বাংলা নিউজ > বায়োস্কোপ > Yuvaan's Birthday Celebration:ব্যাটম্যান থিমে ছোট্ট ইউভানের জন্মদিন পালন, শ্রাবন্তী-মৌনী-কৌশানীরা পাঠালেন শুভেচ্ছাবার্তা

Yuvaan's Birthday Celebration:ব্যাটম্যান থিমে ছোট্ট ইউভানের জন্মদিন পালন, শ্রাবন্তী-মৌনী-কৌশানীরা পাঠালেন শুভেচ্ছাবার্তা

ব্যাটম্যান থিমে ছোট্ট ইউভানের জন্মদিন পালন

Yuvaan's Birthday Celebration: দেখতে দেখতে তিন বছরে পূর্ণ করল রাজ-শুভশ্রীর ছেলে ইউভান। আর সেই উপলক্ষ্যে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন এই সেলেব জুটি। ব্যাটম্যান থিম পার্টিতে অল ব্ল্যাক লুকে ধরা দিলেন তাঁরা।

গুটিগুটি পায়ে চলতে চলতে তিন বছর পূর্ণ করল ছোট্ট ইউভান। ১২ সেপ্টেম্বর জন্মদিন ছিল তার। আর একরত্তির জন্মদিন উপলক্ষ্যে বিরাট আয়োজন করেছিলেন তার মা বাবা অর্থাৎ রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

এদিন রাতে অনুষ্ঠানের একটি ছবি এবং ভিডিয়ো ক্লিপ পোস্ট করেন রাজ। ছবি ও ভিডিয়োতে দেখা যায় এদিন তাঁদের থিম ছিল ব্যাটম্যান। ছোট্ট ইউভানও ব্যাটম্যান থিমের ড্রেস পরেছিল। কালো শার্ট প্যান্টের সঙ্গে গলায় স্কার্ফ বাঁধা ছিল তার, শার্টে ছিল ব্যাটম্যান লোগো। অন্যদিকে রাজ এবং শুভশ্রীও ছেলের সঙ্গে ম্যাচ করে অল ব্ল্যাক লুকে ধরা দিয়েছিলেন।

হবু মায়ের গ্ল্যামার যেন এদিন কালো শর্ট ড্রেসে ফেটে পড়ছিল। ছেলের হাত ধরে হাসিমুখে পোজ দেন তিনি। অন্যদিকে রাজ যে ভিডিয়ো পোস্ট করেছিলেন সেখানে সব সুপারহিরো অর্থাৎ ব্যাটম্যান, স্পাইডারম্যান, সুপারম্যান, হাল্ক এদের সবাইকে দেখা যাচ্ছে। আর তাদের সঙ্গে জমিয়ে ড্যান্স ফ্লোরে নাচছে ইউভান এবং তার বন্ধুরা। সে যে গোটা আয়োজনে ভারী মজা পেয়েছে সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। তবে ইউভান একা নয়, তার মাও এদিন তার সঙ্গে নাচে যোগ দেয়।

রাজের পোস্ট করা এই ছবি এবং ভিডিয়োতে অনেকেই ছোট্ট ইউভানের জন্য জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। কৌশানী মুখোপাধ্যায় লেখেন, 'শুভ জন্মদিন চ্যাম্প।' সৌমিতৃষা কুণ্ডু লেখেন, 'শুভ জন্মদিন ইউভান।' সন্ধ্যাতারার আকাশনীল ওরফে সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় লেখেন, 'শুভ জন্মদিন লায়ন ক্লাব, আশীর্বাদ নিও।' স্বস্তিকা দত্ত, মানালি মনীষা দে, সৃজা দত্ত, জুন বন্দ্যোপাধ্যায়, শ্রাবন্তী, মৌনী রায় সহ আরও অনেক তারকারা ইউভানের জন্য জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়েছেন।

আরও পড়ুন: টলিউডে কমছে ব্লকব্লাস্টার হিটের সংখ্যা, 'বাজার বদলাচ্ছে আমাদেরও বদলানো উচিত' মত রাজের

ইউভানের মাসি অর্থাৎ দেবশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তার জন্মের সময়ের একটি ছবি পোস্ট করেন। সেখানে হাসপাতালের বেডে শুভশ্রীকে শুয়ে থাকতে দেখা যাচ্ছে আর তাঁর পাশে ধরে রাখা হয়েছে ইউভানকে। এই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'শুভ জন্মদিন সোনা।'

প্রসঙ্গত শীঘ্রই ইউভান দাদা হতে চলেছে। রাজ-শুভশ্রীর সংসারে নতুন সদস্য আসছে। এই সুখবর এই তারকা জুটি নিজেরাই কমাস আগে ঘোষণা করেন

বন্ধ করুন