দিদি নম্বর ওয়ানের এদিনের সানডে ধামাকা এপিসোড খেলতে এসেছিলেন বাংলা বিনোদন জগতের বিভিন্ন তারকারা। সঙ্গে ছিলেন তাঁদের প্রিয় বন্ধুরাও। এদিন চান্দ্রেয়ী, অমৃতাদের সঙ্গে নববিবাহিতা প্রশ্মিতা পালও এসেছিলেন। সেখানে এসে অনুপম রায়কে নিয়ে কী জানালেন গায়িকা?
দিদি নম্বর ওয়ানে অনুপম রায়কে নিয়ে কী জানালেন প্রশ্মিতা?
এদিন রচনা বন্দ্যোপাধ্যায় প্রশ্মিতা পালকে জিজ্ঞেস করেন তাঁর এবং অনুপম রায়ের আলাপ হয় কীভাবে? প্রেমটাও বা হয় কী করে? উত্তরে গায়িকা বলেন, ' আমরা সবাই একসঙ্গে ঘুরতে যেতাম। সেখান থেকেই আর কি...। না মানে, তখন ভালো পরিচিতি হয়। পরে সেখান থেকে প্রেম। আসলে আমাদের দুজনের জীবনেই একটা সময় একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছিল। আর আমরা দুজনেই একা থাকতে চাইনি। আর অনুভব করেছিলাম একে অন্যের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছে তখনই ঠিক করি ব্যাপারটা এগোনো যাক।'
আরও পড়ুন: নির্বাচনের কোপ ঋতুপর্ণা-প্রসেনজিতের ৫০ তম ছবিতে! পয়লা বৈশাখের বদলে কবে মুক্তি পেতে পারে ‘অযোগ্য’?
প্রশ্মিতা জানান গত দেড় বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন, তারপর বিয়ে করেন। কিন্তু প্রেমের প্রস্তাব কে দিয়েছিল, তিনি না অনুপম? উত্তরে গায়িকা বলেন, 'সবাই জানে আমি ভালোবাসি এটা বলতেই পারব না। আসলে কেউই কাউকে বলিনি। কিন্তু বুঝে গিয়েছিলাম। তারপর দুই পরিবার যুক্ত হয়ে যায় বিষয়টায়। এবং তারপর...' তবে এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের এই গেম শোতে প্রশ্মিতা জানিয়ে দেন তিনি রান্না পারেন না মোটেই। বরং স্যালাড ইত্যাদি করতে পারেন।
প্রসঙ্গত মার্চের শুরুর দিকেই আইনি ভাবে বিয়ে করেছেন প্রশ্মিতা পাল এবং অনুপম রায়। বসন্তেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তাঁরা।
আরও পড়ুন: সৃজিতের অতি উত্তম দেখে বিরক্ত ভাস্কর! নিন্দে করে লিখলেন, 'উত্তম কুমার বড়ই অসহায় ছবিতে...'
আরও পড়ুন: 'এবার আমি...' বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই সন্তানসম্ভবা আথিয়া! দাদু হওয়ার জল্পনা উসকে কী বললেন সুনীল শেট্টি?
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।