ভারতে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। দেশের মাটিতে পা রাখার পর একের পর এক ইভেন্টে যোগ দিতে দেখা যাচ্ছে তাঁকে। হিন্দুস্তান টাইমসকে এক সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি স্ক্রিপ্ট রয়েছে অভিনেত্রীর হাতে। একটি প্রোজেক্টের ফাইনাল কথা বলার জন্য পরিচালক সঞ্জয় লীলা বনশালির সঙ্গেও দেখা করেন দেশি গার্ল।
একটি অ্যাকশন প্রোজেক্টের জন্য সঞ্জয়ের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা
রিপোর্ট বলছে সূত্র জানিয়েছে, ‘প্রিয়াঙ্কার ভারত সফর পুরোটাই কাজের ভিত্তিতে। মুম্বইতে ইভেন্টে যোগদানের পাশাপাশি, তার বেশ কিছু কাজও রয়েছে। ব্যাক টু ব্যাক মিটিংও করছেন তিনি’। আরও জানিয়েছে, ‘ওঁর একটি প্রোডাকশন হাউসও আছে। ও সেদিকেই কিছু করার জন্য মনযোগ দিচ্ছে। নিজের ব্যানারে পরবর্তী তিন থেকে চারটি প্রোজেক্ট চূড়ান্ত করার জন্য লোকের সঙ্গে দেখা করছেন’। আরও পড়ুন: জর্জিনার সঙ্গে রোম্য়ান্সে মজে রোনাল্ডো, সৌদি আরবের সমুদ্র সৈকত থেকে ভাইরাল ছবি
সূত্র আরও জানিয়েছে, ‘অভিনেত্রী জানেন, তাঁর পরবর্তী হিন্দি প্রোজেক্ট ঘিরে নানা কৌতুহল রয়েছে। শীঘ্রই একটি প্রোজেক্ট চূড়ান্ত করার কথাও ভাবছেন তিনি। বেশ কয়েকটি স্ক্রিপ্টও পড়েছেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার জন্য একাধিক পরিচালকের সঙ্গে দেখাও করছেন। এমনকী সঞ্জয় লীলা বনশালির সঙ্গে তিনি দেখা করেছেন একটি অ্যাকশন প্রোজেক্টে কাজ করার জন্য। প্রোজেক্টের বিষয়বস্তু বেশ ভালো লেগেছে তাঁর। প্রোজেক্ট পছন্দ হয়েছে, টাইমলাইন, সময়সূচী এবং পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে এখন বনশালির সঙ্গে আলোচনা করছেন’।
১০ দিনের সফরে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা। হাতে হাজারো কাজ, তবুও সময় বার করে রামলালার দর্শন করতে বুধবার অযোধ্যায় হাজির দেশি গার্ল। মেয়ে মালতিকে কোলে নিয়ে এদিন রামলালার দর্শন সারলেন অভিনেত্রী, সঙ্গী স্বামী নিক জোনাস। বোন মীরা চোপড়ার বিয়ের দু-দিন পর গত বৃহস্পতিবার মেয়ে মালতিকে নিয়ে মুম্বইয়ে হাজির হয়েছিলন প্রিয়াঙ্কা। বউয়ের টানে পরদিনই মায়ানগরীতে পা দেন নিক। দেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই দম ফেলার ফুরসৎ নেই পিগি চপসের। একাধিক ব্র্যান্ডের ইভেন্টে যোগ দেন, ইশা আম্বানির হোলি পার্টিতেও দেখা মিলেছে তাঁর।
সম্প্রতি অস্কার মনোনীত তথ্যচিত্র ‘টু কিল এ টাইগার’-এর টিমে এক্সকিউটিভ প্রোডিউসার হিসাবে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা। সঙ্গী দেব প্য়াটেল, মিন্ডি কালিংরা। আগামিতে ফ্র্যাঙ্কি ই ফ্লাওয়ার্সের ‘দ্য ব্লাফ’-এ দেখা যাবে অভিনেত্রীকে। এছাড়াও জন চেনা ও ইদ্রিশ এলবার সঙ্গে ‘হেডস অফ দ্য স্টেট’-এ দেখা মিলবে প্রিয়াঙ্কার।
দীর্ঘদিন বলিউডের পর্দা থেকে গায়েব অভিনেত্রী। বছর তিনেক আগে বলিউডে নিজের কামব্যাক প্রোজেক্ট হিসাবে ‘জি লে জারা’কে বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা। ২০২১ সালে ফারহান আখতার তিন কন্যেকে নিয়ে রোড ট্রিপের এই ছবি ঘোষণা করেছিলেন। জানানো হয়েছিল লিড রোলে অভিনয় করবেন আলিয়া-ক্যাটরিনা এবং প্রিয়াঙ্কা। কিন্তু এরপর একের পর এক কারণে পিছিয়েছে ছবির কাজ। প্রোজেক্ট থেকে প্রিয়াঙ্কার সরে দাঁড়ানোর জল্পনাও মাথাচাড়া দিয়েছিল বছর খানেক আগে।
ফারহান আখতার জানিয়েছিলেন ডেট নিয়ে সমস্যার জন্যই নাকি বাস্তাবায়িত হয়নি প্রোজেক্ট। যদিও হিন্দুস্তান টাইমসের সূত্রের খবর, প্রিয়াঙ্কার নাকি এই ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি। সৃজনশীল মতভেদের কারণেই সরে দাঁড়ান অভিনেত্রী। দু-দিন আগে ফারহান আখতারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। তারপর থেকেই ফের জল্পনা তবে কি ‘জি লে জারা’র কাজ অবশেষে শুরু হবে? আগামিদিনেই সেই ছবিটা স্পষ্ট হবে।