বাংলা নিউজ > বায়োস্কোপ > ফের কটাক্ষের মুখে রাজ কুন্দ্রা! শিল্পা নয়, হুডিতে মুখ ঢেকে ডিনারে গেলেন কার সাথে

ফের কটাক্ষের মুখে রাজ কুন্দ্রা! শিল্পা নয়, হুডিতে মুখ ঢেকে ডিনারে গেলেন কার সাথে

রাতের অন্ধকারে এভাবেই দেখা গেল রাজ কুন্দ্রাকে।

পর্ন মামলায় জড়ানোর পর থেকেই মিডিয়াকে এড়িয়ে চলছেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। এদিন অদ্ভুত সাজে রাতের অন্ধকারে গেলেন রেস্তোরাঁয়।

গত বছরের মাঝামাঝি পর্ন মামলায় নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। তারপর থেকে সেভাবে এখনও জনসম্মুখে আসেননি শিল্পা শেট্টির স্বামী। বরং, ফোটোগ্রাফারদের এড়াতে দিনকয়েক ধরে নিয়েছেন নতুন পন্থা। এই তো গত সপ্তাহেই পা থেকে মাথা পর্যন্ত মুড়ে, কিম কর্দাশিয়ানের মেট গালা লুক কপি করে, শুধু চোখ খোলা রেখে তিনি সিনেমাহলে গিয়েছিলেন মায়ের সাথে। আর এবার শমিতা-রাকেশের সাথে ডিনারের সময়েও তিনি তেমনটাই করলেন!

এই গরমে লেদার জ্যাকেট, হুডিতে নিজেকে ঢেকে গাড়ি থেকে নেমে একপ্রকার দৌড়ে রেস্তোরাঁয় ঢুকে যান রাজ। শতবার ডাকা সত্ত্বেও ফিরে তাকাননি পাপারাৎজিদের দিকে। তারপর রেস্তোরাঁর ভিতরে ক্যামেরা নিয়ে গেলে দেখা যায়, তাঁর আগেই সেখানে পৌঁছে অপেক্ষা করছিল শমিতা শেট্টি আর রাকেশ বাপাট। সেখানে ডিনার সারেন তাঁরা।

ভিডিয়ো অনলাইনে শেয়ার হওয়ার সাথেসাথেই নেটিজেনদের কটাক্ষের মুখে ফের রাজ। ‘মুখ দেখানোর যোগ্যতা আছে নাকি, ক্যামেরা দেখলে এখন তো মুখ লোকাতেই হবে’, ‘গরীবের ব্যাটম্যান লাগছে’-র মতো নানা কমেন্ট পড়েছে। রাজের হয়েও কথা বলতে দেখা গিয়েছে কাউকে। একজন লিখেছেন, ‘কোর্ট যে রায় এখনও ঘোষণা করেনি, আপনারা কীভাবে তা এত নিশ্চিত হয়ে বলে দিয়ে একটা মানুষকে বারবার ছোট করছেন? জঘন্য!’

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকেও নিজের অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছেন। অবশ্য মুছে ফেলেছেন বললে ভুল হবে। কারণ রাজের সেই ব্যক্তিগত অ্যাকউন্টটিকেই তাঁর রেস্তোরাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে মডিফাই করা হয়েছে। ২০২২ সালে রাজ-শিল্পা নতুন ইটারি খুলেছেন মুম্বইতে! সেটাই এখন দেখভাল করছেন রাজ বলে খবর।

বায়োস্কোপ খবর

Latest News

মমতার উৎসবে ফেরার বার্তায় ‘না’, স্বস্তিকা-কিঞ্জলদের ছবি বয়কটের ডাক ছাত্রনেত্রীর বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, কৃষ্ণ কল্যাণী সরলেন কেন? ‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি দুধ চা খান? একটু বেশি খেয়ে ফেললেই কী মারাত্মক ক্ষতি হতে পারে, ভাবতে পারবেন না আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে ভিয়েতনামে ভয়াবহ ঘূর্ণিঝড়, মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬৩, নিখোঁজ ৪০, বিরাট ক্ষতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.