বাংলা নিউজ > বায়োস্কোপ > Horogouri Pice Hotel: 'আরও ভালোবাসা দেবেন' গুটিগুটি পায়ে হরগৌরী পাইস হোটেলের বছর পার, উচ্ছ্বসিত হয়ে পোস্ট রাহুলের

Horogouri Pice Hotel: 'আরও ভালোবাসা দেবেন' গুটিগুটি পায়ে হরগৌরী পাইস হোটেলের বছর পার, উচ্ছ্বসিত হয়ে পোস্ট রাহুলের

গুটিগুটি পায়ে হরগৌরী পাইস হোটেলের বছর পার, উচ্ছ্বসিত হয়ে পোস্ট রাহুলের

Horogouri Pice Hotel: হরগৌরী পাইস হোটেলের এক বছর পার। আর এই মাইলস্টোন ছোঁয়ার পরই উচ্ছ্বসিত হয়ে পোস্ট করলেন রাহুল মজুমদার।

সিরিয়াল আসা যাওয়ার মাঝে গুটিগুটি পায়ে এক বছর পূর্ণ করে ফেলল যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশন হাউজের ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল। টিআরপিতে ভালো ফল করছে শঙ্কর ঐশানীর জুটি। আর ধারাবাহিকের জন্মদিন উপলক্ষ্যে এদিন বিশেষ পোস্ট করলেন অভিনেতা রাহুল মজুমদার।

আজকাল কোনও ধারাবাহিক দু মাস চলে তো কোনওটা চার মাস। টিআরপি তুলতে না পারলেই জায়গা ছেড়ে দিতে হয় নতুনকে। তবুও প্রথম থেকেই টিআরপির মার্কশিটে ভালো ফল করেছে হরগৌরী পাইস হোটেল। শঙ্কর ঐশানীর জুটি দর্শকদের মন কেড়েছে যেমন, তেমনই এই গল্পের বুনন পছন্দ হয়েছে তাঁদের। আর সবটা মিলিয়ে এটা এক বছর পার করে দিল।

এদিন ইনস্টাগ্রামে ধারাবাহিক এই মাইলস্টোন ছোঁয়ার পর একটি বিশেষ পোস্ট করেন রাহুল। তিনি তাঁদের গোটা ইউনিটের একটি ছবি পোস্ট করে লেখেন, 'শুভ জন্মদিন আমাদের। অনেক ধন্যবাদ যিশু সেনগুপ্ত এবং স্টার জলসাকে। দর্শকদের তো সব থেকে বেশি ধন্যবাদ আমাদের ভালোবাসার জন্য এবং অবশ্যই সাপোর্ট করার জন্য। আমরা যেন এভাবেই আরও অনেক বছর পথ চলতে পারি। আমাদের এভাবেই ভালোবাসা দেবেন।'

আরও পড়ুন: ৪০ হাজার টাকায় বালা বন্ধক রাখল শিমুল, এই টাকায় কি আদৌ তীর্থে যাবে ওর শাশুড়ি?

আরও পড়ুন: শালিমার থেকে সুজয়দা-পুচকি: পুজোর গন্ধ বয়ে আনে এই বিজ্ঞাপনগুলিই

তাঁর এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন হরগৌরী পাইস হোটেলের জন্য। এক ব্যক্তি লেখেন, 'হরগৌরী পাইস হোটেলকে শুভ জন্মদিন। আরও অনেক বছর চলুক এই ধারাবাহিক।' 'আরও অনেক অনেকদিন চলুক এই ধারাবাহিক। শুভ জন্মদিন' মত আরেক নেটিজেনের। অনেকেই তাঁদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

গত বছর পথ চলা শুরু হয় হরগৌরী পাইস হোটেলের পথ চলা। এখানে শঙ্করের ভূমিকায় রাহুল মজুমদার এবং ঐশানীর চরিত্রে শুভস্মিতা মুখোপাধ্যায়কে দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য চরিত্রে আছেন মিঠু চক্রবর্তী, তথাগত মুখোপাধ্যায়, সুরভী মল্লিক, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। এই ধারাবাহিক প্রতিদিন রাত ১০টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হয়।

বায়োস্কোপ খবর

Latest News

এত কম ফি এখানে?‌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করতে এসে প্রশ্ন তুলল ন্যাকের দল এবার শ্রাদ্ধ পক্ষে মাতৃ নবমী কবে? কেন এত বিশেষ এই তিথি, জেনে নিন বিশদে গিয়েছেন পুরী, কিন্তু কোথায় ছিলেন? হোটেল ঘুুরিয়ে দেখালেন রাজা-মধুবনী হারিয়ে যাওয়া যমজ বোনের গল্প নিয়ে জলসায় তিতিক্ষা-নন্দিনী, দুই শালিকের নায়ক কে? মাত্র ১৫ ম্যাচ ODI খেলা ক্রিকেটারকেই অধিনায়ক করল ECB…অজি সিরিজের দায়িত্বে ব্রুক! ‘পিরিয়ডস হলেই অশুচি! ঠাকুরঘরে ঢোকা ছিল নিষেধ, এটা নিয়ে বাড়িতে কথাও বলা যেত না’ কিছু ক্ষেত্রে UPIতে লেনদেনের সর্বোচ্চ সীমা বেড়ে ৫ লাখ, সোমবার থেকে নয়া নিয়ম আগামিকাল ভাদ্র সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হবে মা মনসা, জেনে নিন এই পুজোর মহত্ব শিশুর মায়ের পোশাক খুলে নেওয়ার চেষ্টা সরকারি হাসপাতালে, গ্রেফতার ওয়ার্ড বয় কলকাতা লিগের সুপার সিক্সে ধাক্কা মহমেডানের!ক্যালকাটা কাস্টমসের কাছে ২-১ গোলে হার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.