই এই ছবির শুটিং শুরু হবে।
এই ছবির বিষয়ে ঋতুপর্ণা জানিয়েছেন, 'ছবি নিয়ে কথা হয়ে গিয়েছে পরিচালকের সঙ্গে, কিন্তু এখনও চুক্তি সই করিনি।' অন্যদিকে প্রায় একই কথা বলেছেন কৌশিক সেনও। তিনি জানান 'আমাকে পরিচালক এই ছবি এবং চরিত্রের বিষয়ে জানিয়েছেন। কিন্তু চিত্রনাট্য নিয়ে আলোচনা করা হয়নি এখনও।'
প্রসঙ্গত সদ্যই মুক্তি পেয়েছে কৌশিক সেন অভিনীত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ছবি অর্ধাঙ্গিনী। এখানে কৌশিকের দুই অর্ধাঙ্গিনীর চরিত্রে দেখা গিয়েছে চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং জয়া আহসানকে। এখানে এক ব্যক্তির প্রাক্তন এবং বর্তমান স্ত্রীদের গল্প তুলে ধরা হয়েছে, জীবনে সম্পর্কের যে নানা দিক, নানা শেড আছে সেটাই যেন তুলে ধরেছেন পরিচালক।