Sai Pallavi: মেকআপ করা মোটেই পছন্দ নয়, এমন অভিনেত্রীও আছেন! কে এই সুপারস্টার
Updated: 05 Apr 2023, 06:17 PM IST Priyanka Bose 05 Apr 2023 সাই পল্লবী, মেকআপ অপছন্দ, south actress, Sai Pallavi no make up lookSai Pallavi: চড়া মেকআপ করে নিত্যদিন ক্যামেরার সামনে ধরা দেন প্রায় সব অভিনেত্রী বা তারকারা। তবে এমন অনেক অভিনেত্রী আছেন যাঁরা মেকআপ করতে মোটেই পছন্দ করেন না। তাঁদের মধ্যে একজন সাই পল্লবী। শুধুমাত্র অভিনয়ের জন্য নয়, তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যও দৃষ্টি আকর্ষণ করেন পল্লবী।
পরবর্তী ফটো গ্যালারি