দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২১ ফেব্রুয়ারি বিয়ে সারলেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। গোয়ায় পঞ্জাবি রীতি মেনে অর্থাৎ আনন্দ কারজ পদ্ধতি চারহাত এক হয়েছে তাঁদের। গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল তাঁদের প্রাক বিয়ের অনুষ্ঠান। ২১ ফেব্রুয়ারি দুপুর সাড়ে তিনটে নাগাদ সাত পাক ঘোরেন নব দম্পতি।
বিয়েতে উপস্থিত হয়েছিলেন তাঁদের পরিবার, ঘনিষ্ট আত্মীয় এবং বন্ধুরা। দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসেছে বিয়ের আসর। রকুল-জ্যাকির সঙ্গীত অনুষ্ঠানে ভাঙড়া করে স্টেজ মাতিয়েছেন শিল্পা শেট্টি কুন্দ্রা এবং রাজ কুন্দ্রা। বর রাজের সঙ্গে ফাটিয়ে নেচেছেন শিল্পা। রকুল-জ্যাকির সঙ্গীত অনুষ্ঠানের একটি ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় পঞ্জাবি গান ‘মুন্ডিয়া তু বাঁচকে রাহি’তে নাচছেন শিল্পা-রাজ। দেখুন ভিডিয়ো-
আরও পড়ুন: ‘১৪ বছর একই জিনিস করে আসছি’, নগ্ন ছবি পোস্ট প্রসঙ্গে এতদিনে মুখ খুললেন বিদ্যুৎ
পিঙ্কভিলার রিপোর্ট অনুযায়ী, রকুল-জ্যাকির সঙ্গীত অনুষ্ঠান হোস্ট করেছেন রিতেশ দেশমুখ, ভূমি পেডনেকর। জ্যাকি ভাগনানির সঙ্গে খুব কাছের পারিবারিক সম্পর্ক অভিনেতা রিতেশ দেশমুখ এবং জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেডনেকরের। শাহরুখ খানের গান গোরি গোরি, তুমসে মিলকে দিল কা যো হালে নাচ হয়েছে এ দিন। পেহেলে ভি ম্যায়, চার বাজ গায়ে, ও আন্তাভা, কুদমাই সহ অনেক গানে-নাচে জমে উঠেছিল এ দিনের সঙ্গীত অনুষ্ঠান।
ডেভিড ধাওয়ানের পুত্র বরুণ ধাওয়ান যিনি সঙ্গীত অনুষ্ঠান জমিয়ে তুলতে 'কুলি নং ১' ছবির গান 'হুস্ন হ্যায় সুহানা'তে নাচও করেন। সঙ্গীতে বলিউডি থিম রাখা হয়েছিল ৷ জমকালো পোশাকে হাজির ছিলেন অতিথিরা। তাঁদের সম্পর্ক উদযাপনে প্রেমের গান 'বিন তেরে' রাকুলের প্রতি উৎসর্গ করে হবু স্ত্রীকে অবাক করে দেন জ্যাকি৷
রকুলপ্রীত এবং জ্যাকির বিয়েতে এসেছেন শিল্পা শেট্টি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ানরা। গত ১৯ ফেব্রুয়ারি থেকে তাঁদের বিয়ের সমস্ত অনুষ্ঠান শুরু হয়েছে। ২০ তারিখ সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার আগের দিন হয়েছিল হলদি অনুষ্ঠান।
২০২১ সালের অক্টোবর মাসে নিজেদের সম্পর্কের বিষয়টা প্রকাশ্যে আনেন রকুলপ্রীত সিং এবং জ্যাকি ভাগনানি। এই দম্পতি মঙ্গলবার পরিবার এবং বন্ধুদের সঙ্গে চুটিয়ে উপভোগ করেন সঙ্গীতের অনুষ্ঠান ৷ সঙ্গীতের আগে তাঁদের মেহেন্দি অনুষ্ঠান ছিল ৷ অনুষ্ঠানস্থলের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।