গত বছরের মাঝামাঝি পর্ন মামলায় নাম জড়িয়েছিল রাজ কুন্দ্রার। তারপর থেকে সেভাবে এখনও জনসম্মুখে আসেননি শিল্পা শেট্টির স্বামী। বরং, ফোটোগ্রাফারদের এড়াতে দিনকয়েক ধরে নিয়েছেন নতুন পন্থা। এই তো গত সপ্তাহেই পা থেকে মাথা পর্যন্ত মুড়ে, কিম কর্দাশিয়ানের মেট গালা লুক কপি করে, শুধু চোখ খোলা রেখে তিনি সিনেমাহলে গিয়েছিলেন মায়ের সাথে। আর এবার শমিতা-রাকেশের সাথে ডিনারের সময়েও তিনি তেমনটাই করলেন!
এই গরমে লেদার জ্যাকেট, হুডিতে নিজেকে ঢেকে গাড়ি থেকে নেমে একপ্রকার দৌড়ে রেস্তোরাঁয় ঢুকে যান রাজ। শতবার ডাকা সত্ত্বেও ফিরে তাকাননি পাপারাৎজিদের দিকে। তারপর রেস্তোরাঁর ভিতরে ক্যামেরা নিয়ে গেলে দেখা যায়, তাঁর আগেই সেখানে পৌঁছে অপেক্ষা করছিল শমিতা শেট্টি আর রাকেশ বাপাট। সেখানে ডিনার সারেন তাঁরা।
ভিডিয়ো অনলাইনে শেয়ার হওয়ার সাথেসাথেই নেটিজেনদের কটাক্ষের মুখে ফের রাজ। ‘মুখ দেখানোর যোগ্যতা আছে নাকি, ক্যামেরা দেখলে এখন তো মুখ লোকাতেই হবে’, ‘গরীবের ব্যাটম্যান লাগছে’-র মতো নানা কমেন্ট পড়েছে। রাজের হয়েও কথা বলতে দেখা গিয়েছে কাউকে। একজন লিখেছেন, ‘কোর্ট যে রায় এখনও ঘোষণা করেনি, আপনারা কীভাবে তা এত নিশ্চিত হয়ে বলে দিয়ে একটা মানুষকে বারবার ছোট করছেন? জঘন্য!’
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া থেকেও নিজের অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছেন। অবশ্য মুছে ফেলেছেন বললে ভুল হবে। কারণ রাজের সেই ব্যক্তিগত অ্যাকউন্টটিকেই তাঁর রেস্তোরাঁর অফিসিয়াল অ্যাকাউন্ট হিসেবে মডিফাই করা হয়েছে। ২০২২ সালে রাজ-শিল্পা নতুন ইটারি খুলেছেন মুম্বইতে! সেটাই এখন দেখভাল করছেন রাজ বলে খবর।