বাংলা নিউজ > বায়োস্কোপ > Prajakta Koli: বাগদানের খবর শেয়ার করলেন ইউটিউবার প্রাজক্তা কোহলি! কাকে আংটি পরালেন তিনি?

Prajakta Koli: বাগদানের খবর শেয়ার করলেন ইউটিউবার প্রাজক্তা কোহলি! কাকে আংটি পরালেন তিনি?

এনগেজমেন্ট সারলেন প্রাজক্তা আর বৃশাঙ্ক।

‘মোস্টলিসেন’ ইউটিউব চ্যানেল দিয়েই প্রথম পরিচিতি। এখন চুটিয়ে কাজ করছেন বলিউডেও। যুগ যুগ জিও, মিসম্যাচড-এর মতো প্রোজেক্ট আরও জনপ্রিয়তা দিয়েছে প্রাজক্তা কোহলিকে। কার সঙ্গে সারলেন বাগদান?

ইউটিউব দিয়ে খ্যাতি পেলেও প্রাজক্তা কোহলি সিনেমার দুনিয়ায় পা রেখে ফেলেছেন ইতিমধ্যেই। ইনস্টাগ্রামে খুশির খবর শেয়ার করলেন প্রাজক্তা। বয়ফ্রেন্ড বৃশাঙ্ক খানালের সঙ্গে সম্পন্ন করেছেন বাগদান। রবিবার ইনস্টাগ্রামে যৌথ বিবৃতি আর আংটি বদলের সময়কার ছবি শেয়ার করে নিলেন প্রাজক্তা আর বৃশাঙ্ক।

জঙ্গলের মাঝে হ্যাপি গো লাকি ছবিটি তুলেছেন তাঁরা। প্রাজক্তার চোখে-মুখে খুশি-আনন্দ। সবাইকে আংটি দেখাচ্ছেন। পিছন থেকে জড়িয়ে ধরে আছেন বৃশাঙ্ক। প্রাজক্তা পরেছিলেন একটি কালো পোশাক। আর বৃশাঙ্কের পরণে ছিল সাদা টি-শার্ট এবং একটি কালো জ্যাকেট। ক্যাপশনে লিখেছেন, ‘@vrishankkhanal এখন আমার প্রাক্তন প্রেমিক (আংটি এবং কালো হার্ট মোজি)।’

এই খুশির খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন তারকা থেকে অনুরাগীরা। নেহা কক্কর লিখলেন ‘ওয়াও’। আনিল কাপুরের মন্তব্য, ‘শুভেচ্ছা! সবসময় যুগ যুগ জিও’। বরুণ ধাওয়ান কমেন্টে দিলেন দুটো রেড হার্ট ইমোজি। মণীশ পল কমেন্ট করলেন, ‘প্রাজক্তা এবার ওর পাসপোর্ট ওকে ফিরিয়ে দাও।’ শুভেচ্ছা জানালেন ভারতী সিং, ভূমি পেডনেকর, সানিয়া মলহোত্রাও। আরও পড়ুন: ‘খুব লোভ ছিল…!’, এতদিনে কোন মনস্কামনা পূর্ণ হল অভিনেত্রী মধুবনীর?

প্রাজক্তা এবং বৃশাঙ্ক বেশ কয়েক বছর ধরে একে অপরকে ডেট করছেন। তারা নিয়মিত ইনস্টাগ্রামে একে অপরের  নিয়ে পোস্ট করে থাকেন। দুজনকে একসঙ্গে ট্যুরেও দেখা যায়। বর্তমানে প্রাজক্তা ও বৃষঙ্ক যুক্তরাষ্ট্রে রয়েছেন। পেনসিলভেনিয়া থেকে একটি পোস্ট শেয়ার করে নিয়েছিলেন সম্প্রতিই। রিপোর্ট অনুযায়ী, বৃশাঙ্ক পেশায় একজন আইনজীবী। আরও পড়ুন: ‘জওয়ান’ ঝড় সামলে শনিতে ঘুড়ে দাঁড়াল ‘গদর ২’! ৩৭ দিনেও সানি ম্যাজিকে বুঁদ দর্শক

কপিল শর্মা শো-তে এসে বৃশাঙ্কের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রাজক্তাকে। সেই সময় যুগ যুগ জিও টিমের সঙ্গে প্রোমোশনে এসেছিলেন তিনি। সঙ্গে ছিল মণীশ পল, অনিল কাপুর, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ানরা। আরও পড়ুন: ‘সিংঘম এগেইন’-এ অজয়-রণবীর এর সঙ্গে অক্ষয়! রোহিতের ছবি নিয়ে আপডেট দিল সূর্যবংশী

‘মোস্টলিসেন’ ইউটিউব চ্যানেল দিয়ে অল্প বয়সেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন প্রাযক্তা। নেটফ্লিক্সের মিসম্যাচড সিরিজে তাঁর কাজও খুব চর্চায় আসে। সম্প্রতি অনু মেননের ‘নিয়ত’-এ দেখা গিয়েছে প্রাজক্তাকে। এতে আরও অভিনয় করেছেন বিদ্যা বালন, রাম কাপুর, রাহুল বোস, নীরজ কাবি, শাহানা গোস্বামী, অমৃতা পুরি, দীপান্নিতা শর্মা, নিকি ওয়ালিয়া, শশাঙ্ক অরোরা এবং দানেশ রাজভি। এটি ৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। 

অভিনয়ের পাশাপাশি লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছেন প্রাজক্তা কোহলি খুব জলদি। তাঁর প্রেমের উপন্যাস টু গুড টু বি ট্রু প্রকাশ্যে আসার কথা রয়েছে ২০২৪ সালে। 

 

বন্ধ করুন