বাংলা নিউজ > বায়োস্কোপ > নিজেই খুন করে শিমুর নামে নিখোঁজ ডায়েরি স্বামী নোবেলের,পাঠানো হল ৩ দিনের রিমান্ডে

নিজেই খুন করে শিমুর নামে নিখোঁজ ডায়েরি স্বামী নোবেলের,পাঠানো হল ৩ দিনের রিমান্ডে

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত আজ এই আদেশ দেন। শিমুকে তাঁর স্বামী হত্যা করে পরে লাশটি গুম করতে নোবেলের বন্ধু আববদুল্লাহ ফরহাদ সহায়তা করেছে বলে জানিয়েছে পুলিশ৷ (ছবি সৌজন্যে ফেসবুক)

পুলিশ জানিয়েছে, ‘পারিবারিক বিষয়াদি ও দাম্পত্য কলহের’ কারণে শিমুকে হত্যা করা হয়েছে৷

অভিনেত্রী রাইমা ইসলাম শিমু হত্যা মামলায় গ্রেফতার তাঁর স্বামী খন্দকার শাখাওয়াত আলিম নোবেল ও তাঁর বন্ধু ফরহাদকে তিনদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত আজ এই আদেশ দেন। শিমুকে তাঁর স্বামী হত্যা করে পরে লাশটি গুম করতে নোবেলের বন্ধু আববদুল্লাহ ফরহাদ সহায়তা করেছে বলে জানিয়েছে পুলিশ৷ নোবেল ও তাঁর বন্ধু ফরহাদকে গ্রেফতারের পর তাঁদেরকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার সাংবাদিকদের একথা জানান৷ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ বৈঠকে তিনি বলেন, ‘পারিবারিক বিষয়াদি ও দাম্পত্য কলহের’ কারণে শিমুকে হত্যা করা হয়েছে৷

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সোমবার রাতে শিমুর স্বামী সাখাওয়াত আলী নোবেল এবং তাঁর বন্ধু ফরহাদকে গ্রেফতার করা হয়েছে৷ স্বামী ও দুই সন্তানকে নিয়ে রাজধানীর গ্রিনরোড এলাকায় থাকতেন ৪০ বছর বয়সি শিমু৷ শিমুর নিখোঁজের খবর জানিয়ে তাঁর স্বামী নোবেল সোমবার কলাবাগান থানায় জিডি করেন৷

নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান বলেন, জিডিতে নোবেল জানান, রবিবার সকালে মাওয়ায় শুটিংয়ের কথা বলে বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি তাঁর স্ত্রী৷

এদিকে সোমবার দুপুরে কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা দুটি বস্তা দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়৷ পুলিশ বস্তার ভিতর থেকে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়৷ তাঁকে অন্য কোথাও হত্যা করে লাশ বস্তায় ভরে ওখানে ফেলে রাখা হয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে বলে জানান কেরানীগঞ্জ মডেল থানার ওসি আবু সালাম মিয়া৷

শিমুর বড় ভাই শহীদুল ইসলাম খোকন বলেন, শিমু রবিবার গভীর রাতেও বাসায় না ফেরায় এবং তাঁর ফোন বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়৷ সোমবার রাতে কেরানীগঞ্জে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় ছুটে যান। পরে মর্গে গিয়ে নিশ্চিত হন, সেটা তাঁরই বোনের লাশ৷

খোকন রাতেই শিমুর স্বামী নোবেল, তাঁর বন্ধু ফরহাদ এবং তাঁদের গাড়িচালক-সহ ছয়জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করায় নোবেল ও ফরহাদকে গ্রেফতার এবং নোবেলের গাড়িটি বাজেযাপ্ত করা হয়৷ ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেন, ‘কলাবাগান থেকেই তাদের বাজেযাপ্ত করা হয়েছে৷ হত্যা সংক্রান্ত বেশ কিছু তথ্যও আমরা পেয়েছি৷’

শিমুর চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান' সিনেমার মাধ্যমে৷ পরে শিমু দেলোয়ার জাহান ঝন্টু, চাষি নজরুল ইসলাম, শরিফ উদ্দিন খান দিপু-সহ বেশ কিছু পরিচালকের প্রায় ২৫ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন৷ শাকিব খান, অমিত হাসান-সহ কয়েকজন তারকার সাথেও কাজ করেছেন৷ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহযোগী সদস্য ছিলেন অভিনেত্রী রাইমা ইসলাম শিমু৷ তিনি কয়েকটি টিভি নাটকে অভিনয় এবং প্রযোজনা করেছেন৷

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

বায়োস্কোপ খবর

Latest News

অসম ও বাংলাদেশের ওপর পৃথক ২টি ঘূর্ণাবর্ত, গ্রীষ্মের তীব্র গরমে বৃষ্টির পূর্বাভাস ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো শনিবারে এই কাজগুলি করেন না তো? শনিদেবের ক্রোধে আপনার সর্বনাশ হতে পারে নির্বাচনী পরীক্ষায় 'লেটার' পেল ত্রিপুরা, টেনেটুনে পাশ করল উত্তরপ্রদেশ ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স কাজলের ‘না বলা’ ক্রাশ ছিল অক্ষয়! এবার লন্ডনে একসঙ্গে পার্টি আরভ আর নাইসার আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন

Latest IPL News

‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.