প্রীতি জিনতা একজন সত্যিকারের ভোজনরসিক। এর আগেও বহুবার তার প্রমাণ মিলেছে। তিনি প্রায়শই ইনস্টাগ্রামে তার খাবার এবং রন্ধনসম্পর্কীয় নানা বিষয়ের ঝলক দিয়ে যান। আর এবার অভিনেত্রীর প্লেটে পড়ল সুস্বাদু দুই খাবারের সংমিশ্রণ- জিলাপি এবং রাবড়ি। ভোজনরসিকরা ভাল করেই জানেন যে এই খাবারগুলি স্বতন্ত্রভাবেও সুস্বাদু। কিন্তু আপনি এই দুটিকে একসঙ্গে খেলে, অনুভব করবেন স্বর্গসুখ। অন্তত তেমনটাই পরামর্শ দিলেন প্রীতি।
তাঁর ইনস্টাগ্রাম পোস্টে, প্রীতি জিনতাকে ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় একটি খাস্তা কমলা রঙের জিলাপি হাতে ধরে থাকতে জালেবি ধরে থাকতে দেখা গেল। ক্যারোসেলের পরবর্তী ছবিতে রাবড়ির বাটির পাশে রাখা জলেবি রাখা দেখা যাচ্ছে।
আরও পড়ুন: ১৫ BHK বাড়ি, ১ কোটির গাড়ি, সাপের বিষ-কাণ্ডে জড়িত এলভিশ যাদবের সম্পত্তি কত
ক্যাপশনে প্রীতি লিখেছেন, ‘রব নে বানা দি জালেবি বেবি’। এর পরে একটি হৃদয়-চোখের ইমোজি। লাইনটি বিখ্যাত সিনেমার নাম, ‘রব নে বানা দি জোড়ি’। যাতে ছিলেন শাহরুখ খান ও অনুষ্কা শর্মা। এই কথাটি ‘ঈশ্বরের তৈরি অনবদ্য জুটি’ বোঝাতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে।
আরও পড়ুন: ইয়াব্বড় ট্রফি, সৌরভের সই করা কাপ, কফি মগ! আর কী পাওয়া যায় দাদাগিরি জিতলে
দেখুন প্রীতি জিন্টার করা সেই পোস্টখানি-
বিগত কয়েক বছরে প্রীতি জিন্টা নিজেকে সিনেমা থেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছিলেন। তবে এবার ফিরছেন সানি দেওলের বিপরীতে। লাহোর ১৯৪৭ দিয়ে। ২০১৬ সালে জিন গুডএনাফকে বিয়ে করেন। অভিনেত্রীর দুই সন্তান, ছেলে জয় ও মেয়ে জিয়া। সোলডার ছবি দিয়ে গোটা বিশ্বের মানুষের মনে জায়গা করে নেন ডিম্পল গার্ল। দিল চাহাতা হ্যায়, চোরি চোরি চুপকে চুপকে, কোয়ি মিল গ্যয়া, কল হো না হো, বীরজারা, কাভি অলবিদা না কহেনা, প্রীতির হিটের তালিকা বেশ লম্বা।
আরও পড়ুন: ‘যারা কমেন্টে ড্যাশ ড্যাশ…’! সিসিএল জিতে কলকাতায় পা, যিশুকে নিয়ে কী হুমকি সৌরভের?
ওয়েলকাম টু নিউ ইয়র্ক আর ভাইয়াজি সুপারহিট ছবি দুটি এসেছিল ২০১৮ সালে। তবে সেভাবে ভালো ব্যবসা করতে পারেনি। তারপর থেকেই আর আসেননি পর্দায়। তবে সানি-র বিপরীতে কামব্যাকটা বেশ ধামাকেদারই হবে।