বাংলা নিউজ > বায়োস্কোপ > Durga Puja Ads: শালিমার থেকে সুজয়দা-পুচকি: পুজোর গন্ধ বয়ে আনে এই বিজ্ঞাপনগুলিই

Durga Puja Ads: শালিমার থেকে সুজয়দা-পুচকি: পুজোর গন্ধ বয়ে আনে এই বিজ্ঞাপনগুলিই

পুজোর গন্ধ বয়ে আনে এই বিজ্ঞাপনগুলিই

Durgapuja Ads: দুর্গাপুজো মানেই যেমন পুজোর গান, তেমনই পুজোর বিজ্ঞাপন। বিগত কয়েক দশক ধরে যে বিজ্ঞাপনগুলি বাঙালির মনে জায়গা করে নিয়েছে, জীবনের অংশ হয়ে উঠেছে সেগুলি কী কী দেখে নেওয়া যাক।

এখন মাঝে সাঁঝে দুর্গাপুজোর অ্যাড দেখা যায় ঠিকই, কিন্তু সেই আমেজ? উহু এতটুকু পাওয়া যায় না। তবুও কখনও সখনও এক আধটা বিজ্ঞাপন নজরে লেগে যায় ঠিকই। তবে আমরা যাঁরা ৯০ দশকের জন্মেছি, বা ওই সময় বড় হয়ে উঠেছি আমাদের কাছে দুর্গাপুজোর খবর বয়ে নিয়ে আসত খবরের কাগজের পাতায় জুতোর বিজ্ঞাপন। দুর্গাপুজোর আমেজ আনত পুজোর বিজ্ঞাপন, গান। এদিকে এই বছরের পুজোও প্রায় দোরগোড়ায়। সামনের মাসে এই সময় মহালয়া আসছি আসছি করবে। সবার বাড়িতে বাড়িতে রেডিও সারানোর কাজ চলব। এমন সময় একটু অতীতে ফিরলে হয় না? চলুন এ যাবৎকালের সেরা ১০ দুর্গাপুজোর বিজ্ঞাপন কী কী দেখে নেওয়া যাক।

সবার আগেই বলি শালিমারের কথা। পুজো যেন অসম্পূর্ণ এই বিজ্ঞাপন ছাড়া। টিভিতে 'এই প্রাণ ঢালা উৎসবে বারবার, আলো আশা ভালোবাসা মিশে একাকার...' শুনলে মনে হয়, না, এবার পুজো সত্যিই এসে গেল। আসলে ছোট থেকে বড় হওয়ার পথে কিছু জিনিস আমাদের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে যায়, এটাও ঠিক তেমন।

আরও পড়ুন: ‘সেটে ঢুকেই কপালে চুমু খেতেন’, 'বাবাসুলভ' শাহরুখ প্রসঙ্গে কলকাতার সঞ্জিতা

আরও পড়ুন: সোনার মূল্যে শাড়ি বিকোচ্ছেন সুদীপা, ১ লাখি বাংলাদেশি ঢাকাই দেখে মাথায় হাত নেটপাড়ার

থামস আপের এই বিজ্ঞাপন ব্যাপক জনপ্রিয় হয়েছিল। একে তো সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন তার উপর এমন একটা থিম। সত্যিই তো কত জায়গায় অর্থের অভাবে পুজো বন্ধ হয়ে যায়, তখন যদি এভাবে পুজো করা যায় কত ভালোই না হয়, বলুন? এই পানীয়র বিজ্ঞাপন ভীষণ জনপ্রিয় হয়েছিল একটা সময়।

পুজো মানেই খাওয়া দাওয়া, সে কলকাতায় থাকুন বা কলকাতার বাইরে। কিন্তু যাঁরা কলকাতার বাইরে থাকেন এই সময় তাঁদের মনটা যেন বেশি খারাপ করে। পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা, মায়ের হাতের রান্না আর কত কী মিস যায় বলুন তো। সেখানে প্রবাসে বসে যদি বাঙালি রান্নার স্বাদ পাওয়া যায় মন্দ কী! আর ওহ ক্যালকাটার এই বিজ্ঞাপন যেন সেই কথাই মনে করিয়ে দিয়েছিল সবাইকে।

বিগ বাজারের এই বিজ্ঞাপনে উঠে এসেছিল পুজোর প্রেমের গল্প। সঙ্গে অনুপম রায়ের গান। পুজোর সাজ আর পুজোর আমেজ ভরপুর আছে এই বিজ্ঞাপনে।

সুজয় দা পুচকিকে কী করে ভুলি! কয়েক বছর আগে এই বিজ্ঞাপনই যে ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। প্যান্টালুনসের এই বিজ্ঞাপন বিশেষ করে এর গান এবং গল্প সকলের ভীষণ মনে ধরেছিল।

ব্রিটানিয়া মারি গোল্ডের এই বিজ্ঞাপনে কুমারটুলি থেকে পুজোর কেনাকাটা, চাঁদা তোলা সবটাই ফুটে উঠেছিল। প্রবাসীদের বাড়ি ফেরা, পুজোর দিন গোনার টুকরো মুহূর্ত দেখে আবেগে ভেসেছিল বাঙালি, একই সঙ্গে জনপ্রিয় হয় এই বিজ্ঞাপন।

তানিশকের এই বিজ্ঞাপনও একটা সময় দারুণ জনপ্রিয় হয়েছিল। গয়নার মাধ্যমে দেবীর আবাহন যেন অন্য মাত্রা যোগ করেছিল।

বায়োস্কোপ খবর

Latest News

বরুণের সঙ্গে অনেকক্ষণ কথা গম্ভীরের!৩ উইকেট নিয়ে KKR স্পিনার বললেন ‘পুনর্জন্ম হল’ ২৫ বছরের ছোট সুরহাকে বিয়ে এক বছরও হয়নি! তৃতীয়বার ছাদনাতলায় আরবাজ? কী বললেন নায়ক 'টেক্কা' দেবেন কে? দেব-রুক্মিণী, সৃজিত-স্বস্তিকাকে দেখতে উপচে পড়ল ভিড় আঁতে ঘা লাগতেই জ্বলে উঠলেন মাসুদ, গত এক দশকে দ্রুততম টেস্ট শতরানে টপকালেন বাবরকে ঠাকুর দেখতে গিয়ে ভিড়ে, ধুলোয় মুখের বেহাল দশা? দারুচিনি দিয়ে ফিরিয়ে আনুন জেল্লা কোথায় বসবে এসি? বিদ্যুৎ বিভ্রাট, বিল কমাতে কমিটি গঠন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীপাবলিতে রামায়ণের ঝলক দেখাতে আসছে সিংঘম এগেন! ধুন্ধুমার অ্যাকশন অজয়-দীপিকাদের কোভিড টিকা থেকে জল- মলদ্বীপকে আগে সাহায্য করে ভারতই, মুইজ্জুকে মনে করালেন মোদী প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম: আদানি, টিসিএস, রিলায়েন্সে শুরু বিরাট নিয়োগ! মাত্র ৯৯৯ টাকাতেই ‘ডুয়ার্স দর্শন’, পুজোর আগে পর্যটকদের জন্য চালু দারুন প্যাকেজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.