বাংলা নিউজ > বায়োস্কোপ > Rakhi Sawant:‘পুরুষরা আমায় ছোঁবেন না, মক্কা-মদিনা গিয়ে পবিত্র হয়েছি’, রাগলেন ‘ফাতিমা’ রাখি

Rakhi Sawant:‘পুরুষরা আমায় ছোঁবেন না, মক্কা-মদিনা গিয়ে পবিত্র হয়েছি’, রাগলেন ‘ফাতিমা’ রাখি

রাখির নতুন রূপ

Rakhi Sawant's viral Video: মক্কা-মদিনায় উমরাহ করতে গিয়েছিলেন রাখি। পবিত্র সফর সেরে ফিরে এক্কেবারে ভোল পালটে ফেলেছেন অভিনেত্রী। পুরুষদের স্পর্শে ঘোর আপত্তি!

বিতর্ক আর রাখি সাওয়ান্ত একে অপরের পরিপূরক। সদ্যই নায়িকার দ্বিতীয় বিয়ে ভেঙেছে। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। দিন কয়েক আগেই প্রাক্তন স্বামীর নামে গুরুতর অভিযোগ এনেছিলেন রাখি, জানিয়েছিলেন মধুচন্দ্রিমায় গিয়ে রাখির নগ্ন ভিডিয়ো শ্যুট করে তা লাখ লাখ টাকায় বিক্রি করেছে আদিল। মধুচন্দ্রিমাতেও আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন, এমনটাই অভিযোগ করেন। এতকিছুর মাঝে হঠাৎ করেই ভোলবদল রাখির।

আদিল দুরানি খানের সঙ্গে বিয়ের সময় ধর্ম বদলে মুসলিম হয়েছিলেন রাখি। নাম বদলে রাখি থেকে ফতিমাও হন। আদিলের সঙ্গে সম্পর্কের পাঠ চুকেছে তবে আচমকাই ইসলামের প্রতি নিজেকে সঁপে দিয়েছেন রাখি। সম্প্রতি মক্কা-মদিনায় গিয়ে উমরাহ সেরে ফিরেছেন। তারপরই রাখিকে চেনা দায়! সৌদি আরব থেকে মুম্বই এয়ারপোর্টে ফিরেই রাখি স্পষ্ট বলেছিলেন- ‘রাখি নয় আমাকে ফাতিমা বলে ডাকুন’। শনিবারও সেই একই রূপ দেখা গেল অভিনেত্রীর।

এদিন লাল বোরখা আর হিজাবে শরীর ঢেকে এক অনুষ্ঠানে হাজির হন রাখি। সেখানে পুরস্কৃত হন রাখি। তবে ইভেন্ট থেকে ফেরার পথে হঠাৎ করেই মেজাজ হারালেন এই বলি তারকা। সাংবাদিকরা ছেঁকে ধরেছিলেন রাখিকে, সঙ্গে ফ্যানেদের সেলফি তোলার হিড়িক। এতেই চটে যান রাখি। তাঁকে বলতে শোনা গেল- ‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন’। 

রাখির এই ভিডিয়ো রীতিমতো ভাইরাল সোশ্যালে। ভিডিয়োর শেষে আরবের শেখদের স্ত্রীর সঙ্গে নিজের তুলনা টানেন অভিনেত্রী। রাখির কীর্তি দেখে হাসি থামছে না নেটিজেনদের। একজন লেখেন- ‘বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ মহিলা’। অপর একজন লেখেন- ‘শ চুয়ে খাকে বিল্লি হজ কো চলি’। আরেক জন কটাক্ষ করে লেখেন- ‘এই মহিলার নাটকের শেষ নেই। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী’। 

উমরাহ করতে গিয়ে সেখান থেকে একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাখি। কাবা শরিফের সামনে কাঁদতে দেখা গিয়েছে রাখিকে। আল্লাহর উদ্দেশে রাখি বলেন- ‘হে আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা জানাতে এসেছি, আপনি বিচার করুন।’ নেটিজেনদের অনেকে রাখির প্রতি সমবেদনা জানিয়েছেন, তবে অধিকাংশের মতেই পাবলিসিটি পেতেই এই সব কীর্তি করে বেড়াচ্ছেন রাখি। 

ওদিকে রাখির অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আদিলও। তাঁর দাবি, রাখির চেয়ে ১৯ বছরের ছোট তিনি। রীতেশকে ডিভোর্স না দিয়েই রাখি ভুল বুঝিয়ে তাঁকে বিয়ে করেছিল। রাখির ধর্ষণের অভিযোগের পালটা আদিলের দাবি, রাখি তাঁর নগ্ন ভিডিয়ো শ্যুট করেছে। 

বন্ধ করুন