বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhee Gulzar-Srabanti: ফের বাংলা ছবিতে রাখি গুলজার! সঙ্গী শ্রাবন্তী, ২০২৪-এ বড় চমক শিবপ্রসাদ-নন্দিতার

Rakhee Gulzar-Srabanti: ফের বাংলা ছবিতে রাখি গুলজার! সঙ্গী শ্রাবন্তী, ২০২৪-এ বড় চমক শিবপ্রসাদ-নন্দিতার

শিবু-নন্দিতার ছবিতে রাখি 

Rakhee Gulzar-Srabanti: এবার রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রাবন্তী। নতুন বছরে বিরাট চমক দেবেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। আসছে ‘আমার বস’।

আরও এক অসাধ্য সাধন করে ফেললেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। বাংলা ছবির পর্দায় রাখি গুলজারকে ফিরিয়ে আনছেন তাঁরা। পরিচালক জুটির শেষ ছবি ‘রক্তবীজ’ এখনও থিয়েটারে চলছে। পুজো রিলিজ ছবিগুলোর মধ্যে অন্যতম প্রশংসিত ছবি এটি। এর মাঝেই পরের ছবির ঘোষণা সারল উইন্ডোজ প্রোডাকশন। তাদের পরের ছবি ‘আমার বস’-এ মুখ্য ভূমিকায় রাখি গুলজার।

এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন নন্দিতা রায়। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শ্রাবন্তী। রাখি গুলজার অভিনীত শেষ বাংলা ছবি নিবার্ণ। কিন্তু খুব বেশি দর্শক এই ছবি দেখতে পাননি। চার বছর আগে ছবি উৎসবে প্রদর্শিত হলেও হলে মুক্তি পায়নি গৌতম হালদার পরিচালিত নিবার্ণ। সেই অর্থে ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরত’-এর পর ফের বাংলা ছবিতে বাঙালি কন্যের অভিনয় দেখার সুযোগ পাবে বাঙালি দর্শক।

২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘শুভ মহরত’, মাঝে পেরিয়েছে ২০ বছর। রাখি গুলজারকে ‘আমার বস’-এ দেখতে হলমুখী হবে তার গুণমুগ্ধরা তা বলাই যায়। বাংলা ছবির পর্দা থেকে দূরে থাকলেও নিয়মিত বাংলা ছবি দেখেন রাখি। শিবপ্রসাদ জানিয়েছেন, ‘আমাদের সব সিনেমা ওনার দ্যাখা। সবচেয়ে প্রিয় হামি’। ‘রাখীদি’কে অ্যাকশন-কাট বলার সুযোগ পাওয়াটা ‘ইচ্ছেপূরণ’ অকপটে মেনে নিলেন পরিচালক। জানালেন, ‘আমাদের পরের সিনেমার মুখ্য চরিত্রে উনি। আর একটা ইচ্ছে পূরণ। আজকের সকালটা স্পেশাল’। এই ছবিতে শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা শিবপ্রসাদকেও পাওয়া যাবে। যা দর্শকদের কাছে নিঃসন্দেহে উপরি পাওনা।

‘আমার বস’-এর শ্যুটিং শুরু জানুয়ারি মাসে। পুরোদমে চলছে প্রি-প্রোডাকশন। এর আগে উইন্ডোজের ছবিতে কখনও দেখা যায়নি শ্রাবন্তীকে। তাই তাঁর ভক্তদের জন্যও বেশ এক্সাইটিং নিউজ। এই মুহূর্তে শুভ্রজিৎ মিত্রের ‘দেবী চৌধুরাণী’র শ্যুটিংয়ে ব্যস্ত নায়িকা। সেই কাজ শেষ করে ‘আমার বস’ শুরু করবেন। 

দিলীপ নাগের বাংলা ছবি ‘বধূবরণ’ দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন রাখি গুলজার। দ্বিতীয় ছবি ছিল বিজয় বসুর ‘বাঘিনী’। এরপর বলিউডে পুরোদমে কাজ শুরু করেন রাখি। সত্তরের দশকে শক্তি সামন্তর ‘অনুসন্ধান’-এ দর্শক দেখেছিল তাঁকে। রাখির অভিনীত বাংলার ছবির তালিকায় রয়েছে, অপর্ণা সেনের ‘পরমা’, প্রভাত রায়ের ‘প্রতীক’-সহ একাধিক ছবি। 

ঋতুপর্ণ ঘোষের ‘শুভ মহরৎ’-এর জন্য সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় পুরস্কার পান তিনি। কিন্তু এরপর লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগত থেকে লম্বা বিরতি। নিবার্ণ-এর সঙ্গে অভিনয়ের দুনিয়ায় ফিরেছিলেন। তার চার বছর পর এবার ‘আমার বস’-এ।

 

বায়োস্কোপ খবর

Latest News

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.