KGF actor Yash: এই অভিনেত্রী আর কেউ নন, যশের স্ত্রী রাধিকা পণ্ডিত। দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর ২০১৬ সালে বিবহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কীভাবে রাধিকা-যশের লাভ স্টোরির শুরু হয়?
1/6এই অভিনেত্রী আর কেউ নন, যশের স্ত্রী রাধিকা পণ্ডিত। যদিও এই অভিনেত্রী শিক্ষিকা হতে চেয়েছিলেন, কিন্তু বি.কম পড়ার সময়, তাঁর এক বন্ধু তাঁকে কন্নড় টিভি শো 'নন্দা গোকুল'-এর প্রস্তাব দেন, এভাবে অভিনয় জগতে পা রাখেন রাধিকা।
2/6১৯৬৫ সালের ৭ মার্চ ব্যাঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন রাধিকা। প্রথম ধারাবাহিক হিট হওয়ার পরই অপর একটি ধারাবাহিকে কাজ করার সুযোগ পান তিনি। এখান থেকেই তাঁর নতুন যাত্রা শুরু হয়।
3/6পরিচালক শশাঙ্কের ‘18th Cross’ এবং ‘মোগিন্না মনসু’ ছবিতে অভিনয় করেছেন রাধিকা। অনেকেই জানেন না, রাধিকা এবং যশের দেখা হয়েছিল টিভি সিরিয়াল 'নন্দা গোকুলা'-এর সেটে। এই সিরিয়ালে রাধিকার বিপরীতে অভিনয় করেছিলেন যশ। এরপর দুজনকেই দেখা গিয়েছে মোগিন্না মনসু ছবিতেও।
4/6একসঙ্গে কাজ করার সময় রাধিকা ও যশের বন্ধুত্ব হয় এবং তারপর ধীরে ধীরে দুজনের এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তবে দুজনেই নিজেদের সম্পর্কের কথা কাউকে ঘুনাক্ষরেও টের পেতে দেননি।
5/6দীর্ঘদিন তাদের সম্পর্ক গোপন রাখার পর, তারা দুজনেই বাগদান সারেন। ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা দম্পতি।
6/6যশ এবং রাধিকার দুই সন্তান মেয়ে আয়রা এবং ছেলে ইথর্ব। তারকা দম্পতি প্রায়শই দুই সন্তানের সঙ্গে ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।