এখন মাঝে সাঁঝে দুর্গাপুজোর অ্যাড দেখা যায় ঠিকই, কিন্তু সেই আমেজ? উহু এতটুকু পাওয়া যায় না। তবুও কখনও সখনও এক আধটা বিজ্ঞাপন নজরে লেগে যায় ঠিকই। তবে আমরা যাঁরা ৯০ দশকের জন্মেছি, বা ওই সময় বড় হয়ে উঠেছি আমাদের কাছে দুর্গাপুজোর খবর বয়ে নিয়ে আসত খবরের কাগজের পাতায় জুতোর বিজ্ঞাপন। দুর্গাপুজোর আমেজ আনত পুজোর বিজ্ঞাপন, গান। এদিকে এই বছরের পুজোও প্রায় দোরগোড়ায়। সামনের মাসে এই সময় মহালয়া আসছি আসছি করবে। সবার বাড়িতে বাড়িতে রেডিও সারানোর কাজ চলব। এমন সময় একটু অতীতে ফিরলে হয় না? চলুন এ যাবৎকালের সেরা ১০ দুর্গাপুজোর বিজ্ঞাপন কী কী দেখে নেওয়া যাক।
সবার আগেই বলি শালিমারের কথা। পুজো যেন অসম্পূর্ণ এই বিজ্ঞাপন ছাড়া। টিভিতে 'এই প্রাণ ঢালা উৎসবে বারবার, আলো আশা ভালোবাসা মিশে একাকার...' শুনলে মনে হয়, না, এবার পুজো সত্যিই এসে গেল। আসলে ছোট থেকে বড় হওয়ার পথে কিছু জিনিস আমাদের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে যায়, এটাও ঠিক তেমন।
আরও পড়ুন: ‘সেটে ঢুকেই কপালে চুমু খেতেন’, 'বাবাসুলভ' শাহরুখ প্রসঙ্গে কলকাতার সঞ্জিতা
আরও পড়ুন: সোনার মূল্যে শাড়ি বিকোচ্ছেন সুদীপা, ১ লাখি বাংলাদেশি ঢাকাই দেখে মাথায় হাত নেটপাড়ার
থামস আপের এই বিজ্ঞাপন ব্যাপক জনপ্রিয় হয়েছিল। একে তো সৌমিত্র চট্টোপাধ্যায় আছেন তার উপর এমন একটা থিম। সত্যিই তো কত জায়গায় অর্থের অভাবে পুজো বন্ধ হয়ে যায়, তখন যদি এভাবে পুজো করা যায় কত ভালোই না হয়, বলুন? এই পানীয়র বিজ্ঞাপন ভীষণ জনপ্রিয় হয়েছিল একটা সময়।
পুজো মানেই খাওয়া দাওয়া, সে কলকাতায় থাকুন বা কলকাতার বাইরে। কিন্তু যাঁরা কলকাতার বাইরে থাকেন এই সময় তাঁদের মনটা যেন বেশি খারাপ করে। পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডা, মায়ের হাতের রান্না আর কত কী মিস যায় বলুন তো। সেখানে প্রবাসে বসে যদি বাঙালি রান্নার স্বাদ পাওয়া যায় মন্দ কী! আর ওহ ক্যালকাটার এই বিজ্ঞাপন যেন সেই কথাই মনে করিয়ে দিয়েছিল সবাইকে।
বিগ বাজারের এই বিজ্ঞাপনে উঠে এসেছিল পুজোর প্রেমের গল্প। সঙ্গে অনুপম রায়ের গান। পুজোর সাজ আর পুজোর আমেজ ভরপুর আছে এই বিজ্ঞাপনে।
সুজয় দা পুচকিকে কী করে ভুলি! কয়েক বছর আগে এই বিজ্ঞাপনই যে ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। প্যান্টালুনসের এই বিজ্ঞাপন বিশেষ করে এর গান এবং গল্প সকলের ভীষণ মনে ধরেছিল।
ব্রিটানিয়া মারি গোল্ডের এই বিজ্ঞাপনে কুমারটুলি থেকে পুজোর কেনাকাটা, চাঁদা তোলা সবটাই ফুটে উঠেছিল। প্রবাসীদের বাড়ি ফেরা, পুজোর দিন গোনার টুকরো মুহূর্ত দেখে আবেগে ভেসেছিল বাঙালি, একই সঙ্গে জনপ্রিয় হয় এই বিজ্ঞাপন।
তানিশকের এই বিজ্ঞাপনও একটা সময় দারুণ জনপ্রিয় হয়েছিল। গয়নার মাধ্যমে দেবীর আবাহন যেন অন্য মাত্রা যোগ করেছিল।